এশিয়া কাপের ভবিষ্যৎ নিয়ে এখনও ধাঁধায় এসিসি

  • ২০২০ তে এশিয়া কাপ আয়োজন নিয়ে কোনপ্রকার সিদ্ধান্ত স্থগিত রাখলো এসিসি
  • সেপ্টেম্বর মাসে আয়োজন হওয়ার কথা এশিয়া কাপের
  • আয়োজক দেশ হিসেবে পাকিস্তানকে বিবেচনা করা হয়েছিল
  • শেষ এশিয়া কাপ আয়োজিত হয়েছিল ২০১৮ সালে সংযুক্ত আরব আমিরশাহী তে
     

সারা বিশ্ব জুড়ে করোনা ভাইরাসের প্রকোপের ফলে পিছিয়ে গেছে বা বাতিল হয়েছে অনেক ক্রীড়া প্রতিযোগিতাই। এশিয়া কাপ ২০২০ ও সেই রাস্তায় হাটবে কিনা তাই নিয়ে সোমবার বৈঠক আয়োজিত হয়েছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিলের তরফে। কিন্তু এসিসি-র এক্সিকিউটিভ বোর্ডের মিটিংয়েও এই বছরের এশিয়া কাপের ভবিষ্যৎ নিয়ে কোনও সিদ্ধান্ত হল না। এশিয়া কাপ স্থগিত হওয়া নিয়েও তৈরি হয়েছে জল্পনা। এ বারের এশিয়া কাপ প্রতিযোগিতাটি আয়োজিত হওয়ার কথা ছিল সেপ্টেম্বর মাসে। আয়োজক দেশ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল পাকিস্তানের ওপর। যার ফলে সংশয় তৈরি হয়েছিল ভারতের টুর্নামেন্টে অংশগ্রহণ নিয়ে। কারণ একটা ব্যাপার খুবই পরিস্কার যে পাকিস্তানের মাটিতে টুর্নামেন্ট আয়োজিত হলে সেখানে খেলতে যাবে না ভারত।

আরও পড়ুনঃকরোনা আবহে ক্রিকেটে একাধিক নয়া নিয়ম জারি করল আইসিসি,জেনে নিন আপনিও

Latest Videos

তাই এবারের এশিয়া কাপ টি২০ পাকিস্তানে হওয়ার কথা থাকলেও তা কোনও নিরপেক্ষ ভেন্যুতে সরিয়ে নিয়ে যাওয়ার কথা রয়েছে। যদিও সেই  নিয়েও কম জলঘোলা হয়নি অতীতে। তবে এই মুহুর্তে দাঁড়িয়ে এসিসি অপেক্ষা করছে আইসিসির টি-টোয়েন্টি বিশ্বকাপ সংক্রান্ত সিদ্ধান্তের জন্য। অক্টোবর থেকে অজিদের ঘরের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন হওয়া নিয়েও তৈরি হয়েছে একগাদা সংশয়। আঁচ করা হচ্ছে যে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে কোন সিদ্ধান্ত নিলেই এসিসি তার ওপর ভিত্তি করে এশিয়া কাপ নিয়ে নিজেদের অবস্থান জানাবে।

আরও পড়ুনঃকীভাবে দলে সুযোগ পেয়েছিলেন ধোনি, রহস্যফাঁস করলেন প্রাক্তন জাতীয় নির্বাচক

আরও পড়ুনঃঐতিহাসিক টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ড পৌছল ওয়েস্ট ইন্ডিজ দল

গতকাল এসিসি বোর্ড মিটিংয়ে নেতৃত্ব দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। ভারতের তরফ থেকেও বৈঠকটি যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছিল কারণ এটিই ছিল প্রথম আন্তর্জাতিক বৈঠক যেখানে উপস্থিত ছিলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ও সচিব জয় শাহ। এসিসির সিনিয়র অফিশিয়াল বলেন, আলোচনায় আপাতত এশিয়া কাপ স্থগিত রাখার কথা বলা হলেও সেটা পুরোপুরি নিশ্চিত হয়নি এবং অন্য দিনে আবার আর একটি বৈঠকের কথাও ভাবা হচ্ছে।

Share this article
click me!

Latest Videos

'বহুরূপীর জন্যই খাদান এত সাফল্য পেয়েছে' কেন এমন বললেন দেব? দেখুন পুরো ভিডিও
রবিবার ২৯ ডিসেম্বর এই রাশির ব্যক্তিদের বন্ধুত্ব প্রেমে পরিণত হবে, জেনে নিন আজকের রাশিফল
কবে থেকে অ্যাকশন শুরু Bangladesh-এর বিরুদ্ধে? খোলসা করলেন Suvendu Adhikari
কিভাবে বাংলাদেশী যুবক এদেশে...গ্রেফতার TMC কর্মী | Bangladeshi Arrest | Nadia News
খাদানের বক্স অফিসে সাফল্যে দর্শকদের হাত জড়ো করে ধন্যবাদ দেবের, দেখুন ভিডিও