সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চাইলেন সোনু সুদ. কী এমন ঘটল, নিজের ফোন খুলে দেখালেন রিয়েল হিরো

Published : May 13, 2021, 12:05 PM IST
সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চাইলেন সোনু সুদ. কী এমন ঘটল, নিজের ফোন খুলে দেখালেন রিয়েল হিরো

সংক্ষিপ্ত

সমস্যায় পড়লেই সাধারণের মুখে এখন একটাই নাম সোনু সুদ, নাম নিলেই মিলছে সাহায্য হাজার হাজার মিনুষ ভিড় জমাচ্ছেন তাঁর দরবারে  এবার সেই মসিহাই চাইলেন ক্ষমা

সাধারণের কাছে এখন সোনু এখন ভগবান। তাই তাঁর দুয়ারেই সাধারণ মানুষ বর্তমানে ভিড় জমাচ্ছেন। চোখের জল ও মনে ভরসা আশা নিয়ে সকলেই নিজেদের আর্জি জানাতে ছুঁটে যাচ্ছেন সোনুর কাছে। না এক দিন কিংবা দুদিনের সাহায্য নয়, টানা এক বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন সোনু সুদ। প্রতিটা মুহূর্তে মানুষের আর্জি ও আবেদনে সাড়া দিয়েছেন তিনি। তাই তিনিই এখন সাধারণের ভরসা। 

আরও পড়ুন- করোনার বিরুদ্ধে বিরুষ্কার ঝোড়ো ইনিংস, প্রত্যাশা ছাপিয়ে ৫ দিনে সংগ্রহ ১১ কোটির অনুদান 

সম্প্রতি সেই ছবি উঠে এলো সকলের সামনে। সোনু সুদের বাড়ির সামনে সোশ্যাল ডিস্টেন্স মেনেই দাঁড়িয়ে আছেন বহু মানুষ। কারুর হাতে প্রেসক্রিপশন, কারুর হাতে চিঠি, কেউ চাইছে একটা বেড, কেউ অক্সিজেন, কেউ আবার একটা চাকরি। কাউকে ফিরিয়ে দিতে নারাজ সোনু। নিজে বাড়ি থেকে বেরিয়ে সকলের সঙ্গে দেখা করছেন তিনি। সেই ছবি ধরা পড়েছিল ফ্রেমে। দিন-রাত কাজ করছে তাঁর টিম। 

এই পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় হঠাৎই ক্ষমা চাইলেন তিনি। হাজার হাজার মানুষের ভরসা এখন সোনু। তাই নিজের ফোন খুলে দেখিয়ে দিলেন কীভাবে ঝড়ের বেগে আবেদন ঢুকছে। এত ম্যাসেজের মধ্যে কারুরটা যদি চোখ এড়িয়ে যায়, সাহায্য যদি সময় মত না পৌঁছে দেওয়া যায়, তার জন্য তিনি ক্ষমা চাইলেন সকলের কাছে। নিজের ফোনের  সেই ভিডিও শেয়ারও করলেন তিনি নেট দুনিয়ায়।  

PREV
click me!

Recommended Stories

মহিলা আর প্রবীণ রেলযাত্রীদের জন্য বরাদ্দ লোয়ার বার্থ, সুখবর দিলেন রেলমন্ত্রী
ইম্ফল রোডে তোলাবাজির অভিযোগ, ইউএনএলএফ ক্যাডারকে গ্রেফতার করল মণিপুর পুলিশ