সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল হয়ে গিয়েছে ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবির একটি পোস্টার (The Kashmir Files Poster)। সেই পোস্টারের ছবি শেয়ার করেছেন খোদ পরিচালক বিবেক অগ্নিহোত্রী (Vivek Ranjan Agnihotri)।
মুক্তির পর দু’সপ্তাহ কেটে গিয়েছে। কিন্তু, ‘দ্য কাশ্মীর ফাইলস’ (The Kashmir Files) নিয়ে উন্মাদনা কিছুতেই কমছে না। বক্স অফিসেও (Box Office) বেশ ভালোই সাফল্য পেয়েছে (millions of viewers) ছবিটি। আর এই ছবি দেখার পর তা নিয়ে নিজেদের মতও প্রকাশ করেছেন তারকা থেকে সাধারণ মানুষ অনেকেই। তবে সম্প্রতি এক দর্শক যা করেছেন তা সব কিছুকে ছাপিয়ে গিয়েছে।
সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল হয়ে গিয়েছে ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবির একটি পোস্টার (The Kashmir Files Poster)। সেই পোস্টারের ছবি শেয়ার করেছেন খোদ পরিচালক বিবেক অগ্নিহোত্রী (Vivek Ranjan Agnihotri)। কিন্তু, হঠাৎ করে কেন এই পোস্টার এতটা জনপ্রিয় হয়ে উঠল? জানা গিয়েছে, নিজের রক্ত দিয়ে একজন এই পোস্টার এঁকেছেন। যা দেখে শিউরে উঠেছেন অনেকেই।
আরও পড়ুন- মন ভাঙল শ্রদ্ধা কাপুরের, দীর্ঘ ৪ বছরের সম্পর্কে অবশেষে দেখা দিল ভাঙন
মঞ্জু সোনি (Manju Soni) নামে এক মহিলা নিজের ১০ মিলিলিটার রক্ত (10 ml blood) দিয়ে ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর পোস্টার এঁকেছেন। রক্ত পরীক্ষা করার জন্য যে ভাবে শরীর থেকে রক্ত সংগ্রহ করা হয়, ঠিক সেই পদ্ধতিতেই নিজের শরীর থেকে রক্ত (poster of The Kashmir Files with Blood) নিয়ে কাজটি করেছেন সেই মহিলা। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই পোস্টার। আর তা চোখে পড়েছে বিবেকেরও।
আরও পড়ুন- বন্ধ হচ্ছে 'কপিল শর্মা' শো, হইচই পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়
সেই ছবি টুইট করে পরিচালক লেখেন, "হে ভগবান! আমি ভাবতে পারছি না। জানি না কী বলা উচিত। মঞ্জুজি, আপনাকে কী ভাবে ধন্যবাদ জানাব, তা বুঝতে পারছি না। আমি এই আবেগকে সম্মান করি। কিন্তু সকলকে এই ধরনের কাজ করা থেকে বিরত থাকার অনুরোধ করব। এটা মোটেই ভালো নয়।"
আরও পড়ুুন- চ্যাট শোয়ে সিদ্ধান্ত মালহোত্রাকে নিয়ে প্রশ্ন, লজ্জায় মুখ লাল হল কিয়ারার মুখ
মুক্তির পর থেকেই বিপুল জনপ্রিয় হয়েছে ‘দ্য কাশ্মীর ফাইলস’। দেশজুড়ে বিপুল জনপ্রিয়তার মাঝেও কিছু মানুষ এই ছবির বিরোধিতা করেছেন। তবে সে সব বিশেষ প্রভাব ফেলেনি এই ছবিটির ব্যবসায়। বক্স অফিসে রমরমিয়ে চলছে এই ছবি। আর তারই মধ্যে রক্তে আঁকা পোস্টার এই ছবির জনপ্রিয়তাকে আরও বাড়িয়ে দিয়েছে। মাত্র ১৪ দিনে ২০০ কোটি টাকার ব্যবসা করেছেন এই ছবি। বিরোধী মন্তব্যকে গুরুত্ব না দিয়ে বক্স অফিসে ‘দ্য কাশ্মীর ফাইলস’ যেভাবে ঝড়ের গতিতে দৌড়ে চলেছে, সেই দৌড় যে সহজে থামবে না তা বলার অপেক্ষা রাখে না।