এশিয়া কাপে ভারত বনাম পাকিস্তান মহারণ, কোন দল করবে বাজিমাত, কী বলছে ম্যাচ প্রেডিকশন

রবিবার এশিয়া কাপের (Asia Cup 2022) মেগা ফাইটে মুখোমুখি হতে চলেছে ভারত ও পাকিস্তান (India va Pakistan)। এই ম্যাচ ঘিরে উন্মাদনা তুঙ্গে ক্রিকেট প্রেমিদের মধ্যে। জয় দিয়ে প্রতিযোগিতা শুরু করাই লক্ষ্য  রোহিত শর্মা (Rohit Sharma) ও বাবর আজমের (Babar Azam) দলের।
 

গত বছর টি২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে লজ্জার হারের সম্মুখীন হতে হয়েছিল ভারতীয় ক্রিকেট দলকে। ১০ উইকেট টিম ইন্ডিয়াকে হারিয়েছিল বাবর আজমের দল। বিশ্বকাপের মঞ্চে পাকিস্তানের বিরুদ্ধে অপরাজিত থাকার তকমাও হাত ছাড়া হয়েছিল ভারতীয় দলের। ব্যাটিং-বোলিং সব বিভাগেই তৎকালীন অধিনায়ক বিরাট কোহলির দলকে পর্যুদস্ত করেছিল বাবর আজমের। এবার ২৮ অগাস্ট রবিবার এশিয়া কাপে আরও একবার মুখোমুখি হতে চলছে দুই চিরপ্রতীদ্বন্দ্বী প্রতিবেশী দেশ। যেই ম্যাচ ঘিরে শুধু ভারত ও পাকিস্তান দুই দেশের মধ্যেই নয় উন্মাদনা ও উত্তেজনার পারদ চড়ছে গোটা ক্রিকেট বিশ্বে। একদদিতে ভারতীয় ক্রিকেট দল এই ম্যাচ জিতে চাইবে গতবছর টি২০ বিশ্বকাপে হারের বদলা নিতে, অপরদিকে গতবারের ফল পুনরাবৃত্তি ঘটানোর লক্ষ্য়ে পাকিস্তান দল।

ফুরফুরে মেজাজে টিম ইন্ডিয়া-
দুবাইয়ে আশসিসির ট্রেনিং গ্রাউন্ডে অনুশীলন করছে ভারতীয় ক্রিকট দল। একই মাঠে অনুশীলন করছে পাকিস্তান দল। অনুশীলনে ভারতীয় দলকে ফুরফুরে মেজাজে দেখা গিয়েছে। বড় ম্য়াচের আগে কোনও চাপ নিতে নারাজ রোহিত শর্মার দল। ভারতীয় ব্যাটিং লাইনআপ শক্তিশালী হলেও বিরাট কোহলি ও কেএল রাহলের অফ ফর্ম চিন্তায় রেখেছে টিম ম্য়ানেজমেন্টকে। এশিয়া কাপে রানে ফিরতে নেটে বাড়তি সময় দিতে দেখা গিয়েছে এই দুই তারকাকে। বাকি রোহিত শর্মা,সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ, দীনেশ কার্তিকদের যথেষ্ট আত্মবিশ্বাসী দেখিয়েছে। বোলিং লাইনআপেও আবেশ খান, ভুবনেশ্বর কুমার, অর্শদীপ সিং, যুজবেন্দ্র চাহলরা নিজেদের যাবতীয় শক্তি ঝালিয়ে নিয়েছেন। ফলে গতবাারের হার ভুলে নতুন ম্যাচে জয় পেতে প্রস্তুত টিম ইন্ডিয়।

Latest Videos

 

 

আত্মবিশ্বাসী পাকিস্তান দল-
গতবার টি২০ বিশ্বকাপের জয়টা অনেকটাই আত্মবিশ্বাস বাড়িয়েছে পাকিস্তান দলের। তবে চোট সমস্যা কিছুটা চিন্ত বাড়িয়েছে পাক টিম ম্যানেজমেন্টের। কারণ চোটের কারণে দলের প্রধান পেসার শাহিন আফ্রিদি আগেই প্রতিযোগিতা থেকে ছিটকে গিয়েছে। আর ম্যাচের ২ দিন আগে চোটের কবলে পড়ে ছিটকে গিয়েছেন মহম্মদ ওয়াসিম জুনিয়র। এই দু বোলারের রিপ্লেসমেন্ট চলে এসেছে পাক দলে। তবে চোট সমস্যা নিয়ে না ভেবে দলে যারা রয়েছেন তাদের নিয়েই ভারতীয় ক্রিকেট দলের বিরুদ্ধে লড়াই দিতে প্রস্তুত বাবর আজমের দল।  বাবর আজম, মহম্মজ রিজওয়ান, ফকর জামান, আসিফ আলি সমৃদ্ধ শক্তিশালী ব্য়াটিং লাইনআপ ভারতের বিরুদ্ধে ভালো খেলার বিষয়ে আত্মবিশ্বাসী। বোলিং লাইনআপও প্রস্তুত নিজেদের সেরাটা দিতে।

 

 

ম্যাচ প্রেডিকশন-
ভারত ও পাকিস্তান দুই দলের ব্যাটিং-বোলিং ও ফিল্ডিং বিভাগ খুবই শক্তিশালী। তারকাদের নামের বিচারে ব্যাটিং শক্তিতে ভারতীয় দল কিছুটা এগিয়ে থাকলেও, সাম্প্রতিক ফর্মেপ নিরিকে পাক দল ভালো জায়গায় রয়েছে। ভারতের জসপ্রীত বুমরা ও পাকিস্তানের শাহিন আফ্রিদি না থাকাতে বোলিং লাইনের শক্তিতেও হাড্ডাবাড্ডি লড়াই দুই দলের। ফলে রবিবারের ম্যাচে কোন দল এগিয়ে তা বলা খুবই কঠিন। তবে মরুদেশে যেই দল টস জিতবে তাদের কিছুটা এগিয়ে রাখছে ক্রিকেট বিশেষজ্ঞরা।

আরও পড়ুনঃAsia Cup 2022: ভারতীয় ব্যাটারদের মধ্যে এশিয়া কাপে সবথেকে বেশি রান কার, দেখে নিন প্রথম পাঁচের তালিকা

আরও পড়ুনঃএশিয়া কাপের ইতিহাসে প্রথম ৫ উইকেট শিকারী, তালিকায় নেই কোনও ভারতীয় বোলার

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

গভীর রাতে ধানক্ষেতে ভয়াবহ দৃশ্য! শিউরে উঠবেন আপনিও, আতঙ্কে গোটা Jaynagar, দেখুন | South 24 Parganas
প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury