বিশ্বকাপ ২০১৯-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ - পাকিস্তান কি খেলার আগেই বিদায় নিল

  • টসে হারলেই পাকিস্তানের সেমিফাইনালে ওঠার সব আশা শেষ হয়ে যেতে পারত
  • টসে জিতে আগে ব্যাট নেওয়ায় পাক আশা এখনও টিকে রইল
  • তবে তাদের জিততে গেলে অন্তত ৪০০ রান করতেই হবে
  • জেতার ব্যবধান রাখতে হবে ৩০০

 

amartya lahiri | Published : Jul 5, 2019 9:39 AM IST / Updated: Jul 05 2019, 03:40 PM IST

বিশ্বকাপ ২০১৯-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ টসটি সম্ভবত ছিল শুক্রবার লর্ডস-এর মাঠে। রিস্থইতি যা ছিল তাতে টসে হারলেই রানরেটে পিছিয়ে পাকিস্তানের সেমিফাইনালে ওঠার সব আশা শেষ হয়ে যেতে পারত। বাংলাদেশ টসে জিতে ব্যাট নিলেই হত খেল খতম। ফলে বালাদেশের সামনেও ছিল একটা অস্বস্তিকর পরিস্থিতি। কিন্তু অন্তত টস অবধি পাকিস্তানের আশা টিকে রইল।

টসে জিতলেন সরফারজ আহমেদ। ব্য়াট নেওয়া ছাড়া তাদের সামনে দ্বিতীয় কোনও রাস্তা ছিল না। এখনও সবই পাকিস্তানের পক্ষে রয়েছে। কিন্তু, এরপরের লক্ষ্যটা প্রায় অসম্ভব। সেই অসম্ভবকে সম্ভব করতে গেলে মিরাকল বা চমৎকারের দরকার। পাক ক্রিকেটাররা তা করে দেখাতে পারেন কিনা সেটাই দেখার।

আরও পড়ুন - ভাঙল রেকর্ড - সচিনকে পিছনে ফেললেন, উদয় কি আফগান তারকার

আরও পড়ুন - ৫০০ রান তোলার চেষ্টা করবে পাকিস্তান, বাংলাদেশকে আউট করবে ৫০ রানে

আরও পড়ুন - পন্টিং-এর পর আরও এক বিশ্বজয়ী অধিনায়ক! অজি দলে ফিরছেন স্টিভ ও

এই দিনের দুই দলের প্রথম একাদশ -

পাকিস্তান: ফখর জামান, ইমামুল হক, বাবর আজম, মহম্মদ হাফিজ, হ্যারিস সোহেল, সরফরাজ আহমেদ, ইমাদ ওয়াসিম, শাদাব খান, ওয়াহাব রিয়াজ, মহম্মদ আমির, শাহিন আফ্রিদি।

বাংলাদেশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লা, লিটন দাস, মোসাদ্দেক হোসেন, মহম্মদ সইফুদ্দিন, মেহেদি হাসান, মাশরাফি মোর্তাজা, মুস্তাফিজুর রহমান।

Share this article
click me!