আপনি কি করোনাভাইরাসে আক্রান্ত, আপনার হাতের স্মার্টফোনটি দেবে কোভিড ১৯এর সন্ধান

Published : Jun 28, 2021, 07:45 PM ISTUpdated : Jun 28, 2021, 11:22 PM IST
আপনি কি করোনাভাইরাসে আক্রান্ত, আপনার হাতের স্মার্টফোনটি দেবে কোভিড ১৯এর সন্ধান

সংক্ষিপ্ত

করোনাযুদ্ধ নতুন মোড়। এবার আর কোভিড ১৯ এর নমুনা পরীক্ষা করার জন্য আর ছোটাছুট করতে হবে না। আপরাহ হাতে থাকে স্মার্ট ফোনটি এবার বলে দিতে পারবে আপনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন কিনা। বিজ্ঞানীরা জানিয়েছেন এবার আর মানুষের শরীর থেকে লালারস বা সোয়াব নেওয়ার প্রয়োজন নেই। স্মার্টফোনের পর্দা বা স্ক্রিন থেকেই নেওয়া নমুনার মাধ্যমেই করোনা পরীক্ষা সম্ভব।   

করোনাযুদ্ধ নতুন মোড়। এবার আর কোভিড ১৯ এর নমুনা পরীক্ষা করার জন্য আর ছোটাছুট করতে হবে না। আপরাহ হাতে থাকে স্মার্ট ফোনটি এবার বলে দিতে পারবে আপনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন কিনা। বিজ্ঞানীরা জানিয়েছেন এবার আর মানুষের শরীর থেকে লালারস বা সোয়াব নেওয়ার প্রয়োজন নেই। স্মার্টফোনের পর্দা বা স্ক্রিন থেকেই নেওয়া নমুনার মাধ্যমেই করোনা পরীক্ষা সম্ভব। 

'ব্যস্ত রাহুল গান্ধী ভুলেই গেছেন', কেন সোশ্যাল মিডিয়ায় এমন বললেন কেন্দ্রীয় মন্ত্রী ...

ফোন স্ক্রিন টেস্টিং বা PoST
এই জাতীয় পরীক্ষার ক্ষেত্রে মানুষের শরীর থেকে লালারস বা সোয়াব নেওয়ার পরিবর্তে করোনা আক্রান্ত ব্যক্তিদের স্মার্ট ফোনের স্ক্রিন থেকেই তা সনাক্ত করা হয়। তারপরই তা পরীক্ষার জন্য পাঠান হয় টেস্টিং-এর জন্য। নতুন এই পদ্ধতিকে বলা হয় ফোন স্ক্রিন টেস্টিং বা PoST। গবে 

পরীক্ষা পদ্ধতিঃ
ফোন স্ক্রিন টেস্টিং বা PoST হল একটি ক্লিনিক্যাল পরীক্ষা। এটি উভয়ই আক্রমণাত্মক ও প্রথাগত আরটি পিসিআরএর তুলনায় কম ব্যয়বহুল।মোবাই স্ক্রিন থেকে সোয়াব সংগ্রহ করা হয়। সেই সোয়াব লবণাক্ত জলের দ্রবণে এম্বেড করা হয়। নমুনাগুলি অন্য ভাইরাসের উপস্থিতি সম্পর্কে জানান দেয়। একই পদ্ধতিতে অন্য ভাইরাসও সনাক্ত করা যায়। 

লস্করের বড় মাথা শ্রীনগর পুলিশের জালে, জঙ্গি নেতার গ্রেফতারেই সাফল্য দেখছে প্রশাসন ...
নতুন আবিষ্কার 
নতুন এই প্রযুক্তির খোঁজ দিয়েছেন ইউনিভার্সিটি কলেজ অব লন্ডন। তাঁরা জানিয়েছেন ফোনের স্ক্রিন থেকে নেওয়ার সোয়াব আর অনুনাসিক পদ্ধতিতে নেওয়ার সোবার পরীক্ষার পর একই রিপোর্ট পাওয়া গেছে। সাধারণ পরীক্ষায় যারা করোনা পজেটিভ ছিলেন ফোন স্ক্রিন পরীক্ষাতেও তাঁরা করোনা পজিটিভ হয়েছেন। 

গবেষকদের দাবি 
ইলাইফ জার্নালে প্রকাশিত গবেষণায় বলা হয়েছে সার্স কোভি-২ সংক্রমণকে রুখতে অবিচ্ছিন্ন নজরদারী প্রয়োজন। নতুন জিনগুলির উত্থান টিকাকরণের প্রচেষ্টাকে প্রভাবিত করতে পারে বলেও আশঙ্কা করা হয়েছে। গবেষকরা জানিয়েছেন উচ্চ ভাইরালের সংক্রমণ বোঝার জন্য সংক্রামক মানুষেক ৮১.৩ শতাংশ থেকে ১০০ ফোনে ভাইরাস সনাক্ত করেছেন নির্ভুলভাবে। এই পরীক্ষার মাধ্যমে আলফা বিটা আর গামা ভেরিয়েন্টগুলির সঙ্গে সম্পর্কিত বিভিন্ন পরিবর্তনগুলিও চিহ্নিত করা হয়েছে। এজাতীয় পরীক্ষা অনেক সাশ্রয়ী বলেও দাবি করা হয়েছে। 

অর্থনীতিকে চাঙ্গা করতে কেন্দ্রের দাওয়াই, নির্মল সীতারমনের নজরে জনস্বাস্থ্য আর পর্যটনও ..

আগামী পদক্ষেপ
ডায়াগনোসিস বায়োটেক এই পরীক্ষা করার জন্য একটি মেশিন আবিষ্কারের পথে হাঁটছে। এখনও পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। সমস্ত পরীক্ষাই চলছে ইয়াংএর উদ্যোগে। বিজ্ঞানীরা জানিয়েছেন এই গবেষণার উপর ভিত্তি করে পোস্ট স্যাম্পেলিংএক জন্য একটি ফোন নেওয়া হবে। আর পরীক্ষার ফলাফল দ্রুততার সঙ্গে এসএমএসএর মাধ্যমে পাঠান হবে। 
 

PREV
click me!

Recommended Stories

Today Live News: Share Market Today - সোমবারের বাজার প্রাথমিক লেনদেনে স্থিতিশীল থাকার সম্ভাবনা! আজ নজরে রাখুন এই ৮ স্টক
জয়শঙ্করের সামরিক বাহিনী নিয়ে মন্তব্যে ক্ষুদ্ধ পাকিস্তান, ভারতের বিরুদ্ধে বিবৃতি ইসলামাবাদের