বলিউডে তারকাদের হাজার একটা গল্প থেকে যায়। বিভিন্ন সময়, বিভিন্ন পরিস্থিতিতে এক এক নতুন গসিপ তৈরি হয় সিনসেল টাউনে। যা পরবর্তীতে তারকাদের কখনও আক্ষেপের কারণ হয় দাঁড়ায়। কখনও আবার তা বড়সড় ঘটনার আকার ধারন করে। প্রথম জীবনে অলকা ইয়াগনি এমনই পরিস্থিতির সন্মুখীন হয়েছিলেন। আজও যার জন্য তিনি আক্ষেপ করেন।
আরও পড়ুন-অবশেষে সুবিচার মিলল নির্ভয়ার, ধর্ষকদের ফাঁসিতে খুশি বলি তারকারা
আরও পড়ুন-রিল দুনিয়ায় মহামারীর সঙ্গে যুদ্ধ করতে করতেই বাস্তব জীবনে করোনায় আক্রান্ত ড্যানিয়েল
বলিউডে পা রাখার পর থেকেই একের পর এক গান গেয়ে শুরুতেই জনপ্রিয়তার শীর্ষে উঠেছিলেন অলকা। হাতে তখন একাধিক ভালো ছবির প্রস্তাব। প্রায় সব ছবিতেই উদিত নারায়ণ ও কুমার শানুর সঙ্গে গান গাইতেন তিনি। ফলে সেই ট্রেন্ড দেখেই অলকার কাছে প্রস্তাব এসেছিল ক্যায়ামাত সে ক্যায়ামাত তাক ছবির গান গাইবার। সেই ছবির গান গজব কা হ্যা দিন গাইবার কথা ছিল গায়িকার।
আরও পড়ুনঃকরোনা থেকে বাঁচতে হাত ধুতে গিয়ে হচ্ছে সাংঘাতিক ভুল, মনে করিয়ে দিলেন মধুমিতা
সেই গানই রেকর্ডিং-এর সময়ই আমির খান উপস্থিত ছিলেন স্টুডিও-তে। গান গাইছিলেন অলকা। সেই সময় তাকিয়ে ছিলেন আমির খান। অস্বস্তিতে পড়েছিলেন গায়িকা। বার করে দিয়েছিলেন সেখান থেকে আমির খানকে। তখন তাঁর প্রথম ছবি। অলকা চিনতেন না ছবির নায়ককে। পরবর্তীতে ছবি মুক্তির সময় অলকা জানতে পারেন সেই কথা। মুহূর্তে ক্ষমা চেয়েছিলেন আমির খানের কাছে।