Satabdi Roy: 'দ্য জঙ্গিপুর ট্রায়াল'-র শুটিংয়ে শতাব্দী, ফের রুপোলি পর্দায় অভিনেত্রী-সাংসদ

 


ধোপদুরস্ত  রাজনীতিবিদের কর্মব্যস্ততার ফাঁকেই নয়া চমক। মুর্শিদাবাদের মাটিতে দেবাদিত্য বন্দ্যোপাধ্যায় পরিচালিত হিন্দি ছবি “ দ্য জঙ্গিপুর ট্রায়াল”  ছবির শুটিংয়ে সাংসদ অভিনেত্রী শতাব্দী রায়।  

Asianet News Bangla | Published : Nov 13, 2021 11:32 AM IST / Updated: Nov 13 2021, 05:08 PM IST


ফের রুপোলি পর্দায় শতাব্দী রায় (Satabdi Roy)। মুর্শিদাবাদের মাটিতে ভিন্নধারার রিয়ালিস্টিক চিত্রনাট্যের (The Jangipur Trial) ছবির শুটিংয়ে সাংসদ অভিনেত্রী শতাব্দী রায়। ধোপদুরস্ত  রাজনীতিবিদের কর্মব্যস্ততার ফাঁকেই নয়া চমক। ফের ক্যামারার সামনে  বীরভূমের সাংসদ শতাব্দী রায় (TMC MP Satabdi Roy)।দীর্ঘ সময় পর হিন্দি ছবির হাত ধরে সাংসদের প্রত্যাবর্তনে খুশি রাজনৈতিক মহল থেকে চলচিত্র জগতের মানুষজন।

আরও পড়ুন, Goa: অর্পিতার আসনে ফেলেইরিও, তৃণমূলের নয়া রাজ্যসভার সাংসদ গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী

নিজ সংসদীয় এলাকার গা ঘেঁষা মুর্শিদাবাদ জেলার বন্যেশ্বর গ্রাম পঞ্চায়েতের প্রত্যন্ত গ্রাম তাঁতি বিড়ল এলাকায় নির্দিষ্ট সিডিউল বানিয়ে শুরু হল প্রথম দফার রিয়ালিস্টিক চিত্রনাট্যের  শুটিং। টানা প্রায় সপ্তাহ দুয়েক ধরে চলবে এই সিনেমার শুটিং বলে জানা যায়। দেবাদিত্য বন্দ্যোপাধ্যায় পরিচালিত হিন্দি ছবি “ দ্য জঙ্গিপুর ট্রায়াল” আসলে  এটি একটি কোর্ট ফর ড্রামা। তাঁতি বিড়ল গ্রামের একটি জমিদার পরিবার এক সময় ক্ষয়িষ্ণু হয়ে যায় ।ওই বাড়ির এক ছেলে সিনেমা হলের টিকিট কাউন্টারে কাজ নেন । একদিন কাউন্টারে খুন হন ওই ব্যক্তি ।ওই খুনের ৩১ বছর পর আদালতে শুরু হয় মামলা । 'দ্য জঙ্গিপুর ট্রায়াল'-র মূল চরিত্রে মৃতের কন্যা শতাব্দী রায় এক জন আইনজীবী ।এছাড়াও এই ছবিতে অভিনয় করছেন জাভেদ জাফরি , জাকির হোসেন , কিরন বেদী , অমিত বহেল , চিরাগ বোহরা প্রমুখ ।তবে সাগরদীঘির বাসিন্দা রবীন দত্ত ওই ছবিতে কোর্টের পেশকারের ভুমিকায় অভিনয় করছেন । তার দাবি , 'বেশ কয়েক টি ছবিতে আমি কাজ করেছি । তবে এই ছবিতে কাজ করার অভিজ্ঞতায় আলাদা । তাছাড়া সাংসদ শতাব্দী রায় এবং অভিনেত্রী শতাব্দী রায় কে খুব কাছ থেকে দেখার সুযোগও হল এই ছবিতে কাজ করে।'

আরও পড়ুন, Dilip Ghosh: 'ফিল্মস্টাররা বড় নির্বাচনে লড়ে,পুরোভোটে দলীয় কর্মীরাই', কাকে 'জঞ্জাল' বললেন দিলীপ

পুরো ছবির স্যুটিং হবে জেলার বিভিন্ন প্রান্তে টানা এক মাস ধরে । মূলত জঙ্গিপুর কোর্ট ,আজিমগঞ্জ বড়কুঠি ও বড়কুঠি জমিদার বাড়িতে এই স্যুটিং চলবে । স্যুটিংয়ের ফাকে স্থানীয় তৃণমূল নেতৃত্ব তো বটেই সাধারণ কর্মীদের সঙ্গেও কথা বলে নিচ্ছেন তৃনমূলের অভিনেত্রী সাংসদ ,আবার ছুটে যাচ্ছেন বীরভূমেও ।এই প্রসঙ্গে তিনি বলেন , “সংসদের ব্যস্ততার কারণে এত দিন ছবির কাজ করতে পারিনি ।তবে সব কিছু মিলে যাওয়ায় এবং আমার সাংসদীয় এলাকার কাছাকাছি   লোকেসান হওয়ায় এই ছবিতে আমার অভিনয় করা সম্ভব হল ।” কোর্ট , বোখারা শম্ভুনাথ মেমোরিয়াল কলেজ , গ্রাম ,  গ্রামের রাস্তায় এবং বড়কুঠি জমিদার বাড়িতে শ্যুটিং করে ভীষণ খুশী শতাব্দী রায় ।তিনি বলেন , “ সব ঠিক ঠাক থাকলে ওটিটি তে অর্থাৎ ওভার দ্য টপ-এ আগামী বছরের জানুয়ারি মাসে ছবি টি রিলিজ করবে।'       

আরও দেখুন, বিরিয়ানি থেকে তন্দুরি, রইল কলকাতার সেরা খাবারের ঠিকানার হদিশ  

আরও দেখুন, কলকাতার কাছেই সেরা ৫ ঘুরতে যাওয়ার জায়গা, থাকল ছবি সহ ঠিকানা  

আরও দেখুন, মাছ ধরতে ভালবাসেন, বেরিয়ে পড়ুন কলকাতার কাছেই এই ঠিকানায়  

আরও পড়ুন, ভাইরাসের ভয় নেই তেমন এখানে, ঘুরে আসুন ভুটানে  

Share this article
click me!