সোনু সুদের নামে মাংস বিক্রি, জানতে পেরে মুহূর্তে কী জবাব দিলেন সুপারস্টার

Published : May 31, 2021, 04:16 PM ISTUpdated : May 31, 2021, 05:16 PM IST
সোনু সুদের নামে মাংস বিক্রি, জানতে পেরে মুহূর্তে কী জবাব দিলেন সুপারস্টার

সংক্ষিপ্ত

সমস্যায় পড়লেই সাধারণের মুখে এখন একটাই নাম সোনু সুদ, নাম নিলেই মিলছে সাহায্য হাজার হাজার মানুষ ভিড় জমাচ্ছেন তাঁর দরবারে  এবার তাঁর নামে বিকচ্ছে মাংস

সাধারণের কাছে এখন সোনু এখন ভগবান। তাই তাঁর দুয়ারেই সাধারণ মানুষ বর্তমানে ভিড় জমাচ্ছেন। চোখের জল ও মনে ভরসা আশা নিয়ে সকলেই নিজেদের আর্জি জানাতে ছুঁটে যাচ্ছেন সোনুর কাছে। না এক দিন কিংবা দুদিনের সাহায্য নয়, টানা এক বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন সোনু সুদ। প্রতিটা মুহূর্তে মানুষের আর্জি ও আবেদনে সাড়া দিয়েছেন তিনি। তাই তিনিই এখন সাধারণের ভরসা। 

আরও পড়ুন- বিয়ের মিথ্যা প্রলোভন দেখিয়ে রাতের পর রাত ধর্ষণ, পুলিশের জালে ধরা পড়ল কঙ্গনার BodyGuard 

সম্প্রতি সেই ছবি উঠে এলো সকলের সামনে। সোনু সুদের বাড়ির সামনে সোশ্যাল ডিস্টেন্স মেনেই দাঁড়িয়ে আছেন বহু মানুষ। কারুর হাতে প্রেসক্রিপশন, কারুর হাতে চিঠি, কেউ চাইছে একটা বেড, কেউ অক্সিজেন, কেউ আবার একটা চাকরি। কাউকে ফিরিয়ে দিতে নারাজ সোনু। নিজে বাড়ি থেকে বেরিয়ে সকলের সঙ্গে দেখা করছেন তিনি। সেই ছবি ধরা পড়েছিল ফ্রেমে। দিন-রাত কাজ করছে তাঁর টিম। 

 

;

 

আর বিপরীতে কেউ তাঁকে ভগবানের আসনে বসিয়ে পুজো করছেন, কেউ আবার তাঁর নামৈ খুলে ফেলছেন ব্যবসা, দোকান। সম্প্রতি দক্ষিণে ঠিক এমনটাই ঘটে। সোনু সুদের নামে খোলা হয় একটি মাংসের দোকান। সেখানে নাম রাখা হয় তাঁর নামেই। সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট ভাইরাল হওয়া মাত্রই উত্তর দেন সোনু, জানান, তিনি ভেজিটেরিয়ান। 

PREV
click me!

Recommended Stories

Year ending 2025: চলতি বছরে দর্শকদের নজর কেড়েছেন এই ১০ তারকা, রইল তালিকা
ডিপফেক কনটেন্ট বানালে অনুমতি নিতে হবে, নয়া বিল পেশ হল লোকসভায়, রইল বিস্তারিত