করোনাভাইরাসের সংক্রমণ রুখতে গোটা দেশই ঐক্যবদ্ধ ভাবে লড়াই চালাচ্ছে। যে যেভাবে পারছে মোকাবিলা করছে চরম ছোঁয়াচে এই ভাইরাসের। কেই নিজেকে আর নিজের পরিবারকে বন্ধ করে রেখেছে ঘরে। কেউ আবার আর্থিক সাহায্য প্রদান করে সরকারের পাশে দাঁড়িয়েছে। কেউ আবার খাবার সরবরাহের মধ্যে দিয়েই করোনাযুদ্ধে সামিল হয়েছেন। ওড়িশায় দেখা গেল অন্যছবি।
মহাত্মা গান্ধি সেজেই এক ব্যক্তি পথে নেমেছেন। সাদা ধুতি, মাথা কামানো। আর হাতে রয়েছে লাঠি। দূর থেকে দেখলে গান্ধিজি বললে খুব একটা ভুল হবে না। দুপুর রোদে এভাবে ঘুরে বেড়াচ্ছে ভূবনেশ্বরের এমস হাসপাতাল লাগোয়া এলাকায়। যার অধিকাংশ বস্তি এলাকা। সামাজিক দূরত্ব বজায় রেখে লাঠি হাতে একাই বেরিয়ে পড়েছেন করোনাভাইরাস মোকাবিলায়। এখানেই থামলে চলবে না। গান্ধির সাজে সেই ব্যক্তি স্থানীয় মানুষদের মধ্যে বিলি করে চলেছেন মাস্ক আর স্যানিটাইজার। না এর জন্য কোনও পয়সা অবশ্য তিনি নিচ্ছেন না। রোগমুক্তির লক্ষ্যে এভাবেই লড়াই চালিয়ে যাচ্ছেন।