অনুষ্কার ছবিতে বিরাটের মন্তব্য দেখে হতভম্ব সকলে, দেখে নিন সোশ্যাল মিডিয়ায় কী লিখলেন

Published : May 15, 2022, 05:20 PM IST
অনুষ্কার ছবিতে বিরাটের মন্তব্য দেখে হতভম্ব সকলে, দেখে নিন সোশ্যাল মিডিয়ায় কী লিখলেন

সংক্ষিপ্ত

বাজার ইন্ডিয়া ম্যাগাজিনের কভার ফোটোর জন্য সদ্য শ্যুট করেছেন অনুষ্কার। পিঙ্ক কোট আর অফ হোয়াইট ট্রাউজারে দেখা গিয়েছে তাঁকে। ছবিতে এগিলেন্ট লুকে দেখা গিয়েছেন অনুষ্কা। আর এই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই একের পর এক কমেন্ট পড়েছে ছবিতে। সকলেই প্রশংসা করে চলেছেন অনুষ্কার। আর এই সুযোগ একেবারে ছাড়লেন না বিরাট।

অনুষ্কা ও বিরাটের প্রেম সব সময়ই থাকে চর্চায়। দীর্ঘদিন প্রেমের পর ২০১৭ সালে গাঁট ছড়া বাঁধের বিরাটের সঙ্গে। বর্তমানে সংসার, মেয়ে আর কাজ এক সঙ্গে সামলাচ্ছেন নায়িকা। চলছে ছবির কাজ। এরই মাঝে একটি ম্যাগাজিনের জন্য ফোটোশ্যুট করলেন নায়িকা। বাজার ইন্ডিয়া ম্যাগাজিনের কভার হয়েছেন অনুষ্কা। সদ্য এই কভার ফোটোর ঝলক মিলেছে সোশ্যাল মিডিয়ায়। আর সেখানেই মন্তব্য করে বসলেন বিরাট। 

বাজার ইন্ডিয়া ম্যাগাজিনের কভার ফোটোর জন্য সদ্য শ্যুট করেছেন অনুষ্কার। পিঙ্ক কোট আর অফ হোয়াইট ট্রাউজারে দেখা গিয়েছে তাঁকে। ছবিতে এগিলেন্ট লুকে দেখা গিয়েছেন অনুষ্কা। আর এই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই একের পর এক কমেন্ট পড়েছে ছবিতে। সকলেই প্রশংসা করে চলেছেন অনুষ্কার। আর এই সুযোগ একেবারে ছাড়লেন না বিরাট। অনুষ্কা ছবির তলায় লিখে বসলেন গরজিয়াস। আর এই কমেন্ট নজর কাড়ল সকলের। 

সোশ্যাল মিডিয়ায় একে অন্যের প্রতি প্রেম জাহির করেন প্রথম থেকেই। এবারও তার অন্যাথা হল না। স্ত্রীর ছবি দেখে এতটাই মুগ্ধ হলেন যে সোশ্যাল মিডিয়ায় লিখে বসলেন মনের কথা। অনুষ্কার ছবিতে বিরাটের মন্তব্য দেখে হতভম্ব সকলে। অনেকেই দাবি ভালোবাসা জানাতে হলে সামনে বলুক, সোশ্যাল মিডিয়ায় কেন। 

এদিকে শীঘ্রই মুক্তি পেতে চলেছে অনুষ্কা অভিনীত চাকদহ এক্সপ্রেস। ভারতীয় মহিলা ক্রিকেটার ঝুলন গোস্বামীর বায়োপিকে অভিনয় করছেন তিনি। আপাতত জমিয়ে চলছে ক্রিকেট প্র্যাকটিস। ছবির কেন্দ্রে ক্রিকেট তারকার জীবন। তাঁর জীবনের কাহিনি নিখুঁত ভাবে ফুটিয়ে তুলতে ক্রিকেট খেলার ট্রেনিং নিতে হচ্ছে তাঁকে।  এই ছবির প্রসঙ্গে অনুষ্কা এক সাক্ষাৎকারে বলেন, বলেন, আমি শুরু থেকেই চাকদহ এক্সপ্রেসের সঙ্গে যুক্ত আছি। আরও আগে এটা করবার কথা ছিল। কিন্তু অতিমারীর কারণে পিছিয়ে যায়। আবার আমিন অন্তঃসত্ত্বা হয়ে পড়ি। যখন দ্বিতীয় দফায় এই ছবি নিয়ে কাজ শুরু করলাম, তখন খুব চিন্তায় ছিলাম। আমি খুবই নার্ভাস ছিলাম। আমার সবে একটা বাচ্চা হয়েছে। আমি এখন আর আগের মতো শক্তিশালী নই। ১৮ মাস ধরে কোনওরকম ট্রেনিং করিনি। আমার সত্যিই সেই শারীরিক শক্তি নেই, যা আগে ছিল। আগের আমি জিমে নিজেকে বেশি পুশ করতাম। যা এখন আর সম্ভব নয়। নিজের ফিটনেস নিয়ে এমনই জানিয়েছিলেন অনুষ্কা। 

আরও পড়ুন- বিনোদ খান্নার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় তৈরি করেছিল বিতর্ক, নিজেকে ধরে রাখতে পারেননি অভিনেতা

আরও পড়ুন- লিভইনে ছিলেন পল্লবী, রাতে মোমো খেয়ে ছবিও করেন পোস্ট , 'আত্মহত্যা' মানতে নারাজ সহকর্মীরা

আরও পড়ুন- সন্তান হারা ব্রিটনি, সোশ্যাল মিডিয়ায় জানালেন দুঃখের কথা, মিসক্যারেজ হল গায়িকার

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Year ending 2025: চলতি বছরে দর্শকদের নজর কেড়েছেন এই ১০ তারকা, রইল তালিকা
ডিপফেক কনটেন্ট বানালে অনুমতি নিতে হবে, নয়া বিল পেশ হল লোকসভায়, রইল বিস্তারিত