Gold Silver Price: শনিবার ফের বেড়ে গেল সোনা-রুপোর দর, জেনে নিন লেটেস্ট আপডেট

কলকাতায় আজ কত হল হলুদ ধাতুর দর? দেখে নেওয়া যাক। 

Web Desk - ANB | Published : Jun 10, 2023 1:22 AM IST

বিনিয়োগের ক্ষেত্রে সোনার সঠিক দাম না জানলে অসুবিধায় পড়তে হতে পারে বিনিয়োগকারীদের। তাই এই মূল্যবান ধাতু কেনার আগে এর দাম সম্পর্কে অবগত হওয়া খুবই জরুরি। কলকাতায় পাকা সোনার নামে সামান্য বদল এসেছে। এপ্রিল মাসের শুরুর তুলনায় বদল এল সোনার গয়না ও হলমার্ক সোনার দামেও। কলকাতায় আজ কত হল হলুদ ধাতুর দাম? দেখে নেওয়া যাক।

কলকাতায় কত সোনার দাম?

১০ জুন শনিবার ২২ ক্যারট সোনার প্রতি গ্রামের দাম বেড়েছে ৪০ টাকা করে। ১ গ্রামের দাম হয়েছে ৫,৫৬০ টাকা। ২২ ক্যারটের ৮ গ্রাম সোনার দাম হয়েছে ৪৪,৪৮০ টাকা। ২২ ক্যারটের ১০ গ্রাম পাকা সোনার দাম দাঁড়িয়েছে ৫৫,৬০০ টাকা। ২২ ক্যারটের ১০০ গ্রামের সোনার দামও আজ বেড়ে গিয়েছে। শনিবার ২২ ক্যারটের ১০০ গ্রামের সোনার দাম হয়েছে ৫,৫৬,০০০ টাকা।

একনজরে ২২ ক্যারট সোনার দাম

১ গ্রাম - ৫,৫৬০ টাকা

৮ গ্রাম - ৪৪,৪৮০ টাকা

১০ গ্রাম - ৫৫,৬০০ টাকা

১০০ গ্রাম - ৫,৫৬,০০০ টাকা

অন্যদিকে ১০ জুন তারিখে প্রতি গ্রামে সোনার দাম বেড়ে গেছে ৪৩ টাকা করে। ২৪ ক্যারট সোনার ১ গ্রামের দাম হয়েছে ৬,০৬৫ টাকা। ২৪ ক্যারট ৮ গ্রাম সোনার দাম ৪৮,৫২০ টাকা। ২৪ ক্যারট ১০ গ্রাম সোনার দাম হয়েছে ৬০,৬৫০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম শনিবার বেড়ে হয়েছে ৬,০৬,৫০০ টাকা।

একনজরে ২৪ ক্যারট সোনার দাম

১ গ্রাম - ৬,০৬৫ টাকা

৮ গ্রাম - ৪৮,৫২০ টাকা

১০ গ্রাম - ৬০,৬৫০ টাকা

১০০ গ্রাম - ৬,০৬,৫০০ টাকা

হলুদ ধাতুর পর আসি রুপোলি ধাতুর কথায়। কলকাতায় আজ সোনার দামের পাশাপাশি রুপোর দামও রয়েছে বাড়তির দিকে। এক নজরে দেখে নিন কত ওজনের রুপো শনিবার বিকোচ্ছে কত দামে।

কলকাতায় আজ রুপোর দাম

১ গ্রাম - ৭৪.৫০ টাকা

৮ গ্রাম - ৫৯৬ টাকা

১০ গ্রাম - ৭৪৫ টাকা

১০০ গ্রাম - ৭,৪৫০ টাকা

আরও পড়ুন -

বিশ্বস্ত সঙ্গীর দ্বারাই ভয়ঙ্করভাবে খুন হচ্ছেন মহিলারা, এর কারণ হিসেবে কী বলছেন মনোবিদরা?
Mumbai Mira Road News: রান্নাঘরে ৩ বালতি রক্ত! ৩২ বছর বয়সী সঙ্গিনীকে নিজের 'মেয়ের চোখে' দেখতেন মনোজ?

Shark Attack: মিশরের সমুদ্রে হাড় হিম করা ঘটনা! সমুদ্রে স্নানরত ব্যক্তিকে কামড়ে ছিঁড়ে খেল হাঙর

Read more Articles on
Share this article
click me!