অ্যাডিলেডে অ্যাসেজ সিরিজের (Ashes Series) অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ডের (Australia vs England) ডে-নাইট টেস্ট (Day Night Test)। দ্বিতীয় টেস্টে জয়ের দোরগোড়ায় স্টিভ স্মিথের (Steve Smith) দল। পঞ্চম দিনে অস্ট্রেলিয়ার দরকার ৬ উইকেট।
অ্যাসেজের (Ashes) প্রথম টেস্টে লজ্জার হারের সম্মুখীন হতে হয়েছে ইংল্যান্ড (England)দলকে। এবার অ্যাডিলেডে দ্বিতীয় ও দিন-রাতের টেস্টেও হারের ভ্রুকুটু জো রুটের (Joe Root)দলের সামনে। কারণ চতুর্থ দিনের শেষে ইংল্যান্ডের দেওয়া ৪৬৮ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে ইংল্যান্ডের স্কোর ৮২ রানে ৪ উইকেট। দলের ২ ইন ফর্ম ব্যাটসম্যান ইংল্যান্ড অধিনায়ক জো রুট ও ডেভিড মালানও ফিরে গিয়েছে সাজ ঘরে। ফলে পিঙ্ক বল টেস্টে (Pink Ball Test)পঞ্চম দিনে ইংল্যান্ডের দরকার ৩৮৬ রান ও হাতে রয়েছে ৬ উইকেট। তবে কার্যত ম্যাচ জেতা এখান থেকে অসম্ভব ইংল্যান্ডের। অপরদিকে অস্ট্রেলিয়ার (Australia)জয়ের জন্য দরকার ৬ উইকেট। ম্যাচ যেই জায়গায় রয়েছে তাতে স্টিভ স্মিথের (Steve Smith)দলের কাছে ম্যাচ জয় শুধু মাত্র সময়ের অপেক্ষা।
দিন-রাতের টেস্টে প্রথমে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ৪৭৩ রান করে অস্ট্রেলিয়া। সেঞ্চুরি করেন মার্নাস লাবুশানে। ৯৫ ও ৯৩ রানের ইনিংস খেলেন ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথ। অর্ধশতরান করেন অ্যালেক্স ক্যারে। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন বেন স্টোকস। জবাবে ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয় ২৩৬ রানে। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৮০ রানের ইনিংস খেলেন ডেভিড মালান। ৬২ রান করেন জো রুট। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট নেন মিচেল স্টার্ক। ৩টি উইকেট নেন ন্যাথান লিয়ঁ, ২টি উইকেট নেন ক্যামেরন গ্রিন ও একটি উইকেট নেন নেসের। ইংল্যান্ডকে ফলো-অন করানোর সুযোগ থাকলেও , ২৩৭ রানর লিড নিয়ে দ্বিতী ইনিংসে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ব্যাগি গ্রিনরা। দ্বিতী ইনিংসে ইংল্যান্ড কিছুটা ভালো বোলিং করে। ২৩০ রানে ৯ উইকেটে ইনিংস ডিক্লেয়ার করে অজিরা। প্রথম ইনিংসে শতরানের পর দ্বিতীয় ইনিংসে অর্ধশতরান করেন লাবুশানে। ৫১ রানের ইনিংস খেলেন ট্রেভিস হেডও। প্রথম ইনিংসের লিড নিয়ে ৪৬৮ রানে টার্গেট দেয় জো রুটের দল।
পাহাড় প্রমাণ টার্গেট তাড়া করতে নেমে শুরুটাই ভালো করতে পারেনি ব্রিটিশ লায়ন্সরা। খাতা না খুলেই ঝাই রিচার্ডসনের বলে আউট হন হাসিব হামিদ। ৪ রানে প্রথমউইকেট পড়ে ইংল্যান্ডের। এরপর রোরি বার্নস ও ডেভিড মালান কিছুটা লড়াই করলেও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৪৪ রানের পার্টনারশিপ করেন তারা। ৪৮ রানে দ্বিতীয় উইকেট পড়ে ইংল্যান্ডের। ২০ রান করে নেসেরের বলে আউট হন ডেভিড মালান। এরপর হাল ধরার চেষ্টা করেও ব্যর্থ হন বার্নস ও রুট। ৭০ রানে তৃতীয় উইকেট পড়ে ইংল্যান্ডের। ৩৪ রান করে ঝাই রিচার্ডসনের দ্বিতীয় শিকার হন বার্নস। ৮২ রানে দিনের শেষ উইকেট পড়ে ইংল্যান্ডের। ২৪ রানে করে মিচেল স্টার্কের বলে আউট হন জো রুট। ৩ রানে অপরাজিত রয়েছেনবেন স্টোক্স।