মুকেশ আম্বানিকে হারিয়ে এশিয়ার ধনি ব্যক্তির শিরোপা জিতে নিলেন গৌতম আদানি। ৫৯ বছরের আগানি গ্রুপের প্রধান তিনি।
আবারও মুকেশ আম্বানিকে টেক্কা দিলেন গৌতম আদানি। এশিয়ার সবথেকে ধনি ব্যক্তির শিরোপা জিতে নিলেন। তাঁর সম্পদের পরিমাণ ১০০ বিলিয়ন মার্কিন ডলার। বর্তমানে আদানি বিশ্বের দশম ধনি ব্য়ক্তি। ৯৯ বিনিয়ন সম্পদ নিয়ে বিশ্বের ১১তম ধনি ব্যক্তির তালিকায় রয়েছেন রিলায়েন্স গ্রুপের প্রধান মুকেশ আম্বানি।
৫৯ বছরের গৌতম আদানির ব্যবসা বিস্তৃত রয়েছে বন্দর, মহাকাশ, তাপ শক্তি ও কয়লা খনি এলাকায়। একাধিক সংস্থা রয়েছে। বর্তমানে তাঁর মোট সম্পদের পরিমাণ ১০০ বিলিয়ন মার্কিন ডলার। গত কয়েক মাস ধরেই গৌতম আদানি ও মুকেশ আম্বানির মধ্যে এশিয়ার সেরা ধনির ব্যক্তির শিরোপা ধরে রাখার লড়াই চলছিল। কখন এগিয়ে ছিলেন মুকেশ আম্বানি। কখনও আবার গৌতম আদানি। কিন্তু এবার ১ বিলিন ১ বিলিয়ন মার্কিন ডলারে এগিয়ে গেলেন গৌতম আদানি।
২০২১ সাল থেকেই নজর কাড়তে শুরু করেছিলেন গৌতম আদানি। সেই বছর তাঁর সম্পত্তির পরিমাণ ৪৯ বিলিয়ন বেড়েছে। আদানি বর্তমানে ভারতের সেরা ধনি ব্যক্তি। গত তিন মাসে সম্পত্তির পরিমাণ বেড়েছে ২১০০ কোটি মার্কিন ডলার।
অন্যদিকে বিশ্বের বৃহত্তম তেল পরিশোধন সংস্থা রিলায়েন্সের মালিক মুকেশ আম্বানিও খুব একটা পিছিয়ে নেই। তাঁর ব্যবসাগুলির মধ্যে রয়েছে 4G নেটওয়ার্ক, তার সম্পদের পরিমাণ ২০২১ সালের তুলনায় বেড়েছ। বর্তমান বিশ্বে তিন শীর্ষ ধনকুবের হলেন এলন মাস্ক, জেফ বেজোস ও বার্নাড আর্নস্টেল।
গত সপ্তাহে আদানি গ্রুপের ভোজ্য তেল কোম্পানি আদানি ইউলমারের স্টক ৩০ শতাংশ বেড়েছে। আদানি ইউলমার প্রাথমিক পাবলিক অফারের মাধ্যমে ৩৬০০ কোটি টাকা সংগ্রহ করেছিল। তবে আগামী দিনে আদানির পক্ষে প্রথম স্থান ধরে রাখাটা একটু কষ্টকর হতে পারে। কারণ রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে সূর্যমূখি আমদানি। কারণ এই দুটি দেশ থেকে প্রচুর পরিমাণে সূর্ষমূখি আমদানি করা হয়। সম্প্রতি এই রাজ্যের সঙ্গেই ব্যবসায়িক কাজে যুক্ত হয়েছেন গৌতম আদানি। তাজপুর গভীর সমুদ্র বন্দর তৈরির জন্য টেন্ডার দিয়েছে আদানি গ্রুপ। কয়েক মাস আগে নবান্নে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গেও দেখা করেছিলেন তিনি। এই রাজ্যে একাধিক চাল কলেও আদানিরা বিনিয়োগ করেছে বলে সূত্রের খবর।
স্বামী নয়- স্ত্রী দেবে খোরপোশের টাকা, ঐতিহাসিক রায় বম্বে হাইকোর্টের
কোভিড-১৯ এর নতুন বংশধর XE চিন্তা বাড়াচ্ছে, আগের তুলনা ১০ গুণ বেশি সংক্রমণযোগ্য
শুরু হচ্ছে রমজান মাস, রোজার কঠোর উপবাসের আগে মাথায় রুখুন এগুলি