ভারতে আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ
ফের বাড়ছে কোভিড-১৯ সংক্রমণের তীব্রতা
আর তাতেই টিকা নেওয়া নিয়ে দ্বিধা কেটে যাচ্ছে ভারতীয়দের
কত শতাংশ মানুষ এখন টিকা নিতে চান
গত কয়েক সপ্তাহ ধরেই সারাদেশে কোভিড-১৯ সংক্রমণের তীব্রতা ফের বাড়ছে। আর সমীক্ষা বলছে তার সঙ্গে-সঙ্গেই ক্রমশঃ ভারতীয়দের মধ্য় থেকে করোনা টিকা নেওয়া নিয়ে দ্বিধা কেটে যাচ্ছে। আরও বেশি মানুষ এখন আগ্রহী করোনা টিকা নিতে।
১ এপ্রিল থেকেই ভারতে আবার দৈনিক নতুন সংক্রমণের সংখ্যা প্রায় ৯০,০০০-এর কাছাকাছি পৌঁছে গিয়েছে। আবার ওই দিন থেকেই ৪৫-এর বেশি বয়সী সকল ব্যক্তিকে করোনা টিকা দেওয়া শুরু হয়েছে। আর এই দুই ঘটনার প্রেক্ষিতে ওইদিন থেকে ভারতীয়দের মধ্যে করোনা টিকা গ্রহণ করা নিয়ে দ্বিধা একধাপে অনেকটাই কমে গিয়েছে। লোকালসাইকেলস সংস্থার সমীক্ষার ফল অনুযায়ী ভারতীয়দের মধ্যে টিকা নেওয়া নিয়ে দ্বিধাগ্রস্থতা এখন ২৩ শতাংশে নেমে এসেছে।
গত জানুয়ারি মাসে ভারতে করোনার টিকাকরণ শুরু হয়েছিল। প্রথমে টিকা পেয়েছেন স্বাস্থ্যকর্মী ও ফ্রন্টলাইন কর্মীরা। তারপর টিকাকরণের অনুমোদন দেওয়া হয়েছিল ৮০-ঊর্ধ্ব মানুষদের জন্য। তবে মাস দুই আগেও ভ্যাকসিন গ্রহণ করা নিয়ে দ্বিধা ছিল ভারতীয়দের মনে। সেই সময়ে করা সমীক্ষায় মাত্র ৩৮ শতাংশ মানুষ টিকা নিতে আগ্রহ প্রকাশ করেছিলেন। কিন্তু, এখন সেই সংখ্যাটা বেড়ে ৭৭ শতাংশ হয়েছে।