সন্তান কোলে অফিসে হাজির মা
এক মাসের সন্তানকে নিয়ে দায়িত্ব সামলানেন সৃজনা
অন্ধ্র প্রদেশের আইএএস অফিসার তিনি
তাঁর ভূমিকার প্রশংসা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী
করোনাভাইসারে সংক্রমণ রুখতে গোটা দেশ জুড়েই চলছে লকডাউন। সামাজিক দূরত্ব সুনিশ্চিত করতে আর সংক্রণ রুখতে নিজেকে নিরাপদ ঘরবন্দি করে রেখেছে দেশের অধিকাংশ মানুষ। চিকিৎসা বিজ্ঞানীদের পরামর্শ শিশু ও বৃদ্ধদের ক্ষেত্র যথেষ্ট যত্মবান হতে হবে। না হলেই সংক্রমিত হওয়ার আশঙ্কা থাকতে পারে। কিন্তু সেই ভয় উপেক্ষা করে নিজের এক মাসের শিশু সন্তানকে নিয়েই কাজে যোগ দিলেন অন্ধ্র প্রদেশের আইএএস অফিসার সৃজনা গুম্মাল্লা। ।
কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত সোস্যাল মিডিয়াতেই তুলে ধরেছেন অন্ধ্র প্রদেশের আইএএস সৃজনার কথা। পাশাপাশি তাঁকে শুভেচ্ছাও জানিয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রীর কথায় করোনার বিরুদ্ধে লড়াই করার জন্য এমন সৈনিকদের কথা দেশের মানুষ দীর্ঘ দিন মনে রাখবেন। সন্তান কোলে নিজের কর্তৃব্য পালন করে এক অনন্য নজীর তৈরি করেছেন সৃজনা।
বর্তমানে করোনাভাইরাসে সংক্রমণ কিছুটা হলেও উদ্বেগে ফেলেছে স্থানীয় প্রশাসনকে। ৪২৭ জন করোনাভাইরাসে আক্রান্ত। গোটা দেশে আক্রান্তের সংখ্যা ৯ হাজার ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ৩০৮ জনের।