Gold Silver Price: হু হু করে ঊর্ধ্বমুখী সোনার দামের কাঁটা, রুপোর দামও বাড়ছে চড়চড়িয়ে

কলকাতায় আজ কত হল হলুদ ধাতুর দর? দেখে নেওয়া যাক। 

Web Desk - ANB | Published : May 4, 2023 12:53 AM IST

বিনিয়োগের ক্ষেত্রে সোনার সঠিক দাম না জানলে অসুবিধায় পড়তে হতে পারে বিনিয়োগকারীদের। তাই এই মূল্যবান ধাতু কেনার আগে এর দাম সম্পর্কে অবগত হওয়া খুবই জরুরি। কলকাতায় পাকা সোনার নামে সামান্য বদল এসেছে। এপ্রিল মাসের শুরুর তুলনায় বদল এল সোনার গয়না ও হলমার্ক সোনার দামেও। কলকাতায় আজ কত হল হলুদ ধাতুর দাম? দেখে নেওয়া যাক।

কলকাতায় কত সোনার দাম?

৪ মে বৃহস্পতিবার প্রতি গ্রামে ৮০ টাকা করে বেড়ে গেছে ২২ ক্যারট সোনার দাম। ১ গ্রামের দাম হয়েছে ৫,৬৫০ টাকা। ২২ ক্যারটের ১০ গ্রাম পাকা সোনার দাম দাঁড়িয়েছে ৫৬,৫০০ টাকা। ২২ ক্যারটের ৮ গ্রাম সোনার দাম হয়েছে ৪৫,২০০ টাকা। ২২ ক্যারটের ১০০ গ্রামের সোনার দামও আজ বাড়তির দিকে। বৃহস্পতিবার ২২ ক্যারটের ১০০ গ্রামের সোনার দাম হয়েছে ৫,৬৫,০০০ টাকা।

একনজরে ২২ ক্যারট সোনার দাম

১ গ্রাম - ৫,৬৫০ টাকা

৮ গ্রাম - ৪৫,২০০ টাকা

১০ গ্রাম - ৫৬,৫০০ টাকা

১০০ গ্রাম - ৫,৬৫,০০০ টাকা

অন্যদিকে বৃহস্পতিবারে প্রতি গ্রামে ৮৮ টাকা করে দাম বেড়েছে ২৪ ক্যারট সোনারও। ৪ মে ২৪ ক্যারট সোনার ১ গ্রামের দাম ৬,১৬৪ টাকা। ২৪ ক্যারট ৮ গ্রাম সোনার দাম ৪৯,৩১২ টাকা। ২৪ ক্যারট ১০ গ্রাম সোনার দাম হয়েছে ৬১,৬৪০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম বৃহস্পতিবার বেড়ে হয়েছে ৬,১৬,৪০০ টাকা।

একনজরে ২৪ ক্যারট সোনার দাম

১ গ্রাম - ৬,১৬৪ টাকা

৮ গ্রাম - ৪৯,৩১২ টাকা

১০ গ্রাম - ৬১,৬৪০ টাকা

১০০ গ্রাম - ৬,১৬,৪০০ টাকা

হলুদ ধাতুর পর আসি রুপোলি ধাতুর কথায়। কলকাতায় আজ সোনার দামের পাশাপাশি দাম বেড়েছে রুপোরও। এক নজরে দেখে নিন কত ওজনের রুপো বৃহস্পতিবার বিকোচ্ছে কত দামে।

কলকাতায় আজ রুপোর দাম

১ গ্রাম - ৭৬.৮০ টাকা

৮ গ্রাম - ৬১৪.৪০ টাকা

১০ গ্রাম - ৭৬৮ টাকা

১০০ গ্রাম - ৭,৬৮০ টাকা

আরও পড়ুন -

দিনমজুরদের পারিশ্রমিক দেওয়ার নাম করে দুর্নীতির টাকা সরাতেন শান্তনু? ইডির হাতে চাঞ্চল্যকর তথ্য
ক্যাটরিনা কাইফ কি প্রেগন্যান্ট? নাকি, ভিকির সাথে সম্পর্কের মাঝে এসে পড়েছেন সালমান খান

বোলপুরে ট্রেন থামতেই হাত নাড়লেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়, উচ্ছ্বাসে ফেটে পড়ল আমজনতা

Read more Articles on
Share this article
click me!