প্লাজমার পর এবার অক্সিজেন জোগাতে ১ কোটি টাকা দান সচিনের

Published : Apr 30, 2021, 11:36 AM ISTUpdated : Apr 30, 2021, 11:59 AM IST
প্লাজমার পর এবার অক্সিজেন জোগাতে ১ কোটি টাকা দান সচিনের

সংক্ষিপ্ত

কোভিড যুদ্ধে আবার এগিয়ে এলেন সচিন তেন্ডুলকর ১ কোটি টাকা দান সচিনের জন্মদিনে প্লাজমা দানের অঙ্গিকার করেছিলেন করোনা আক্রান্ত হয়ে সুস্থ হয়ে উঠেছে মাস্টার ব্লাস্টার

তিনি নিজেও করোনাও আক্রান্ত হয়েছেন। সুস্থও হয়ে উঠেছেন। করোনাকে হারিয়ে এবার করোনা যুদ্ধে সাহায্য নামলেন বিশ্ব ক্রিকেটের মুখ সচিন তেন্ডুলকর। ক দিন আগে নিজের জন্মদিনে সচিন প্লাজমা দানের অঙ্গিকার করেছিলেন। পাশাপাশি তিনি করোনায় সুস্থ হওয়া ব্যক্তিদের প্লাজমা দান করার ব্যাপারে উৎসাহিত করেছিলেন। এবার করোনা মোকাবিলায় সচিন ১ কোটি টাকা দানের কথা ঘোষণা করলেন।  অক্সিজেন কনসেনট্রেটর জোগান দিতেই সচিনের এই ১ কোটি টাকা দান।

আরও পড়ুন: অক্সিজেন সিলিন্ডার, অক্সিমিটার, মাস্ক নিয়ে ভারতে এল মার্কিন সাহায্য

 তিনি তাঁর দেশ, তাঁর রাজ্য এখন করোনার দ্বিতীয় ঢেউতে কাঁপছে। দেশের করোনা সমস্যার সবচেয়ে বড় দিক হয়ে উঠেছে অক্সিজেনের অভাব। আর সেই ঘাটতি মেটাতে এবার ময়দানে নামলেন 'ক্রিকেট ঈশ্বর' সচিন তেন্ডুলকর। টুইটারে সচিন জানিয়েছেন, তিনি 'মিশন অক্সিজেন'-নামের এক তহবিল তৈরির উদ্যোগের পাশে দাঁড়িয়ে এক কোটি টাকা দান করছেন। মিশন অক্সিজেন নামের এই ফান্ড তৈরির উদ্যোগ নিয়েছে দিল্লির কয়েকজন উদ্যোগপতি। টুইটারে সচিন জানিয়েছেন, 'আমাদের সবাইকে করোনার বিরুদ্ধে লড়াই চালাতে হবে।'

আরও পড়ুন: পৃথ্বি 'শো'-তে একেবারে ধরাশায়ী কেকেআর, ৭ উইকেট জয় পেল দিল্লি ক্যাপিটালস

প্রসঙ্গত, গত ২৭ মার্চ সচিনের করোনা রিপোর্ট পজেটিভ আসে। দীর্ঘ ২১ দিন হাসপাতালে চিকিৎসা চলে সচিনে। এরপর ৮ এপ্রিল বাড়ি ফেরেন সচিন।

ক্রিকেটমহলে থেকে করোনা যুদ্ধে পাশে ভারতের থাকার বার্তা আসছে। আইপিএল দলগুলি থেকে সাহায্য আসছে। রাজস্থান রয়্যালস কোভিড ত্রানে সাড়ে ৭ কোটি টাকা দান করার কথা ঘোষণা করেছে। দিল্লি ক্যাপিটালস দান করেছে দেড় কোটি টাকা। আইপিএলে খেলতে আসা কলকাতা নাইট রাইডার্সের অস্ট্রেলিয়ান পেসার প্যাট কামিন্স ৫০ হাজার ডলার দান করেছেন। বিট কয়েন দিয়ে সাহায্য করেছেন প্রাক্তন অজি তারকা ব্রেট লিও।
 

PREV
click me!

Recommended Stories

Indigo Flights Cancelled : ইন্ডিগোর বিমান বিভ্রাট অব্যাহত! চরম ভোগান্তি, আকাশপথে জট, রেলপথেই সমাধান!
8th Pay Commission: বড় খবর! ১ জানুয়ারি থেকে বাড়ছে না কেন্দ্রীয় কর্মীদের বেতন? কতদিন পিছিয়ে গেল দিন