দিল্লিতে অক্সিজেন সংকট, সাহায্যের হাত বাড়ালেন রবিনা, ১০০ সিলিন্ডারের ব্যবস্থা করলেন অভিনেত্রী

Published : May 08, 2021, 10:20 AM IST
দিল্লিতে অক্সিজেন সংকট, সাহায্যের হাত বাড়ালেন রবিনা, ১০০ সিলিন্ডারের ব্যবস্থা করলেন অভিনেত্রী

সংক্ষিপ্ত

দিল্লি জুড়ে অক্সিজেন সংকট এবার সাহায্যের হাত বাড়িয়ে দিলেন রবিনা  ব্যবস্থা করলেন অক্সিজেন সিলিন্ডার করোনা আবহে তৎপর বলিউড সেলেব 

গোটা দেশ জুড়ে অক্সিজেনের হাহাকার। হাসপাতাল থেকে শুরু করে বাড়িতে থাকা করোনা রোগী, একটু অক্সিজেনের অভাবে প্রাণ হারাচ্ছেন বেঘোরে। দেশের একদিকে যেমন উঠে আসছে এই মর্মান্তিক ছবি, ঠিক তখনই দেশের অন্য প্রান্তের ছবিটা বেশ কিছুটা আলাদা। বেশ কিছু মানুষ এই সুযোগে অক্সিজেন সিলিন্ডার নিয়ে শুরু করেছে কালোবাজারি। এই কালোবাজারি রুখতে মরিয়া পুলিশ-প্রশাসন। 

আরও পড়ুন- বলিউড হটডিভা মালাইকা হঠাৎ-ই হাতে তুলে নিয়েছিলেন হাতা-খুন্তি, কারণ খোলসা করলেন নিজেই 

এই ছবি যখন একদিকে মানুষকে শিউরে তুলেছে, ঠিক তখনই সেলেব মহল সাধ্যমত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে চলেছে। সেই তালিকা থেকে বাদ পড়ছে না কেউই। সলমন খান থেকে শুরু করে সোনু সুদ, অজয় দেবগণ, অক্ষয় কুমার, এবার যোগ দিলেন রবিনা টণ্ডন। রাজধানীর পরিস্থিতি দিকে নজর দিয়ে এবার সেখানে অক্সিজেন সিলিন্ডার পাঠাচ্ছেন রবিনা। 

 

 

এই খবরই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন খোদ অভিনেত্রী। মানুষের সহায়তায় ১০০  টি সিলিন্ডার দিল্লিতে পাঠাচ্ছেন তিনি। এই খবর শেয়ার হওয়া মাত্রই তা সকলের নজরে আসে ও আবারও প্রশংসিত হয় বিটাউন। সেলেব মহল বিপদের দিনে যেভাবে এগিয়ে এসেছে, তা এক কথায় বলতে গেলে সকলের নজর কাড়ে। 

PREV
click me!

Recommended Stories

যাত্রীদের টাকা ফেরতের পরও কমছে না ভোগান্তি, সপ্তাহের শুরুতেই দেশজুড়ে বাতিল ইন্ডিগো-র শতাধিক উড়ান
বিরাট চমক RBI-র, জিরো ব্যালেন্সের অ্যাকাউন্টে মিলবে ডবল সুবিধা, রইল বিস্তারিত