জুটিতে লুটি - বিশ্বকাপে রেকর্ড গড়লেন রোহিত রাহুল

  • বাংলাদেশ ম্যাচে বিশ্বকাপ রেকর্ড গড়লেন রোহিত শর্মা ও কেএল রাহুল
  • জুটিতে উঠল ২৯.২ ওভারে ১৮০ রান
  • এটাই বিশ্বকাপে ভারতের ওপেনিং জুটিতে ওঠা সর্বোচ্চ রান
  • এর আগে এই রেকর্ড রোহিত করেছিলেন শিখর ধাওয়ান-এর সঙ্গে

মঙ্গলবার এজবাস্টনে শেষ পর্যন্ত বাংলাদেশের বিরুদ্ধে ৩১৪ রানের বেশি তুলতে না পারলেও ভারতের শুরুটা হয়েছিল দুর্দান্ত। প্রথম পাওয়ার প্লে-তে রোহিত ও রাহুল তুললেন বিনা উইকেটে ৬৩ রান। রাহুল একটা দিক ধরে রেখেছিলেন, আর তীব্র আক্রমণ করছিলেন রোহিত শর্মা।

দুই ব্য়াটসম্যানই এদিন ৯২টি করে বল খেললেন। কেএল রাহুল ১টি ছয় ও ৬টি চার মেরে করলেন ৭৭ রান। আর ভারতের সহঅধিনায়ক ৫টি ছয় ও ৭টি চার মেরে করলেন ১০৪। তাদের জুটিতে উঠল ২৯.২ ওভারে ১৮০ রান। যা কিনা ভারতের পক্ষে বিশ্বকাপে প্রথম উইকেটের জুটিতে ওঠা সর্বোচ্চ রান।

Latest Videos

আরও পড়ুন - শেষ দশ ওভারে রোহিত-রাহুলের ভাল শুরুর জলাঞ্জলি! আশা জাগিয়েও বড় রান হল না ভারতের

আরও পড়ুন - ইতিহাস গড়লেন রোহিত! সাঙ্গাকে ছুঁয়ে ব্যাটন তুলে নিলেন দাদার হাত থেকে

আরও পড়ুন - বিশ্বকাপ সেমিফাইনাল - জায়গা বাকি তিনটি, লড়ছে পাঁচ দল

রোহিত এদিন চার বছর আগে করা নিজের রেকর্ডই ভাঙলেন। ২০১৫ সালের বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিরুদ্ধে অকল্যান্ডে তিনি ও শিখর ধাওয়ান মিলে ১৭৪ রান করেছিলেন। চলতি বিশ্বকাপে ধাওয়ান চোট পেয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়াতেই আপাতত রাহুল ভারতের ইনিংসের গোড়া পত্তনের দায়িত্ব পেয়েছেন।

তাদের এই রেকর্ড গড়া পার্টনারশিপের ফায়দা নিতে পারেনি ভারত। শেষ ১০ ওভারে মাত্র ৬৩ রানে ৫ উইকেট পড়েছে ভারতের। এবার তাঁদের এই রেকর্ড পুরোপুরি জলে যায় না, বোলাররা ভারতকে জয় এনে দিতে পারেন, সেটাই দেখার।

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: নন্দীগ্রাম থেকে মমতার বিরুদ্ধে হুঙ্কার শুভেন্দুর, দেখুন সরাসরি
Mamata Banerjee Live: ভারতে ফেরা মৎস্যজীবীদের বিশেষ উপহার মমতার, দেখুন সরাসরি
রাজপুরে বাড়ির ভেতর থেকে বেরোচ্ছে তেল, খবর পেয়ে ছুটে এলেন বৈজ্ঞানিকরা | Viral News
সন্ধ্যা হতেই ভয়ে কেউ বেরচ্ছে না! কুলতলির বাঘ এখন কোথায় জানেন! দেখুন | Kultali Tiger Video
'আখতার আলীর চরম সর্বনাশ করবে তৃণমূল', আশঙ্কা প্রকাশ অধীর রঞ্জন চৌধুরীর | Adhir Ranjan Chowdhury