বাজেটের এক সপ্তাহ পরে কলকাতায় কী হল পেট্রোল আর ডিজেলের দাম? রইল চার মেট্রোসিটির তালিকা

বাজেটের এক সপ্তাহ পরে কলকাতায় কী হল পেট্রোল আর ডিজেলের দাম? রইল চার মেট্রোসিটির তালিকা

 

Web Desk - ANB | Published : Feb 9, 2023 1:11 AM IST

প্রায় এক সপ্তাহ আগে পেশ হয়েছে কেন্দ্রীয় বাজেট। কিন্তু তারপর আর তেমন পরিবর্তন হয়নি জ্বালানি তেলের দামের। গত এক সপ্তাহ ধরে বিশেষত কবকাতায় পেট্রোল আর ডিজেলের দাম একই রয়েছে।

কলকাতায় জ্বালানি তেলের দাম

Latest Videos

বৃহস্পতিবার কলকাতায় পেট্রোলের দাম ধার্য করা হয়েছে লিটার প্রতি ১০৬ টাকা । আর ডিজেলের দাম ধার্য করা হয়েছে লিটার প্রতি ৯২ টাকা ৭৬ পয়সা। গত ১০ দিনই কলকাতায় জ্বালানি তেলের দাম তেমন হেরফের হয়নি।

দেশের বাকি তিন মেট্রো শহরের পেট্রোল দাম

চেন্নাইতে পেট্রোল দাম লিটার প্রতি ১০২ টাকা ৬৩ পয়সা। দিল্লিতে লিটার প্রতি পেট্রোলের দাম ৯৬ টাকা ৭২ পয়সা। মুম্বইতে এই দাম ১০৬ টাকা ৩১ পয়সা। দিল্লি ছাড়া বাকি দুটি শহরে কিছুটা হলেও পরিবর্তন হয়েছে পেট্রোল আর ডিজেলের দামের।

তিন মেট্রো সিটিতে ডিজেলের দাম

চেন্নাইতে ডিজেলের দাম লিটার প্রতি ৯৪ টাকা ২৪ পয়সা। দিল্লিতে ডিজেলের দাম লিটার প্রতি ৮৯ টাকা ৬২ পয়সা। মুম্বইতে ডিজেলের দাম লিটার প্রতি ৯৪ টাকা ২৭ পয়সা।

পেট্রোল আর ডিজেলের দাম ধার্য হওয়ার নিয়ম-

পেট্রোল আর ডিজেলের দাম ভারতে প্রতিদিনের ভিত্তিতে পরিবর্তন করা হবে। দুটি জ্বালানিতের দামই সকাল ৬টায় পরিবর্তন করা হয়। বিশ্বব্যপী তেলের দাম ঘোষণার মাত্র এক মিনিট পরেই এই দেশের পেট্রোল আর ডিজেসের দৈনিক দাম নির্ধারণ করা হয়। জ্বালানি দামের মধ্যে আবগারি শুল্ক, মূল্য সংযোগন করা হয়। ডিলালের কমিশনও এই দামের মধ্যে ধরা হয়ে থাকে। বিভিন্ন রাজ্যে ভ্যাট চার্জ বিভিন্ন আর সেক্ষেত্রে দামের পরিবর্তন করা হয়ে থাকে। পেট্রোলের খুচরা বিক্রয় মূল্য প্রায় দ্বিগুণ হয়ে যায়। বিভিন্ন কারণ জ্বালানির দাম প্রভাবিত করে। এর মধ্যে রয়েছে রুপি থেকে মার্কিন ডলারের বিনিময় হার, অপরিশোধিত তেলের দাম, বৈশ্বিক সংকেত, জ্বালানির চাহিদা ইত্যাদি। যখন আন্তর্জাতিক অপরিশোধিত তেলের দাম বাড়ে, ভারতে দাম বাড়ে।

বিভিন্ন কারণ জ্বালানির দাম বিশেষত পেট্রোলের দাম প্রভাবিত হয়। এর মধ্যে রয়েছে টাকা থেকে মার্কিন ডলারের বিনিময় হার, অপরিশোধিত তেলের দাম, বৈশ্বিক সংকেত, জ্বালানির চাহিদা ইত্যাদি। যখন আন্তর্জাতিক অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি পায়, তখন ভারতে দাম বেড়ে যায়। আবার বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম কমে গেছে জ্বালানি তেলের দাম অনেক সময় কমিয়ে দেওয়া হয়।

আরও পড়ুনঃ

দিল্লির শ্রদ্ধা ওয়াকার হত্যাকাণ্ডে নয়া মোড়, নিহতের মুণ্ডের সন্ধানে পুলিশের হাতে এল হাড়হিম করা তথ্য

হাইড্রোজেন উৎপাদনে বিশেষ জোর প্রধানমন্ত্রী মোদীর, স্বাগত জানালেন এনার্জি উইকে উপস্থিত শিল্পপতিরা

৭৫ বছরে এটাই শ্রেষ্ঠ বাজেট, কোয়েম্বাটুরে বললেন কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর

 

Share this article
click me!

Latest Videos

'বারবার কেন হিন্দুদের উপর আক্রমণ?' জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে এসে গর্জে উঠে যা বললেন শুভেন্দু
Suvendu Adhikari Live: মেদিনীপুর শহরে নির্বাচনী প্রচার শুভেন্দুর, দেখুন সরাসরি
মাদারিহাটে রাহুল লোহারের সমর্থনে নির্বাচনী প্রচার সুকান্তর, পায়ে হেঁটে করলেন জন-সংযোগ | Sukanta M
জাদু দেখলেন Tamannaah! #bollywood #shorts #shortsyoutube #shortsviral #viralshorts #shortsfeed
Suvendu Adhikari : মেদিনীপুর শহরে নির্বাচনী প্রচারে শুভেন্দু অধিকারী, সারলেন জনসংযোগ