Mutual Fund: রোজগার ২৫০০০ হলেও জমাতে পারেন ১ কোটি! কোথায় করবেন বিনিয়োগ?

Published : Jan 28, 2025, 10:28 PM ISTUpdated : Jan 28, 2025, 10:37 PM IST
Share Market

সংক্ষিপ্ত

চাকরির সামান্য বেতন থেকেও আপনি গড়ে ফেলতে পারেন সঞ্চয়ের বড় তহবিল ।

তবে অবশ্যই মেনে চলতে হবে নির্দিষ্ট রুটিন ও পরামর্শ। বিশেষজ্ঞরা বলেন, যে অঙ্কের টাকা জমানোর লক্ষ্য নিতে হবে সেভাবেই নিয়মিত জমিয়ে গেলেই ভবিষ্যতের জন্য মোটা সঞ্চয় আসবে আপনার হাতে। 

বিশেষজ্ঞরা গাইড করেন, লক্ষ্যের উপর নির্ভর করে কোথায় বিনিয়োগ করলে আশা অনুযায়ী ফল মিলবে।উদাহরণ স্বরুপ বলা যেতে পারে, ২৫০০০ এর বেতনেও জমাতে পারেন ১ কোট। বিশেষজ্ঞদের মতে, যদি ১ কোটি টাকা অঙ্কের তহবিল তৈরি করতে চাইলে সবচেয়ে ভালো উপায় হতে পারে ইক্যুইটি মিউচুয়াল ফান্ড । এক্ষেত্রে এসআইপি (SIP) হল ভালো মাধ্যম। কীভাবে মাসে ২৫ হাজার বেতনে ১ কোটির তহবিল গড়ে উঠবে? অংকের হিসেবটা একবার দেখুন। 

বিশেষজ্ঞরা বলছেন, ২৫ হাজার টাকা বেতনের ক্ষেত্রে বেতনের ১৫-২০ শতাংশ টাকা প্রতি মাসে এসআইপি -এর মাধ্যমে জমাতে পারেন। যেমন,কেউ যদি প্রতি মাসে ৪০০০ টাকা ইক্যুইটি মিউচুয়াল ফান্ডে জমাতে থাকেন এবং সেই ফান্ডে বছরে ১২ শতাংশ রিটার্ন আসে, তাহলে হিসাব করলে দেখা যাবে ২৮ বছর সময় লাগবে ১ কোটি টাকার তহবিল তৈরি হতে। এক্ষেত্রে দীর্ঘমেয়াদী পরিকল্পনা রেখেই প্রতি মাসে জমিয়ে যেতে হবে। প্রতিমাসে এসআইপি-তে জমানোর অঙ্ক ৫০০০ টাকা করা যায়, তাহলে ১ কোটির তহবিল জমাতে সময় লাগবে ২৬ বছরের সামান্য বেশি।

বেতন বাড়লে লগ্নির অঙ্ক বাড়িয়ে গেলে আরও দ্রুত ১ কোটি টাকার লক্ষ্যমাত্রায় পৌঁছনো সম্ভব। বিশেষজ্ঞদের মতে, ইক্যুইটি মার্কেটে চড়াই-উতরাই উপেক্ষা করে দীর্ঘমেয়াদে টানা বিনিয়োগ করে গেলে মোটা তহবিল জমানো মোটেও অসম্ভব নয়। সতর্কীকরণঃ শেয়ার বাজার বা এধরনের যে কোনও ক্ষেত্রে বিনিয়োগ ঝুঁকিসাপেক্ষ।তাই কোথাও বিনিয়োগের জন্য পরামর্শ দেয় না এশিয়ানেট নিউজ বাংলা।তাই বিনিয়োগের আগে বিশেষজ্ঞের পরামর্শ বাঞ্ছনীয়। এই প্রতিবেদনটি শিক্ষা সংক্রান্ত এবং সচেতন করার জন্য

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

Gold-Silver Price Today: সোনার পতন, রুপোর উত্থান! বাজারে নতুন মোড়? জেনে নিন আজ কত দাম ১০ গ্রাম সোনার
কয়েক মিনিটেই অ্যাকাউন্টে ঢুকবে টাকা! পার্সোনাল লোন অ্যাপের এই সুবিধাগুলি জেনে নিন