দিল্লিতে আরও এক সপ্তাহ বাড়ল লকডাউন, মহারাষ্ট্রে আক্রান্ত ৫০ লক্ষ ছাড়াল

Published : May 09, 2021, 01:18 PM ISTUpdated : May 09, 2021, 01:21 PM IST
দিল্লিতে আরও এক সপ্তাহ বাড়ল লকডাউন, মহারাষ্ট্রে আক্রান্ত ৫০ লক্ষ ছাড়াল

সংক্ষিপ্ত

সংক্রমণ কিছুটা কমলেও লকডাউন বাড়ল দিল্লিতে দিল্লিতে ১৭ মে পর্যন্ত চলবে লকডাউন করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত দিল্লি মহারাষ্ট্রে মোট আক্রান্ত ৫০ লক্ষ ছাড়াল

করোনার দ্বিতীয় ঢেউয়ে বেসামাল দিল্লিতে বাড়ল লকডাউনের মেয়াদ।  দেশের রাজধানী শহরের লকডাউন বাড়ল ১৭ মে পর্যন্ত ভোর ৪টে পর্যন্ত। এমন ঘোষণা করে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানান, " কোভিডের সংখ্যা কিছুটা কমলেও এখনই সব কিছু খুলে দেওয়া যাচ্ছে না। আমরা এখন কোনওমতেই ঢিলেমি দেখাতে পারি না। সংক্রমণের শৃঙ্খল ভাঙার জন্য আমাদের লকডাউন বাড়ানোর প্রয়োজনীয়তা আছে।"এবারের লকডাউনে দিল্লি মেট্রোও সম্পূর্ণভাবে বন্ধ করা হচ্ছে।

আরও পড়ুন: বাতাসে ছড়িয়ে ভাইরাস-দেহে প্রবেশ করছে নিঃশ্বাসের সাথে, করোনা সংক্রমণে নয়া তথ্য

এপ্রিলের মাঝামাঝি সময় থেকে ধরলে এখন সংক্রমণের হার ৩৫ শতাংশ থেকে ২৩ শতাংশে নেমে এসেছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, এখনও এই সংখ্যা যথেষ্ট বেশি এবং সংক্রমণের পুরোপুরি শৃঙ্খল ভাঙার প্রয়োজন আছে। লকডাউনে চতুর্থ সপ্তাহ ঢোকার মুখে দিল্লিতে আছে অক্সিজেনের অভাব, হাসপাতাল বেডের অভাব। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, দিল্লিকে প্রতিদিন ৭০০ মেট্রিক টন অক্সিজেন দিতেই হবে কেন্দ্রকে। 

আরও পড়ুন: চার দিনে মোট ১৬ লক্ষ সংক্রমণ, দেশে করোনা পরিস্থিতি ভয়ানক আকার ধারন করছে

এদিকে, মহারাষ্ট্রে মোট সংক্রমণের সংখ্যা ৫০ লক্ষ ছাড়িয়ে গেল। মোট মৃত্যুর সংখ্যা ৭৫ হাজার ছাড়িয়ে গেল। মহারাষ্ট্রের মোট করোনা সংক্রমণ ছাপিয়ে গেল রাশিয়া (৪৮ লক্ষ), গ্রেট ব্রিটেন (৪৪ লক্ষ), ইতালি (৪১ লক্ষ)-কেও।

PREV
click me!

Recommended Stories

প্রার্থী পদ বিক্রি ৫ কোটিতে, এই দাবির পরই নভজ্যোত সিধু ও তাঁর স্ত্রীকে সাসপেন্ড করল কংগ্রেস
৮২৭ কোটি টাকা যাত্রীদের এখনও পর্যন্ত ফেরত দিয়েছে , বিবৃতি দিয়ে জানিয়ে দিল IndiGo