Gold Price Today- বিয়ের মরশুমের আগেই মধ্যবিত্তের মাথায় হাত, জেনে নিন আজ কত হল সোনার দাম

বিয়ের মরশুম আসতে না আসতেই চড়চড়িয়ে বাড়ছে সোনার দাম। ১৩ নভেম্বররেও বৃদ্ধি পেয়েছিল সোনার দাম। তবে আজ দেখে নেওয়া যাক ১৪ নভেম্বর কত হল সোনার দাম। 
 

মধ্যবিত্তের মুখে হাসি ফুটিয়ে কয়েকদিন আগের বেশ কিছুটা কমেছিল সোনার দাম। তবে আবার বিয়ের মরশুম আসতে না আসতেই চড়চড়িয়ে বাড়ছে সোনার দাম। ১৩ নভেম্বররেও বৃদ্ধি পেয়েছিল সোনার দাম। তবে আজ দেখে নেওয়া যাক ১৪ নভেম্বর কত হল সোনার দাম। 
আরও পড়ুন- ১১ দিন অপরিবর্তিত জ্বালানির দাম, আজ কোথায় কত টাকায় মিলছে পেট্রোল-ডিজেল
সোনার দাম উর্দ্ধমুখি তার পর থেকে সোনার দাম অব্যহত। চলুন জেনে নেওয়া যাক আজ কলকাতায় কত যাচ্ছে সোনার দাম...
২২ ক্যারেট (গিনি সোনা/গয়নার সোনা) ১ গ্রাম সোনার দাম আজ ৪,৮৫৫ টাকা, ২২ ক্যারেট (গিনি সোনা/গয়নার সোনা) ৮ গ্রাম সোনার দাম আজ ৩৮৮৪০ টাকা, ২২ ক্যারেট (গিনি সোনা/গয়নার সোনা) ১০ গ্রাম সোনার দাম আজ ৪৮৫৫০ টাকা, ২২ ক্যারেট (গিনি সোনা/গয়নার সোনা) ১০০ গ্রাম সোনার দাম আজ ৪,৮৫৫০০ টাকা,

আরও পড়ুন- প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে ক্রিপ্টোকারেন্সি নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক, পথ খুঁজতে আলোচনা

Latest Videos

আরও পড়ুন- ২৫ শতাংশ দাম কমছে বিলিতি মদে, বাজারে আসতে বাংলা মদ মহুল,২৮ টাকায় মিলবে ৩০০ মিলি বোতল
২৪ ক্যারেট (খাঁটি সোনা/পাকা সোনা) সোনার আজ ১ গ্রাম সোনার দাম ৫, ১২৫ টাকা, ২৪ ক্যারেট (খাঁটি সোনা/পাকা সোনা) সোনার আজ ৮ গ্রাম সোনার দাম ৪,১০০টাকা, ২৪ ক্যারেট (খাঁটি সোনা/পাকা সোনা) সোনার আজ ১০ গ্রাম সোনার দাম ৫১,২৫০ টাকা, ২৪ ক্যারেট (খাঁটি সোনা/পাকা সোনা) সোনার আজ ১০০ গ্রাম সোনার দাম ৫,১২,৫০০ টাকা।
 

Share this article
click me!

Latest Videos

PM Modi Live: নিখিল কামথের মুখোমুখি প্রধানমন্ত্রী, কী বার্তা, দেখুন সরাসরি
Suvendu Adhikari : 'হিন্দুদের মধ্যেই ভেদাভেদের কারণে হিন্দু আজ সঙ্কটে', মন্তব্য শুভেন্দু অধিকারীর
'আমাদের আনুন আমরা ৩ লাখের ঘর ও ৩ হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডার দেবো', বার্তা দিলেন Suvendu Adhikari
Suvendu Adhikari Live : আসানসোলে মেগা জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
‘Trinamool Bangladeshi-দের সুবিধা করে দিচ্ছে’ বিস্ফোরক মন্তব্য Dilip Ghosh-এর, দেখুন