DA-র আগেই পকেটে পড়তে পারে প্রচুর প্রচুর টাকা, ইতিমধ্যেই সরকারি কর্মীদের জন্য জারি হয়েছে মেমো

কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ ৩ শতাংশ হারে বাড়তে পারে। কিন্তু তার আগেই প্রচুর প্রচুর টাকা ঢুকতে পারে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের।

 

Saborni Mitra | Published : Oct 12, 2024 3:01 PM IST
111
কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ

কেন্দ্র সরকার সূত্রের খুব দ্রুত সরকারি কর্মীদের ডিএ দেওয়া হবে। অক্টোবর মাসেই দেওয়া হতে পারে ডিএ।

211
উৎসবের মরশুমে ডিএ ঘোষণা

কেন্দ্রীয় সরকার সূত্রের খবর উৎসবের মরশুমেই ডিএ দেওয়া হতে পারে কেন্দ্রীয় সরকারি কর্মীদের।

311
তিন শতাংশ হারে ডিএ

সূত্রের খবর তিন শতাংশ হাতে ডিএ বাড়ান হতে পারে। তবে এখনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।

411
তার আগেই পকেটে বাড়তি টাকা

সূত্রের খবর , ডিএ দেওয়ার আগেই কেন্দ্রীয় সরকারি কর্মীরা একটি বড় অঙ্কের টাকা হাতে পেতে পারে।

511
কনস্ট্যান্ট অ্যাটেন্ড্যান্ট অ্যালাওয়েন্স

সূত্রের খবর খুব দ্রুত কেন্দ্রীয় সরকার কনস্ট্যান্ট অ্য়াটেন্ড্যান্ট অ্য়ালাওয়েন্স, ঘোষণা হ করতে পারে। ২৫ শতাংশ হারে তা দেওয়া হতে পারে।

611
জারি মেমো

এই বিষয়ে একটি মেমো জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে ২৫ শতাংশ হারে বাড়ান হতে পারে কনস্ট্যান্ট অ্যাটেন্ড্যান্ট অ্যালাওয়েন্স

711
কারা কারা পাবে

পেনশনভোগীরা এই টাকা পাবেন। পেনশন ও পেনশনভোগী কল্যাণ দফতরের তরফে একটি অফিস মেমো জারি করা হয়েছে।

811
টাকা বাড়বে

কেন্দ্রীয় সরকার সূত্রের খবর কনস্ট্যান্ট অ্যাটেন্ড্যান্ট অ্যালাওয়েন্স ৬৭৫০ টাকা থেকে বাড়িয়ে ৮৪৩৮ টাকা।

911
টাকা পাওয়ার শর্ত

এই টাকা পেতে গেল যেকোনও সরকারি কর্মীকে নূন্যতম ১০ বছর সরকারি কর্মী হিসেবে কাজ করতে হবে।

1011
টাকার অঙ্ক

সরকারি প্রাক্তন কর্মীরা প্রাপ্ত বেসিক বেতনের ৫০ শতাংশ হারে তাদের পেশনন গণনা করা হয়ে থাকে। নূন্যতম ৯ হাজার টাকা।

1111
মন্ত্রীকে চিঠি

পেনশন ও পেনশনভোগী কল্যাণ দফতরের তরফে সকল মন্ত্রকে এই মর্মে একটি চিঠি দেওয়া হয়েছে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos