ভারতের চোটের তালিকা আরও বাড়ল। এবার পায়ের পাতার চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন বিজয় শঙ্কর। জানা গিয়েছে জসপ্রিত বুমরার ইয়র্কারে তাঁর পায়ের পাতায় ফের আঘাত লেগেছে। বিশ্বকাপ চলাকালীনই এর আগে একইভাবে একই জায়গায় চোট পেয়েছিলেন তিনি। তাঁর বদলি হিসেবে শোনা যাচ্ছে মায়াঙ্ক আগরওয়ালের নাম। গত বছর অস্ট্রেলিয়ায় টেস্ট অভিষেক হলেও এখনও ভারতীয় জার্সিতে একটিও একদিনের ম্যাচ খেলেননি তিনি।
সোমবার সংবাদ সংস্থা পিটিআই-কে ভারতীয় বোর্ডের এক পদস্থ কর্তা জানিয়েছেন, ফের বিজয়ের পায়ের পাতায় আছড়ে পড়েছে জসপ্রীত বুমরার একটি ইয়র্কার। এর আগে একই জায়গায় চোট পেলেও দ্রুত সুস্থ হয়ে উঠেছিলেন শঙ্কর। কিন্তু, এইবার একই জায়গায় আরও একবার চোট পাওয়ার পর তাঁর অবস্থা বিশেষ ভাল নেই। বিশ্বকাপে আর খেলার মতো জায়গায় নেই তিনি। তাই দেশে ফেরত পাঠানো হচ্ছে তাঁকে।
আরও পড়ুন - বিজয় শঙ্করের চোটের পিছনে রয়েছে কালা জাদু! লেগেছে থ্রিডি নজর
আরও পড়ুন - ফিটনেস টেস্টে উত্তীর্ণ শঙ্কর, নাকি আফগানদের বিরুদ্ধে অভিষেক পন্থের
আরও পড়ুন - মেঘ কেটে উঠল উঠল রোদ, সাউদাম্পটনে অনুশীলনে চোট পাওয়া শঙ্কর
বোর্ডের এক সূত্রের খবর শঙ্করের বদলে কর্নাটকের ২৮ বছরের ওপেনার মায়াঙ্ক আগরওয়ালকে বিশ্বকাপের দলে নেওয়ার কথা চলছে। মায়াঙ্ক ওপেনার হওয়াতেই তাঁর শিকে ছিঁড়তে পারে।
এর আগে শিখর ধাওযান চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর তাঁর বদলে দলে নেওয়া হয়েছে ঋষভ পন্থকে। পন্থ যদি চার নম্বরে ব্যর্থ হন তাহলে সেই ক্ষেত্রে তাঁর বদলে কেএল রাহুলকে মাঝে পাঠিয়ে, মায়াঙ্ককে ওপেন করানো যেতে পারে।