COVID Booster Doses: কারা পাবেন করোনার বুস্টার ডোজ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নীতি মেনেই সিদ্ধান্ত

Published : Dec 15, 2021, 11:14 PM IST
COVID Booster Doses: কারা পাবেন করোনার বুস্টার ডোজ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নীতি মেনেই সিদ্ধান্ত

সংক্ষিপ্ত

বিশ্ব স্বাস্থ্য সংস্থা সুপারিশ করেছে যে ওমিক্রনের এই সংক্রমণ রুখতে সম্পূর্ণ নিষ্ক্রিয় ভাইরাস ভিত্তিক ভ্যাক্সিন প্রাপকদের বুস্টার ডোজ দেওয়া উচিৎ।

ওমিক্রনের (Omicron) সংক্রমণ ক্রমশই বাড়ছে। এই অবস্থায় করোনাভাইরাসের (Coronavirus) সংক্রমণ রুখতে ভারত বুস্টার ডোজ (Booster Does) দেওয়ার পথেই হাঁটছে। তবে কাদের প্রথম বুস্টার শট দেওয়া হবে তাই নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে। দেশের টিকা সংক্রান্ত বিশেষজ্ঞ প্যানেল সূত্রের খবর বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে কথা বলেও কোভিড ১৯ (COVID - 19) এর বুস্টার ডোজ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থা সুপারিশ করেছে যে ওমিক্রনের এই সংক্রমণ রুখতে সম্পূর্ণ নিষ্ক্রিয় ভাইরাস ভিত্তিক ভ্যাক্সিন প্রাপকদের বুস্টার ডোজ দেওয়া উচিৎ।  পাশাপাশি  যাদের  রোগ প্রতিরোধ ক্ষমতা তুলনামূলকভাবে কম তাদের দ্রুত বুস্টার ডোজ দেওয়া জরুরি। টিকা বিশেষজ্ঞদের প্যানেল সূত্রের খবর বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশ অনুযায়ী যারা কোভ্যাক্সিন টিকা নিয়েছে তাদেরই প্রথম বুস্টার ডোজ দেওয়া জরুরি। কোভিশিল্ড টিকা প্রাপ্যকদের পরে বুস্টার ডোজ দেওয়ার চিন্তাভাবনা করা হতে পারে বলেও সূত্রের খবর। 


ভারতে সকলের জন্য বুস্টার শট দেওয়া জরুরি। এমনটাই দাবি উঠেছে। গত সপ্তাহে কোভিড টাস্ক ফোর্সের প্রধান ভিকে পল জানিয়এছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার নীতির সঙ্গে তাল মিলিয়েই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইমিউনোইজেশন বিশেষজ্ঞজের কৌশলগত উপদেষ্টা গ্রুপ বলেছে যারা ইমিউনো-সপ্রেশেন্টস বা একটি নিস্ক্রিয় কোভিড -১৯ টিকা পেয়েছে তাদের বুস্টার শট নেওয়া জরুরি। 

বুস্টার ডোজসহ টিকা দেওয়ার বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ অনুসারণ করার নীতির পরিপ্রেক্ষিতে তাদের সুপারিশগুলি সবই বিবেচনা করে দেখছে ভারত। বিশেষজ্ঞ দলে মনে করছে টিকা সংক্রান্ত জাতীয় প্রযুক্তিগত উপদেষ্টা গ্রুপ বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন মেনেই পরবর্তী সিদ্ধান্ত নেবে। আন্তর্জাতিকভাবে অনুমোদিত কোভিড টিকাগুলির মধ্যে কোভ্যাক্সিন ও দুটি চিনা টিকা নিস্ক্রিয় বলে বিবেচিত হয়েছে। ভারতে প্রায় ১৩৫ কোটি শটের মধ্যে ১০.৭ শতাংশ ডোজ কোভ্যাক্সিনের টিকা দিয়ে দেওয়া হয়েছে। 

কোভিশিল্ড তৈরি হচ্ছে ভারতের সেরাম ইনস্টিটিউটে। ভারতীয় টিকা কর্মসূটি এটি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন কোভিশিল্ড নিয়ে বিস্তারিত তথ্য রয়েছে। কিন্তু কোভ্যাক্সিন সম্পর্কে বিস্তারিত তথ্য নেই।  গত সপ্তাহেই স্বাস্থ্য মন্ত্রকের আধিকারিকরা জ সংসদীয় স্থায়ী কমিটিকে জানিয়ে দিয়েছে প্রয়োজনে বুস্টার শট দেওয়া যেতে পারে তবে তা দিতে হবে দ্বিতীয় ডোজের ৯ মাস পরে।  তবে এখন কেন্দ্রীয় সরকারের লক্ষ্য দেশের সব মানুষকে টিকা দেওয়া । 

PREV
click me!

Recommended Stories

Vande Mataram: জানেন বন্দে মাতরমের কোন একটি শব্দ, যা নিয়ে স্বাধীনতার এত বছর পরেও শেষ হয়নি বিতর্ক!
প্রধানমন্ত্রী মোদীর প্রথম জর্ডান সফর 'ঐতিহাসিক', বললেন ভারতীয় দূত