কোভিশিল্ডের দাম নিয়ে বিতর্কের মাঝেই বড় পদক্ষেপ, টিকার দাম কমাল সেরাম ইনস্টিটিউট

  • কোভিশিল্ডের দাম নিয়ে বিতর্ক 
  • টিকার দাম কামাল সেরাম 
  • রাজ্যগুলির জন্য দাম কমানোর কথা ঘোষণা
  • চার দিনের মধ্যেই ক্ষতিগ্রস্ত রাজ্যগুলি টিকা পাবে 

সব জল্পনার অবসান। করোনাভাইরাসের ভ্যাকসিন কোভিশিল্ডের দম কমানোর কথা ঘোষণা করল সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া। সংস্থার পক্ষ থেকে জানান হয়েছে, রাজ্যগুলির ক্ষেত্রে কোভিশিল্ডের ডোজ প্রতি ধার্য করা হবে ৩০০ টাকা। সংস্থার আগে বিজ্ঞপ্তি অনুযারী রাজ্যগুলিকে কোভিশিল্ডের জন্য ডোজ পিছু দিতে হত ৪০০ টাকা। অর্থাৎ রাজ্যগুলির জন্য ১০০ টাকা দাম কমাল সেরাম। 
 করোনার দ্বিতীয় তরঙ্গ মোকাবিলায় অক্সিজেন সরবরাহে জোর, হাত পড়ল PM CARES ফান্ডে ...
সেরাম কর্তা আদাল পুনাওয়ালেও কোভিশিল্ডের দাম নিয়ে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়েছে। দেশের মানুষের পাশে দাঁড়াতেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সংস্থার এই সিদ্ধান্তের ফলে রাজ্যগুলি কয়েক হাজার কোটি টাকা বেঁচে যাবে যা আগামী দিনে আরও বেশি মানুষকে টিকা দিতে সাহায্য করবে। যদিও চলতি মাসেরই কোভিশিল্ডের দাম নিয়ে যখন বিতর্ক শুরু হয়েছিল তখন সেরাম কর্তা জানিয়েছিলেন কোভিশিল্ড হল সাশ্রয়ী মূল্যের টিকা। করোনাভাইরাসের চিকিৎসার যে খরচ তার থেকে এটি অনেক কম দামে পাওয়া যাচ্ছে। কেন্দ্রীয় সরকারকে ডোজ প্রতি কোভিশিল্ডের জন্য দিতে হয় ১৫০ টাকা। রাজ্যগুলির জন্য প্রথমে ৪০০ টাকা দাম ধার্য করা হয়েছিল।  আর বেসরকারি হাসপাতালের জন্য ডোজ প্রতি কোভিশিল্ডের দাম ধার্য করা হয়েছে ৬০০ টাকা। যদিও একই টিকার দামের এই হেরফের নিয়েও প্রশ্ন উঠেছে। 

বিশ্বের অন্যতম ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থা সেরাম ইনস্টিটিউট রাজ্যগুলির কাছে ৩৪০ মিলিয়ন ডোজ ও বেসরকারি সংস্থাগুলির থেকে ২০ মিলিয়ন করোনার টিকার ডোজের অর্ডার পেয়েছে। সংস্থার পক্ষ থেকে জানান হয়েছে আগামী চার দিনের মধ্যেই রাজ্যগুলিতে টিকা সরবরাহ শুরু হবে। চলতি সপ্তাহে মহারাষ্ট্রসহ পাঁচটি সর্বাধিক ক্ষতিগ্রস্ত রাজ্যে টিকা সরবরাহ করা হবে ।বাকি রাজ্যগুলিতে ৩ সপ্তাহের মধ্যেই কোভিড টিকা সরবরাহ করা হবে বলেও জানান হয়েছে। 
 ভোটের আগের দিনেই করোনামুক্ত কংগ্রেস নেতা অধীর চৌধুরী, মুর্শিদাবাদ কী রক্ষা করতে পারবেন .
তবে দেশ জুড়ে টিকার চাহিদা রয়েছে। আর তা বুঝতে পেরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে সেরাম কর্তা আদাল পানাওয়ালাকে 'y' বা ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা প্রদান করা হয়েছে। তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকছে সিআরপিএফ। 

Share this article
click me!

Latest Videos

ইয়ার্কি হচ্ছে! এতদিন ধরে বালু পাচার হচ্ছে আর উনি জানেন না! Mamata-কে তুলোধোনা Sukanta-র
রুগী মৃত্যু কে কেন্দ্র করে Doctor ও Nurse-দের উপর আক্রমণ, শুনুন সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা
Live : India vs Australia: রাহুল-যশস্বীর ব্যাটে জয়ের স্বপ্ন, অস্ট্রেলিয়া সফরের শুরুতেই দাপট
'TMC একা ৮০ শতাংশ ভোট পায় কি করে!' প্রশ্ন দিলীপ ঘোষের | Dilip Ghosh | BJP News |
তার ছুঁতেই ঘটলো বিপত্তি! আতঙ্কে কাঁপছে Bangaon-র বাসিন্দারা! দেখুন | North 24 Parganas News Today