৬২ শূন্যপদে নিয়োগ করবে পশ্চিমবঙ্গ স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কম্পানি, আবেদনের শেষ দিন ১১ মার্চ

আগ্রহীরা ওয়েবসাইট www.wbsetcl.in থেকে আবেদন করত পারবেন। কারা কোন পদে আবেদনের যোগ্য সে বিষয়ে বিস্তারিত বিবরণ রইল এখানে

শতাব্দী কর, প্রতিবেদক- প্রচুর পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল পশ্চিমবঙ্গ স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কম্পানি লিমিটেড (West Bengal State Electricity Transmission Company Limited)। কম্পানির পক্ষ থেকে অতি সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে অ্যাপ্রেন্টিস (Apprentice) পদে নিয়োগের কথা ঘোষণা করা হয়েছে। আগ্রহীরা ওয়েবসাইট www.wbsetcl.in থেকে আবেদন করত পারবেন। কারা কোন পদে আবেদনের যোগ্য সে বিষয়ে বিস্তারিত বিবরণ রইল এখানে
 
WBSETCL Apprentice Recruitment 2022: আবেদনের তারিখ
বিজ্ঞপ্তি সূত্রে জানা গিয়েছে, উল্লিখিত পদের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। ইচ্ছুক প্রার্থীদের বিজ্ঞপ্তি প্রকাশের আগামী ১১ মার্চ, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জাম দিতে হবে। প্রার্থীদের অনলাইনে আবেদনপত্র জমা করত হবে। অন্য কোনও সূত্র মারফৎ প্রেরিত আবেদনপত্র গ্রহণযোগ্য নয়। প্রতিষ্ঠান নিয়োগ সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত পরিবর্তন করলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে। ভারতের যে কোনও প্রান্তের প্রার্থীরা উল্লিখিত পদের জন্য আবেদন করতে সক্ষম।
WBSETCL Apprentice Recruitment 2022: নিয়োগ সংক্রান্ত তথ্য
প্রতিষ্ঠানের নাম: পশ্চিমবঙ্গ স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কম্পানি লিমিটেড (West Bengal State Electricity Transmission Company Limited)
পদের নাম: অ্যাপ্রেন্টিস
শূন্যপদের সংখ্যা: ৬২টি
শূন্যপদের বিবরণ- 
৬২টি শূন্যপদের মধ্যে ১৬টি শূন্যপদ গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস (ইলেকট্রিকাল) পদের জন্য এবং ৪৬টি শূন্যপদ টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস (ইলেক্ট্রিক্যাল) পদের জন্য ধার্য করা হয়েছে।
WBSETCL Apprentice Recruitment 2022: আবেদনের যোগ্যতা
গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস (ইলেকট্রিকাল)- AICTE দ্বারা স্বীকৃত যে কোনও ইনস্টিটিউট থেকে ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি (৪ বছরের পূর্ণকালীন কোর্স)।
টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস (ইলেক্ট্রিক্যাল)- পশ্চিমবঙ্গ স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন দ্বারা স্বীকৃত যে কোনও ইনস্টিটিউট থেকে ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা (৩ বছরের পূর্ণকালীন কোর্স)।
WBSETCL Apprentice Recruitment 2022: বয়সসীমা
গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস (ইলেকট্রিকাল)- ২২ বছর
টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস (ইলেক্ট্রিক্যাল)- ১৮ বছর
WBSETCL Apprentice Recruitment 2022: মাসিক ভাতা
গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস (ইলেকট্রিকাল)- মাসিক ৯০০০ টাকা
টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস (ইলেক্ট্রিক্যাল)- মাসিক ৮০০০ টাকা
WBSETCL Apprentice Recruitment 2022: নির্বাচন পদ্ধতি
ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং স্কিমে নিবন্ধিত প্রার্থীদের তালিকা থেকে যোগ্যতার ভিত্তিতে (অর্থাৎ যোগ্যতা পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সামগ্রিক শতাংশের (%) ভিত্তিতে) নির্বাচন করা হবে।
WBSETCL Apprentice Recruitment 2022: বিশেষ ঘোষণা
আগ্রহী প্রার্থীরা ১১ মার্চ ২০২২ তারিখে বা তার আগে অনলাইন মোডের মাধ্যমে পোস্টগুলিতে আবেদন করতে পারেন। আবেদনের অন্য কোনো পদ্ধতি গ্রহণ করা যাবে না। যে কোনও পর্যায়ে ব্যস্ততার জন্য ডাকা আবেদনকারীদের কোন TA/DA প্রদান করা হবে না।
WBSETCL Apprentice Recruitment 2022: আবেদন পদ্ধতি
WBSETCL অ্যাপ্রেন্টিস নিয়োগ ২০২২-এর জন্য কীভাবে আবেদন করবেন
আগ্রহী যোগ্য প্রার্থীদের ১১.০৩.২০২২-এর মধ্যে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং স্কিমের ওয়েব পোর্টালে (https://portal.mhrdnats.gov.in) নিজেদের নাম রেজিস্ট্রার করতে হবে। সেই প্রার্থীরা, যারা ইতিমধ্যেই পোর্টালে রেজিস্ট্রার করিয়েছেন, তাদের বিশদ বিবরণ বিশেষ করে ঠিকানা, মোবাইল নম্বর এবং ইমেল আইডি আপডেট করতে হবে।
ধাপ ১ শেষ করার পর, প্রার্থীকে wbsetclapprentice@gmail.com-এ একটি ইমেল পাঠাতে হবে, ২০২২-২৩-এর জন্য ১২ মাসের জন্য WBSETCL-এর অধীনে অ্যাপ্রেন্টিস হিসেবে নির্বাচনের বিষয়ে তার আগ্রহ রয়েছে এমন প্রার্থীদের ১১.০৩-এর মধ্যে নিম্নলিখিত তথ্য প্রদান করতে হবে। 
ই-মেইলের সাবজেক্ট লাইনটি হওয়া উচিত ‘APPLICATION FOR ENGAGEMENT AS APPRENTICE_(NATS Registration No.)’ এবং অবশ্যই ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং স্কিমের (NATS) ওয়েব পোর্টালে (https://portal.mhrdnats.gov.in) রেজিস্ট্রার করা ইমেল আইডি থেকে পাঠাতে হবে।
বিশদ বিবরণের বিজ্ঞপ্তি https://files.freshersnow.com/wp-content/uploads/2022/02/WBSETCL-Apprentice-Vacancy.pdf

আরও পড়ুন: প্রকাশিত হতে চলেছে CTET 2021, কীভাবে জানবেন ফল, রইল বিস্তারিত তথ্য

Latest Videos

আরও পড়ুন: গ্র্যাজুয়েশন শেষে কোন খাতে বইবে কেরিয়ার, রইল তার সুলুক সন্ধান

আরও পড়ুন: চীনা শিক্ষাব্যবস্থায় লাভবান বাংলাদেশী পড়ুয়ারা, কোন লাভের আশায় চীনে ছুটছেন তাঁরা

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury