বিরাট-রোহিত দ্বন্দ্বে নয়া মোড়, ধাঁধায় ভরা অনুষ্কার পোস্ট! উদ্দেশ্য কি রোহিত শর্মা

  • রোহিত শর্মা সোশ্যাল মিডিয়ায় অনুষ্কা শর্মাকে আনফলো করেছেন
  • এতে বিরাট-রোহিত দ্বন্দ্ব একেবারে প্রকাশ্য়ে এসে গিয়েছে
  • এরপরই অনুষ্কা এক ধাঁধায় ভরা পোস্ট করলেন
  • যার লক্ষ্য রোহিত বলেই মনে করা হচ্ছে

 

২৪ ঘন্টা আগেই বিরাট কোহলির স্ত্রী তথা বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মাকে ইন্স্টাগ্রামে আনফলো করেছেন। এতে বিরাট-রোহত দ্বন্দ্বই প্রকাশ্যে চলে এসেছে বলে মনে করা হচ্ছে। আর এরপরই অনুষ্কা শর্মা এক ধাঁধায় ভরা পোস্ট করলেন। তাতে সেই ফাটল আরও বাড়ল বলেই মত সংশ্লিষ্ট মহলের। মনে করা হচ্ছে ওই মেসেজের লক্ষ্য রোহিত শর্মাই।

রোহিত আনফলো করার পরই অনুষ্কা তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন 'কোনও দূরদৃষ্টি সম্পন্ন মানুষ মুখে কিছু বলেন না। মিথ্যার জগা খিচুরিতে একমাত্র নৈশব্দের সঙ্গেই হাত মেলায় সত্য'। এই ধাঁধার কী অর্থ তা এখনও স্পষ্ট নয়। কিন্তু এর লক্ষ্য যে রোহিতই তা নিয়ে মোটামুটি নিশ্চিত ক্রিকেট মহল।

Latest Videos

অনুষ্কা শর্মাকে শেষ দেখা গিয়েছিল 'জিরো' চলচ্চিত্রে। এই মুহূর্তে নিজের প্রোডাকশন হাউসের ব্যানারে একটি ওযেব সিরিজ-এর প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু কোনও ছবির কাজ করছেন বলে খবর নেই। তাই এই পোস্টের নিশানায় ফিল্ম ইন্ডাস্ট্রির কেউ রয়েছেন বলে মনে হয় না।

আরও পড়ুন - চেপে রাখা যাচ্ছে না, সোশ্যাল মিডিয়াতেই বিরাট-বিরোধ স্পষ্ট করলেন হিটম্যান

আরও পড়ুন - কোহলি-রোহিত বিবাদ, আদৌ মেটাতে উদ্যোগী নয় সিওএ! কী বলছেন তাঁরা

আরও পড়ুন - বিদেশ সফরে বউ-প্রেমিকা, সিওএ-র চাঞ্চল্যকর সিদ্ধান্ত! অসীম ক্ষমতা কোহলি-শাস্ত্রীর

রোহিতচ বিরাটের দ্বন্দ্বটা আজকের নয়। শোনা যায় বিরাট যে স্পোর্টস ম্যানেমেন্ট সংস্থার সঙ্গে জড়িত, সেই ম্য়ানেজমেন্ট সংস্থা থেকে রোহিত শর্মা ও শিখর ধাওয়ানের সরে আসা নিয়েই প্রথম খটাখটি বেদেছিল। তারপর থেকে ক্রমেই দূরত্ব বেড়েছে। আর বিশ্বকাপের সেমিফাইনালে ছিটকে যাওয়ার পর ভারতীয় ক্রিকেট দলের দুই স্তম্ভের মধ্য়ে ব্যবধানটা এই মুহূর্তে প্রায় শত যোজনের হয়ে গিয়েছে বলে খবর। সেই নাটকেই অন্য মাত্রা যোগ করল অনুষ্কা শর্মার এই পোস্ট।
 

 

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: হাওড়ায় মেগা জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
'BSF রেডি! মোল্লা ইউনূস BGB-কে উস্কানি দিচ্ছে' চরম বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari | Bangladesh
Cinderella-র অবতারে নজর কাড়লেন Uorfi Javed! দেখুন #shorts #shortsvideo #shortsfeed #shortsviral
'সরকারি কর্মচারীদের বেতন বন্ধের দিকে এগোচ্ছে মমতা' বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর | Suvendu on Mamata
'মমতার সমর্থন নিয়েছ তো মরেছ' কেজরিওয়ালকে সাবধান অধীর রঞ্জন চৌধুরীর | Adhir on Mamata