Gold Price Today- বিয়ের মরশুমের আগেই মধ্যবিত্তের মাথায় হাত, জেনে নিন আজ কত হল সোনার দাম

Published : Nov 14, 2021, 10:22 AM ISTUpdated : Nov 14, 2021, 12:21 PM IST
Gold Price Today- বিয়ের মরশুমের আগেই মধ্যবিত্তের মাথায় হাত, জেনে নিন আজ কত হল সোনার দাম

সংক্ষিপ্ত

বিয়ের মরশুম আসতে না আসতেই চড়চড়িয়ে বাড়ছে সোনার দাম। ১৩ নভেম্বররেও বৃদ্ধি পেয়েছিল সোনার দাম। তবে আজ দেখে নেওয়া যাক ১৪ নভেম্বর কত হল সোনার দাম।   

মধ্যবিত্তের মুখে হাসি ফুটিয়ে কয়েকদিন আগের বেশ কিছুটা কমেছিল সোনার দাম। তবে আবার বিয়ের মরশুম আসতে না আসতেই চড়চড়িয়ে বাড়ছে সোনার দাম। ১৩ নভেম্বররেও বৃদ্ধি পেয়েছিল সোনার দাম। তবে আজ দেখে নেওয়া যাক ১৪ নভেম্বর কত হল সোনার দাম। 
আরও পড়ুন- ১১ দিন অপরিবর্তিত জ্বালানির দাম, আজ কোথায় কত টাকায় মিলছে পেট্রোল-ডিজেল
সোনার দাম উর্দ্ধমুখি তার পর থেকে সোনার দাম অব্যহত। চলুন জেনে নেওয়া যাক আজ কলকাতায় কত যাচ্ছে সোনার দাম...
২২ ক্যারেট (গিনি সোনা/গয়নার সোনা) ১ গ্রাম সোনার দাম আজ ৪,৮৫৫ টাকা, ২২ ক্যারেট (গিনি সোনা/গয়নার সোনা) ৮ গ্রাম সোনার দাম আজ ৩৮৮৪০ টাকা, ২২ ক্যারেট (গিনি সোনা/গয়নার সোনা) ১০ গ্রাম সোনার দাম আজ ৪৮৫৫০ টাকা, ২২ ক্যারেট (গিনি সোনা/গয়নার সোনা) ১০০ গ্রাম সোনার দাম আজ ৪,৮৫৫০০ টাকা,

আরও পড়ুন- প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে ক্রিপ্টোকারেন্সি নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক, পথ খুঁজতে আলোচনা

আরও পড়ুন- ২৫ শতাংশ দাম কমছে বিলিতি মদে, বাজারে আসতে বাংলা মদ মহুল,২৮ টাকায় মিলবে ৩০০ মিলি বোতল
২৪ ক্যারেট (খাঁটি সোনা/পাকা সোনা) সোনার আজ ১ গ্রাম সোনার দাম ৫, ১২৫ টাকা, ২৪ ক্যারেট (খাঁটি সোনা/পাকা সোনা) সোনার আজ ৮ গ্রাম সোনার দাম ৪,১০০টাকা, ২৪ ক্যারেট (খাঁটি সোনা/পাকা সোনা) সোনার আজ ১০ গ্রাম সোনার দাম ৫১,২৫০ টাকা, ২৪ ক্যারেট (খাঁটি সোনা/পাকা সোনা) সোনার আজ ১০০ গ্রাম সোনার দাম ৫,১২,৫০০ টাকা।
 

PREV
click me!

Recommended Stories

Gold-Silver Price Today: সোনার পতন, রুপোর উত্থান! বাজারে নতুন মোড়? জেনে নিন আজ কত দাম ১০ গ্রাম সোনার
কয়েক মিনিটেই অ্যাকাউন্টে ঢুকবে টাকা! পার্সোনাল লোন অ্যাপের এই সুবিধাগুলি জেনে নিন