রানাঘাট কেন্দ্রের জন্য স্ট্রং রুম ঘিরে কড়া নিরাপত্তা, ২ মে সেখানেই হবে ৫ কেন্দ্রের গণনা

 

  • রানাঘাট কেন্দ্রের জন্য স্ট্রং রুম রানাঘাট কলেজে 
  • স্ট্রং রুম এলাকা কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে 
  • রানাঘাট কলেজে ২ মে গণনা হবে ৫ টি কেন্দ্রের 
  • যাবতীয় পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে কমিশন

রানাঘাট কেন্দ্রের জন্য স্ট্রং রুম রানাঘাট কলেজে। পঞ্চম দফার শেষ হয়ে সামনেই এবার ষষ্ঠ দফার ভোট। যাতে কোনওভাবেই রাজ্যের আইন শৃঙ্খলা লঙ্ঘন না হয়, সেজন্য কড়া নজর রাখছে কমিশন। 

আরও পড়ুন, 'দিদি বড় নেত্রী- তাই ধুমধাম করে তাঁর বিদায় হবে',বর্ধমানে বার্তা দিলেন অমিত শাহ 

Latest Videos

 

রানাঘাট মহাকুমার পাঁচটি বিধানসভা কেন্দ্রের জন্য স্ট্রং রুম করা হয়েছে রানাঘাট কলেজে। গতকাল সন্ধ্যা থেকেই রানাঘাট কলেজে আসতে থাকে বিভিন্ন বিধানসভা থেকে সাধারণ মানুষের মতামত সম্মলিত ইভিএম। রানাঘাট কলেজে আগামী ২ মে গণনা হবে ৫ টি কেন্দ্রের। এই  ৫টি কেন্দ্র হলো রানাঘাট উত্তর পশ্চিম, রানাঘাট দক্ষিণ, রানাঘাট উত্তর পূর্ব বিধানসভা, শান্তিপুর ও কৃষ্ণগঞ্জ বিধানসভা। রানাঘাট কলেজে স্ট্রং রুম এলাকা কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে।

 

আরও পড়ুন, 'দিদির জন্য দরকারে সারা শরীরের রক্ত দেব', লাঠির আঘাত পেয়ে বার্তা তৃণমূল কর্মীর 

 

অপরদিকে, এখনও রাজ্য়ে ৩ দফা ভোট বাকি রয়েছে। তারই মাঝে করোনা এবং রাজনৈতিক হিংসাও বৃদ্ধি পেয়েছে। অন্যবারের বিধানসভার থেকে বহুগুনেই আলাদা একুশের নির্বাচন। বিশেষ করে শীতলকুচিকাণ্ডের পর আরও প্রভাব পড়েছে ভোটে। উঠে এসেছে কারণ হিসেবে বুথ রিগিংয়ের অভিযোগ। তাই সব দিক থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে কমিশন।


 

Share this article
click me!

Latest Videos

'দুর্নীতি করবে বলেই এরা এই প্রকল্প চালু করেছে' ট্যাব দুর্নীতিতে সরব অধীর রঞ্জন চৌধুরী
Suvendu Adhikari Live: পূর্ব মেদিনীপুরের বাজকুলে জনসভা শুভেন্দুর, দেখুন সরাসরি
'চুরি হবে অথচ তৃণমূলের নাম আসবে না তা হয় কখনও!' ট্যাব দুর্নীতিতে মমতাকে ধুয়ে দিলেন সুকান্ত!
Suvendu Adhikari: 'তৃণমূল বাচ্চাদের ট্যাবও খেয়ে ফেলছে' চরম কটাক্ষ শুভেন্দু অধিকারীর
‘এবার সনাতনীদের এক হতে হবে’ হিন্দুদের উদ্দেশ্যে যা বললেন শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari