একলাই পথ চলছে গান্ধি সেজে
বিলি করছেন মাস্ক আর স্যানিটাইজার
ভূবনেশ্বরের বস্তি এলাকায় ঘুরছেন তিনি
মাস্কের ব্যবহার বাধ্যতামূলক করেছে ওড়িশা সরকার
করোনাভাইরাসের সংক্রমণ রুখতে গোটা দেশই ঐক্যবদ্ধ ভাবে লড়াই চালাচ্ছে। যে যেভাবে পারছে মোকাবিলা করছে চরম ছোঁয়াচে এই ভাইরাসের। কেই নিজেকে আর নিজের পরিবারকে বন্ধ করে রেখেছে ঘরে। কেউ আবার আর্থিক সাহায্য প্রদান করে সরকারের পাশে দাঁড়িয়েছে। কেউ আবার খাবার সরবরাহের মধ্যে দিয়েই করোনাযুদ্ধে সামিল হয়েছেন। ওড়িশায় দেখা গেল অন্যছবি।