বিরাট-রোহিত দ্বন্দ্বে নয়া মোড়, ধাঁধায় ভরা অনুষ্কার পোস্ট! উদ্দেশ্য কি রোহিত শর্মা

Published : Jul 26, 2019, 03:57 PM ISTUpdated : Jul 26, 2019, 04:08 PM IST
বিরাট-রোহিত দ্বন্দ্বে নয়া মোড়, ধাঁধায় ভরা অনুষ্কার পোস্ট! উদ্দেশ্য কি রোহিত শর্মা

সংক্ষিপ্ত

রোহিত শর্মা সোশ্যাল মিডিয়ায় অনুষ্কা শর্মাকে আনফলো করেছেন এতে বিরাট-রোহিত দ্বন্দ্ব একেবারে প্রকাশ্য়ে এসে গিয়েছে এরপরই অনুষ্কা এক ধাঁধায় ভরা পোস্ট করলেন যার লক্ষ্য রোহিত বলেই মনে করা হচ্ছে  

২৪ ঘন্টা আগেই বিরাট কোহলির স্ত্রী তথা বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মাকে ইন্স্টাগ্রামে আনফলো করেছেন। এতে বিরাট-রোহত দ্বন্দ্বই প্রকাশ্যে চলে এসেছে বলে মনে করা হচ্ছে। আর এরপরই অনুষ্কা শর্মা এক ধাঁধায় ভরা পোস্ট করলেন। তাতে সেই ফাটল আরও বাড়ল বলেই মত সংশ্লিষ্ট মহলের। মনে করা হচ্ছে ওই মেসেজের লক্ষ্য রোহিত শর্মাই।

রোহিত আনফলো করার পরই অনুষ্কা তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন 'কোনও দূরদৃষ্টি সম্পন্ন মানুষ মুখে কিছু বলেন না। মিথ্যার জগা খিচুরিতে একমাত্র নৈশব্দের সঙ্গেই হাত মেলায় সত্য'। এই ধাঁধার কী অর্থ তা এখনও স্পষ্ট নয়। কিন্তু এর লক্ষ্য যে রোহিতই তা নিয়ে মোটামুটি নিশ্চিত ক্রিকেট মহল।

অনুষ্কা শর্মাকে শেষ দেখা গিয়েছিল 'জিরো' চলচ্চিত্রে। এই মুহূর্তে নিজের প্রোডাকশন হাউসের ব্যানারে একটি ওযেব সিরিজ-এর প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু কোনও ছবির কাজ করছেন বলে খবর নেই। তাই এই পোস্টের নিশানায় ফিল্ম ইন্ডাস্ট্রির কেউ রয়েছেন বলে মনে হয় না।

আরও পড়ুন - চেপে রাখা যাচ্ছে না, সোশ্যাল মিডিয়াতেই বিরাট-বিরোধ স্পষ্ট করলেন হিটম্যান

আরও পড়ুন - কোহলি-রোহিত বিবাদ, আদৌ মেটাতে উদ্যোগী নয় সিওএ! কী বলছেন তাঁরা

আরও পড়ুন - বিদেশ সফরে বউ-প্রেমিকা, সিওএ-র চাঞ্চল্যকর সিদ্ধান্ত! অসীম ক্ষমতা কোহলি-শাস্ত্রীর

রোহিতচ বিরাটের দ্বন্দ্বটা আজকের নয়। শোনা যায় বিরাট যে স্পোর্টস ম্যানেমেন্ট সংস্থার সঙ্গে জড়িত, সেই ম্য়ানেজমেন্ট সংস্থা থেকে রোহিত শর্মা ও শিখর ধাওয়ানের সরে আসা নিয়েই প্রথম খটাখটি বেদেছিল। তারপর থেকে ক্রমেই দূরত্ব বেড়েছে। আর বিশ্বকাপের সেমিফাইনালে ছিটকে যাওয়ার পর ভারতীয় ক্রিকেট দলের দুই স্তম্ভের মধ্য়ে ব্যবধানটা এই মুহূর্তে প্রায় শত যোজনের হয়ে গিয়েছে বলে খবর। সেই নাটকেই অন্য মাত্রা যোগ করল অনুষ্কা শর্মার এই পোস্ট।
 

 

PREV
click me!

Recommended Stories

India vs South Africa T20: দল থেকে বাদ হর্ষিত রানা? দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে ভারতের সম্ভাব্য একাদশ
India vs South Africa T20: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ শুরু কবে, খেলা দেখবেন কোথায়?