'সরি, বুঝতে পারিনি' - চিঠি লিখে ৭০০ ডোজ করোনা টিকা ফিরিয়ে দিল 'ভালোমানুষ চোর'

বুধবার রাতে হরিয়ানার চুরি গিয়েছিল ভ্যাকসিন

প্রায় ৭০০টি ডোজ চুরি গিয়েছিল

একদিনের মধ্যে তা ফেরতও পাওয়া গেল

এ এক ভালো মানুষ চোরের গল্প

 

একে বলা যেতে পারে ভালোমানুষ চোরের গল্প। দেশে ক্রমে সুনামি হয়ে আছড়ে পড়ছে কোভিড-১৯ মহামারির দ্বিতীয় তরঙ্গ। এর মধ্যে সারা দেশে ব্যাপক চাহিদা তৈরি হয়েছে করোনার টিকার। তারই মধ্যে, বুধবার, হরিয়ানার জিন্দ জেলার এক হাসপাতালের স্টোররুম থেকে কোভিড-১৯ ভ্যাকসিনের প্রায় ৭০০টি ডোজ চুরি গিয়েছিল। কিন্তু, একদিনের মধ্যেই তা আবার ফেরতও পাওয়া গেল। বৃহস্পতিবার জিন্দ সিভিল লাইন্স থানার বাইরে একটি চা দোকানে মিলল সেই ভ্যাকসিনগুলি।

হরিয়ানা পুলিশ জানিয়েছে, ওই চা দোকান থেকে ভ্যাকসিনগুলি উদ্ধার করার সময়, টিকার বাক্সে একটি চিঠিও পাওয়া গিয়েছে। সেটি, ওই চোরের লেখা। সেই চিঠিতে লেখা রয়েছে, 'দুঃখিত - আমি জানতাম না এগুলো করোনার ভ্যাকসিন।' অর্থাৎ, বুধবারের চুরির পর এদিন সংবাদমাধ্যমে সেই নিয়ে খবর বের হওয়ার পরই ওগুলো করোনার টিকা বলে বুঝতে পারে সেই চোর। আর তারপরই অনুতপ্ত সেই চোর টিকাগুলি ফিরিয়ে দিয়ে গিয়েছে। তবে চোরাই মাল ফিরিয়ে দিয়েও রেহাই পাচ্ছে না চোরেরা। চা দোকান এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে চোরদের সনাক্ত করার চেষ্টা করছে পুলিশ।

Latest Videos

জানা গিয়েছে, বুধবার রাতের অন্ধকারে অন্তত দুইজন অজ্ঞাত পরিচয় চোর জিন্দের সরকারী সিভিল হাসপাতালের স্টোররুমে হানা দিয়েছিল। স্টোররুমের চারটি তালা এবং ডিপ ফ্রিজার ভেঙে কোভিশিল্ডের ১৮২ টি শিশি এবং কোভাক্সিনের ৪৪০টি ডোজ ভরা বাক্স নিয়ে পালিয়েছিল। এদিন সকালে হাসপাতালে এসে এক ঝাড়ুদার চুরির ঘটনাটি ধরেন। তিনিই একজন নার্সিং কর্মচারীকে ডেকে খবর দেন। আশ্চর্যের বিষয়, ভ্যাকসিন ছাড়া কিন্তু, কিছুই চুরি যায়নি। অথচ, তার পাশেই ল্যাপটপ এবং ৫০,০০০ নগদ টাকার মতো অনেক মূল্যবান দ্রব্য ছিল। কাজেই সত্যিই না বুঝে ভ্যাকসিন চুরি গিয়েছিল কিনা, তাই নিয়ে সন্দেহ রয়েছে।

 

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari: হিন্দুদের ভোটার আইকার্ড কেড়ে নেওয়ার ষড়যন্ত্র, এ কী বলছেন শুভেন্দু
'Uttar Pradesh-এর মতো সুশাসন আনবো West Bengal-এ' Suvendu Adhikari- র চরম প্রতিশ্রুতি #shorts
পুরো রুট বলেদিলেন! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা! শুভেন্দুর কথায় অশনি সংকেত | Suvendu Adhikari
Daily Horoscope: ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার এই ব্যক্তিদের দিনটি ভালো যাবে, জেনে নিন আজকের রাশিফল
Suvendu Adhikari Live : শতবর্ষে অটল বিহারী বাজপেয়ী, শ্রদ্ধার্ঘ্য নিবেদন শুভেন্দু অধিকারীর