সাহায্য চেয়ে, খবর ছড়িয়ে দিয়ে কোভিড পরিস্থিতিতে তৎপর পরিচালক সৃজিত, সোশ্যাল পাতায় একের পর এক পোস্ট

  • ভয়ানক আকার ধারন করছে করোনা 
  • কেন্দ্র থেকে স্বাস্থ্য দফতরের তৎপরতা তুঙ্গে
  • সাধ্যমত এগিয়ে আসছে সেলেব মহল 
  • পোস্টে ভরছে সৃজিতের সোশ্যাল মিডিয়ার পাতা

ক্রমেই দেশের পরিস্থিতি ভয়ঙ্কর আকার ধারন করছে। একের পর এক তারকা যেমন করোনায় আক্রান্ত হয়ে পড়েছেন, ঠিক তেমন ভাবেই হাহাকার নেমে এসেছে সাধারণ মানুষের মধ্যে। আর এই সময়ই চেনা ছন্দে ধরা দিলেন সেলেবরা। একের পর এক তারকা সাধ্যমত সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। 

 

Latest Videos

 

এই পরিস্থিতিতে খবরের শিরোনামে একটাই ব্রেকিং, দেশ জুড়ে মিলছে না অক্সিজেন। নেই যথাযত সরবরাহ। একের পর এক রোগী মারা যাচ্ছেন অ্যাম্বুলেন্সে অপেক্ষা করে। সেই ছবি চমকে দিয়েছে সাধারণ মানুষকে। দিনের পর দিন গাফিলতি আর জমায়েতের ফলাফল এবার প্রকাশ্যে। 

 

 

দেশ জুড়ে ছবিটাই গেল রাতারাতি যেন পাল্টে। হাসপাতালে নেই বেড, নেই অক্সিজেন, মানুষ করোনায় নয়, মানুষ মারা যাচ্ছেন বিনা চিকিৎসায়। নানা প্রান্ত থেকে খবর সামনে উঠে আসতে দেখা যাচ্ছে করোনায় ভয়ানক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ডাক্তারেরা একের পর এক করোনাতে আক্রান্ত হচ্ছেন। 

 

 

এমন সময় বাড়িতে রেখেই রোগীদের চিকিৎসা করানোর পরামর্শ দিচ্ছেন ডাক্তারেরা। তবে অনেকেরই অভিযোগ মিলছে না অক্সিজেন, তাই একের পর এক গুরুত্বপূরণ পোস্ট করলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। কয়েকদিন ধরেই তাঁর সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলে দেখা যাবে, নেই কোনও পুরষ্কার, নেই কোনও পোস্টার। রয়েছে কেবলই সাধ্য মত সাহায্যের খোঁজ। অক্সিজেন সরবরাহ থেকে শুরু করে ডিলারের নাম, ঠিকানা, ফোননম্বর, সবই একের পর এক পোস্ট করতে থাকলেন তিনি। এই পোস্ট মুহূর্তে নজর কাড়ল সকলের। ঝড়ের বেগে শেয়ার হতে থাকে এই গুরুত্বপূর্ণ তথ্য। 

Share this article
click me!

Latest Videos

'কে মরল ওনার কি! স্বাস্থ্যমন্ত্রীর গোটা পরিবার বিদেশে চিকিৎসা করায়' তোপ শুভেন্দুর |Suvendu Adhikari
‘আপনার বাড়ির পাশেই জঙ্গি থাকে আপনি জানবেন না’ বিস্ফোরক মন্তব্য Agnimitra Paul-এর, দেখুন
Baghajatin-এ চোখের সামনেই ধসে পড়লো আস্ত চারতলার ফ্ল্যাট! #shorts #shortsfeed #shortsviral
Live : MahaKumbh 2025 | শুরু মহাকুম্ভ ২০২৫, শুরু পুণ্য স্নান, দেখুন সরাসরি | Makar Sankranti
Kolkata-এ ফের নির্মাণ বিপর্যয়! Dankuni-তে ব্রিজ ভেঙে চরম বিপত্তি, দেখুন | Kolkata News | Hooghly