ফের চোট ধাক্কা, বিশ্বকাপ এবারের মতো শেষ থ্রিডি ক্রিকেটারের! বদলি হিসেবে উঠছে এক আনকোরা নাম

  • আবার চোট ভারতীয় শিবিরে
  • পায়ের পাতার ফের চোট পেলেন বিজয় শঙ্কর
  • বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন তিনি
  • বদলি হিসেবে শোনা যাচ্ছে মায়াঙ্ক আগরওয়ালের নাম

 

ভারতের চোটের তালিকা আরও বাড়ল। এবার পায়ের পাতার চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন বিজয় শঙ্কর। জানা গিয়েছে জসপ্রিত বুমরার ইয়র্কারে তাঁর পায়ের পাতায় ফের আঘাত লেগেছে। বিশ্বকাপ চলাকালীনই এর আগে একইভাবে একই জায়গায় চোট পেয়েছিলেন তিনি। তাঁর বদলি হিসেবে শোনা যাচ্ছে মায়াঙ্ক আগরওয়ালের নাম। গত বছর অস্ট্রেলিয়ায় টেস্ট অভিষেক হলেও এখনও ভারতীয় জার্সিতে একটিও একদিনের ম্যাচ খেলেননি তিনি।

সোমবার সংবাদ সংস্থা পিটিআই-কে ভারতীয় বোর্ডের এক পদস্থ কর্তা জানিয়েছেন, ফের বিজয়ের পায়ের পাতায় আছড়ে পড়েছে জসপ্রীত বুমরার একটি ইয়র্কার। এর আগে একই জায়গায় চোট পেলেও দ্রুত সুস্থ হয়ে উঠেছিলেন শঙ্কর। কিন্তু, এইবার একই জায়গায় আরও একবার চোট পাওয়ার পর তাঁর অবস্থা বিশেষ ভাল নেই। বিশ্বকাপে আর খেলার মতো জায়গায় নেই তিনি। তাই দেশে ফেরত পাঠানো হচ্ছে তাঁকে।  

Latest Videos

আরও পড়ুন - বিজয় শঙ্করের চোটের পিছনে রয়েছে কালা জাদু! লেগেছে থ্রিডি নজর

আরও পড়ুন - ফিটনেস টেস্টে উত্তীর্ণ শঙ্কর, নাকি আফগানদের বিরুদ্ধে অভিষেক পন্থের

আরও পড়ুন - মেঘ কেটে উঠল উঠল রোদ, সাউদাম্পটনে অনুশীলনে চোট পাওয়া শঙ্কর

বোর্ডের এক সূত্রের খবর শঙ্করের বদলে কর্নাটকের ২৮ বছরের ওপেনার মায়াঙ্ক আগরওয়ালকে বিশ্বকাপের দলে নেওয়ার কথা চলছে। মায়াঙ্ক ওপেনার হওয়াতেই তাঁর শিকে ছিঁড়তে পারে।

এর আগে শিখর ধাওযান চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর তাঁর বদলে দলে নেওয়া হয়েছে ঋষভ পন্থকে। পন্থ যদি চার নম্বরে ব্যর্থ হন তাহলে সেই ক্ষেত্রে তাঁর বদলে কেএল রাহুলকে মাঝে পাঠিয়ে, মায়াঙ্ককে ওপেন করানো যেতে পারে।

 

Share this article
click me!

Latest Videos

‘সরকারকে প্রশ্ন করলেই সরকার উলঙ্গ হয়ে যাবে!’ বক্তব্য রাখতে না দেওয়ায় বিস্ফোরক Sajal Ghosh
'মাননীয়া আপনার শাড়িতে দুর্নীতির কালো ছোপ ছোপ দাগ' মমতাকে (Mamata) এ কী বললেন অগ্নিমিত্রা ?
আজ রাজ্যে উপনির্বাচনের (By Election) রেজাল্ট আউট, সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোটগণনা (Vote Counting)
‘অনেকদিন পর কেষ্টদা ফিরেছে তাই একটু বিশৃঙ্খলা হচ্ছে’ অদ্ভুত ব্যাখ্যা Satabdi-র! | Satabdi Roy News
Suvendu Adhikari Live: বিধানসভার বাইরে মুখোমুখি শুভেন্দু অধিকারী, দেখুন সরাসরি