সর্বনাশ! মালাবদলের আগেই আলিয়ার পায়ে পড়ল রণবীর, সটান চুমু খেয়ে চমকে দিলেন ভক্তদের

Published : Apr 15, 2022, 11:28 AM ISTUpdated : Apr 15, 2022, 06:24 PM IST
সর্বনাশ! মালাবদলের আগেই আলিয়ার পায়ে পড়ল রণবীর, সটান চুমু খেয়ে চমকে দিলেন ভক্তদের

সংক্ষিপ্ত

মালাবদলের ভিডিওতে দেখা যাচ্ছে, রণবীর কাপুর বন্ধুদের কাঁধে উপক চড়ে বসেছেন। উল্টো দিকেই বরমালা নিয়ে দাঁড়িয়ে রয়েছেন আলিয়া ভাট। তারপর সকলকে চমকে দিয়ে বন্ধুদের কাঁধ থেকে সচান নেমে একেবারে আলিয়ার সামনে হাঁটু মুড়ে বসে পায়ে পড়ার মতো মাথা ঠেকিয়ে দেন। সঙ্গে সঙ্গে বরের গলায় মালা পরিয়ে দেন রণবীর। মালা পরিয়েই উঠে দাঁড়িয়ে বউকে চুমু খেয়ে নেন রণবীর কাপুর। মালাবদলের  এই ভিডিও ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে। ফ্যানেরাও রণবীরের এই কীর্তি দেখে হতবাক হয়েছেন। 

ক্যাসানোভা ইমেজ ঝেড়ে ফেলে রণবীর কাপুর এখন হ্যাপিলি ম্যারেড। তার ব্যক্তিগত জীবন নিয়ে চর্চার শেষ নেই নেটপাড়ায়। চারহাত তো এক হল রণবীর-আলিয়ার। এবার বিয়ের অন্দরের ছবি ও ভিডিও ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া। ১৪ এপ্রিল, বৃহস্পতিবার  দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। দুজনের বয়সের ব্যবধানও অনেক। তবে বয়স যে নিছকই একটা সংখ্যামাত্র, তার প্রমাণ দিলেন রণবীর -আলিয়া। রণবীর ৩৯ এবং আলিয়া ২৯। বয়সে অনেকটাই ছোট আলিয়াকে নিজের দুলহানিয়া বানালেন রণবীর কাপুর।

বলিপাড়ার অন্যান্য তারকার মতো ডেস্টিনেশন ওয়েডিং করেননি রণবীর কাপুর ও  আলিয়া ভাট। কাপুর ও ভাট পরিবারের লোকজনদের নিয়েই ঘরোয় ভাবেই বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন রালিয়া জুটি। বলিউডে রাজকীয় বিয়ে নিয়ে সকাল থেকেই তোলপাড় ছিল সংবাদমাধ্যম। বহুদিন ধরেই এই বিয়ের অপেক্ষায় ছিলেন সকলেই। তবে বিয়ে তো হল গুটিকয়েক অতিথি নিয়ে। কিন্তু বিয়ের মন্ডপে ঠিক কী কী চমক দিয়েছেন রণবীর কাপুর,তা দেখলে চমকে যাবেন। সম্প্রতি বিয়ের অন্দরের মালাবদলের ভিডিও প্রকাশ্যে এসেছে, যা দেখে চমকে উঠতে পারেন আপনিও।

 

মালাবদলের ভিডিওতে দেখা যাচ্ছে, রণবীর কাপুর বন্ধুদের কাঁধে উপক চড়ে বসেছেন। উল্টো দিকেই বরমালা নিয়ে দাঁড়িয়ে রয়েছেন আলিয়া ভাট। তারপর সকলকে চমকে দিয়ে বন্ধুদের কাঁধ থেকে সচান নেমে একেবারে আলিয়ার সামনে হাঁটু মুড়ে বসে পায়ে পড়ার মতো মাথা ঠেকিয়ে দেন। সঙ্গে সঙ্গে বরের গলায় মালা পরিয়ে দেন রণবীর। মালা পরিয়েই উঠে দাঁড়িয়ে বউকে চুমু খেয়ে নেন রণবীর কাপুর। মালাবদলের  এই ভিডিও ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে। ফ্যানেরাও রণবীরের এই কীর্তি দেখে হতবাক হয়েছেন। 

 

 

কাপুর পরিবারের বউমা আলিয়া ভাটকে স্বাগত জানাতে ব্যস্ত পুরো পরিবার। ছেলে ও বউমার একটি ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন নীতু কাপুর। যার ক্যাপশনে লেখা, রালিয়া-ই তার দুনিয়া। ভালবাসার ইমোজি দিয়ে বুঝিয়ে দিয়েছেন নীতু কাপুর। রণবীরের পরিবার অর্থাৎ কাপুর পরিবারের বড়দের সকলে তথা ভাট পরিবারের কেউ যেন বিয়েতে মিস না করে সেই কারণেই নাকি মুম্বইয়ের সাত তারা হোটেল তাজ ল্যান্ড এন্ডস-এ বসবে রণবীর আলিয়ার রিসেপশনের আয়োজন করা হয়েছিল। কিন্তু এবার বদলে যাচ্ছে রিসেপশনের ঠিকানা। এবার রাজকীয় বিয়ের ঘোষণার মধ্যে জানা গেছে, মুম্বইয়ের তাজ মহল প্যালেসে রিসেপশন হচ্ছে না রালিয়া জুটির। প্রথমসারির সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, বিয়ের দিন ঘোষণা করার পরই পাত্রপক্ষ থেকে জানানো হয়েছে, বিয়ে-রিসেপশন সবটাই সম্পন্ন হবে রণবীরের বাস্তু অ্যাপার্টমেন্টে।  অতিথিদের নিরাপত্তার কথা ভেবেই নাকি এই রদবদল করা হয়েছে। যদিও রণবীরের মা নীতু জানিয়েছেন এখনও পর্যন্ত রিসেপশনের কোনও প্ল্যান নেই।  

আরও পড়ুন-ঠিকরে বেরোচ্ছে গ্লো, গর্জিয়াস লেহেঙ্গায় রণবীরের বিয়েতে ঋদ্ধিমা-করিনাকে ছাপিয়ে গেলেন নীতু কাপুর

আরও পড়ুন-হাতে মাত্র কয়েকঘন্টা, কোথায়-কখন হচ্ছে রণবীর-আলিয়ার বিয়ে, জেনে নিন সমস্ত খুঁটিনাটি

আরও পড়ুন-কেমন হল রণবীর-আলিয়া মেহেন্দির অনুষ্ঠান, নীতু-ঋদ্ধিমা নাকি সোনি-পূজা, কে দিলেন কাকে টেক্কা

PREV
click me!

Recommended Stories

Year Ending 2025: চলতি বছরে দর্শকদের মন কেড়েছে এই ১০টি OTT রিলিজ, দেখে নিন এক ঝলকে
বলিউডের 'হি-ম্যান' ধর্মেন্দ্রর জন্মদিনে বিশেষ শ্রদ্ধা ববি দেওলের, কী লিখলেন অভিনেতা?