শ্রীলঙ্কার ১০ ক্রিকেটারের পাক সফর বয়কট, আইপিএলকে দুষছেন আফ্রিদি

Published : Sep 20, 2019, 08:38 PM ISTUpdated : Sep 20, 2019, 08:42 PM IST
শ্রীলঙ্কার ১০ ক্রিকেটারের পাক সফর বয়কট, আইপিএলকে দুষছেন আফ্রিদি

সংক্ষিপ্ত

নিরাপত্তার জেরই পাক সফর বয়কট ১০ শ্রীলঙ্কা ক্রিকেটারের বয়কটের জের, আফ্রিদির অভিযোগ ভারতের আইপিএল আইপিএল ফ্রাঞ্চাইজির জন্য পাক সফর বয়কট, বললেন আফ্রিদি ১০ ক্রিকেটার ছাড়াই পাক সফরে যাচ্ছে শ্রীলঙ্কা

শ্রীলঙ্কার পাকিস্তান ট্যুর নিয়ে এবার মুখ খুললেন প্রাক্তন পাক অধিনায়ক শাহিদ আফ্রিদি। এবার ভারতের আইপিএলকে দুষলেন আফ্রিদি। ২৭য়ে সেপ্টম্বর থেকে পাকিস্তানের ঘরের মাঠে খেলতে যাচ্ছেন শ্রীলঙ্কা দল। তবে সেই দল থেকে পাকিস্তান সফর বয়কট করেছেন শ্রীলঙ্কার ১০ জন অভিজ্ঞ ক্রিকেটার। আর সেই ক্রিকেটারদের বাদ দিয়েই এবার পাকিস্তান সফরে যাচ্ছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। তবে শ্রীলঙ্কার ক্রিকেটারদের পাকিস্তান ট্যুর বয়কট নিয়ে এবার ভারতের দিকে নিশানা করলেন আফ্রিদি।

আরও পড়ুন, পুজোর আগে শহরে ক্রিকেট আবেগ, রেস্তোরা উদ্ধোধন সৌরভের


পাকিস্তান সংবাদ মাধ্যম সূত্রে খবর, শ্রীলঙ্কার ক্রিকেটারদের বয়কট নিয়ে ভারতীয় ক্রিকেটের ফ্রাঞ্চাইজি লিগ আইপিএলকে দোষারপ করেছেন আফ্রিদি। তিনি বলেছেন, 'ভারতীয় ক্রিকেট থেকে চাপ সৃষ্টি করা হয়েছে শ্রীলঙ্কার ক্রিকেটারদের। বিশেষ করে আইপিএল ফ্রাঞ্চাইজিরা ক্রিকেটারদের ওপর চাপ সৃষ্টি করেছে। তাঁদের চুক্তি ও টাকা পয়সার লেনদেন নিয়ে পাক ট্যুর বয়কট করতে বলেছে আইপিএল ফ্রাঞ্চাইজিরা।'
এর আগেও পাকিস্তানের মন্ত্রী চৌধুরি ফাওয়াদ হুসেন এই বিষয়ে নিয়ে দোষারপ করেছিল ভারতকে। উনি বলেছিলেন, 'ভারতের উস্কানিতেই পাক সফর বয়কট করছে শ্রীলঙ্কার ১০ ক্রিকেটার।'

আরও পড়ুন, টি২০ দল থেকে বাদ যাওয়াকে পাত্তা দিচ্ছেন না কুলদীপ, ফোকাস টেস্ট ক্রিকেটে


তবে এই বিষয় নিয়ে সব অভিযোগ উড়িয়ে দিয়েছিলেন শ্রীলঙ্কার ক্রীড়া মন্ত্রী। শ্রীলঙ্কার ক্রীড়া মন্ত্রী এই বিষয় নিয়ে বলেছিলেন, 'ভারতের কোনও রকম উস্কানি এই বিষয় নিয়ে নেই। শুধুমাত্র নিরাপত্তার অভাব বোধেই পাকিস্তানের মাটিতে খেলতে যেতে চাইছেন না ক্রিকেটাররা। ' এবার সেই ১০ ক্রিকেটার বাদেই একই সূচিতে পাকিস্তান সফরে উড়ে যাবে শ্রীলঙ্কা ক্রিকেট দল।

PREV
click me!

Recommended Stories

ভারত বনাম শ্রীলঙ্কা: জেমাইমার অসাধারণ ব্যাটিং, বিশ্বজয়ের পর প্রথম ম্যাচে সহজ জয় ভারতের
India vs Pakistan U-19 Asia Cup Final: মহসিন নকভির সঙ্গে মঞ্চ শেয়ার করলেন না বৈভবরা, দেশ সবার আগে