নাগা সাধু সইফ আলি, লাল কাপ্তান-এর ট্রেলার জুড়ে নবাব পুত্রের দাপট

Published : Sep 25, 2019, 12:29 PM ISTUpdated : Sep 25, 2019, 12:30 PM IST
নাগা সাধু সইফ আলি, লাল কাপ্তান-এর ট্রেলার জুড়ে নবাব পুত্রের দাপট

সংক্ষিপ্ত

মুক্তি পেল লাল কাপ্তান ছবির ট্রেলার ছবির আদ্যপান্ত জুড়ে নয়া চমকে হাজির সইফ নাগা রুপে দর্শকদের মন জয় করলেন নবাব পুত্র ছবির গুরুগম্ভীর ভাব প্রকাশ করেই সামনে লাল কাপ্তান

একের পর এক বড় বাজেটের ছবি মুক্তির অপেক্ষায় অক্টোবরে। উতসবের মরশুমকে হাতিয়ার করেই এবার বক্স অফিসে ছক্কা হাঁকাতে চান সব পরিচালকই। দুর্গা পুজোর ছবি মুক্তিতে আর একসপ্তাহ বাকি। এরই মাঝে প্রকাশ্যে এলো দিওয়ালি ধামাকা ছবির খবর।

আরও পড়ুনঃ ত্রিশ বছর পর তাপসী-ভুমিকে দেখতে হবে কেমন, ট্রেলারে মিলল তারই আভাস

লাল কাপ্তান ছবিতে বিশেষ ভূমিকায় দেখা যাবে সইফ আলি খানকে। ইতিমধ্যেই ছবিতে অভিনেতার লুক সাড়া ফেলেছেন দর্শকদের মধ্যে। নাগা সাধু বেশে নবাব পুত্রের প্রথম লুকেই শুরু হয়েছিল জোর জল্পনা। মাথায় জট, গায়ে ধূল, ছাই, কপালে তিলক। পোশাকেও কড়া নজর দিয়েছেন ছবির পরিচালক আনন্দ এল রাই। 

আরও পড়ুনঃ আবারও খবরের শিরোনামে বিগ বি, দাদা সাহেব ফালকে পাচ্ছেন অমিতাভ

বেশ কয়েকমাস আগেই শুরু হয়েছিল ছবির শ্যুটিং। মঙ্গলবার মুক্তি পেল সেই ছবির ট্রেলার। ট্রেলার মুক্তির পরই ছবির প্রেক্ষাপট বেশ খানিকটা খোলসা হয় দর্শকদের কাছে। তবে সর্বাধিক যা নজর কাড়ে তা হল, ছবির প্রতিটি অংশে সইফ আলি খানের নয়া লুক। এক একটি ফ্রেমে এক এক ভঙ্গিমায় ধরা দিলেন অভিনেতা।

বর্তমানে ছবির কাজ শেষ। চলছে শেষ অংশের প্রস্তুতি। অক্টোবরের শুরুতেই প্রচার কাজে নামবেন এই টিম। ১৮ অক্টোবর মুক্তি পাবে এই ছবি। তার আগে ২ অক্টোবর মুক্তি পাচ্ছে বিগ বাজেটের ছবি ওয়ার। সেই ছবিকে দু সপ্তাহ সময় দিয়ে প্রকাশ্যে আনা হবে লাল কাপ্তান-কে। বক্স অফিসে যাতে সমতা বজায় থাকে সেই দিকে নজর দিয়েই এই সিদ্ধান্ত নিলেন প্রযোজক সংস্থা। 

PREV
click me!

Recommended Stories

৯ দিনে ৩০০ কোটির দোরগোড়ায়, দেনে নিন কত টাকা আয় করল 'ধুরন্ধর' ছবিটি
ধর্মেন্দ্রর স্মৃতিতে বিশেষ পোস্ট এষার, দিলেন কোন বিশেষ বার্তা? দেখে নিন এক ঝলকে