আইপিএলের সম্ভাব্য দিনক্ষণ জানিয়ে দিলেন ব্রিজেশ প্যাটেল

  • টি-২০ বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে আইসিসির গড়মসি
  • যাতে আইসিসির উপর বেজায় চটেছে ভারতীয় ক্রিকেট বোর্ড
  • আইসিসির সিদ্ধান্তের আগেই আইপিএলের সম্ভাব্য সময় ঘোষণা
  • জানিয়ে দিলেন আইপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল
     

Sudip Paul | Published : Jun 12, 2020 7:12 AM IST

অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপ আদৌ অস্ট্রেলিয়ার মাটিতে হবে কিনা তা নিয়ে জটিলতা এখনও কাটেনি। একের পর এক বৈঠক হলেও, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে গড়িমসি করেই চলেছে আইসিসি। এদিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ না হওয়ার সম্ভাবনা তৈরি হওয়ায় বিসিসিআই চাইছে ওই সময় আইপিএলের আয়োজন করতে। কিন্তু আইসিসির চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে টালবাহানার ফলে অখুশি ভারতীয় ক্রিকেট বোর্ড। অপেক্ষা না করে বৃহস্পতিবারই বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়ে দেন দর্শকশূন্য মাঠে আইপিএল করতে প্রস্তুত বিসিসিআই। বুধবার আইসিসির বৈঠক নিস্ফলা হওয়ার পর বিসিসিআই সভাপতি চিঠি দিয়ে রাজ্য সংস্থাগুলিকে জানিয়ে দেন, তাঁরা এবছরই আইপিএল আয়োজনের জন্য প্রয়োজনীয় সবরকম ব্যবস্থা গ্রহণ করবেন।  সৌরভের পর এবার আইসিসির বিশ্বকাপ নিয়ে টালবাহানার কারণে আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল জানিয়ে দিলেন টি-২০ বিশ্বকাপের সময়েই আইপিএল আয়োজন করতে চায় বিসিসিআই।

আরও পড়ুনঃআইপিএল করতে প্রস্তুত বিসিসিআই,বড় ঘোষণা সৌরভের

Latest Videos

আরও পড়ুনঃআইপিএলের মান নিয়ে আপোস করতে নারাজ কেকেআর

এক সাক্ষাৎকরে আইপিএলের চেয়ারম্যান বলেন, বিসিসিআই সেপ্টেম্বরের শেষে বা অক্টোবরের শুরুতেই পূর্ণ-দৈর্ঘ্যের ইন্ডিয়ান প্রিমিয়র লিগ আয়োজন করতে চাইছে। অর্থাৎ, ভারতীয় বোর্ড বিশ্বকাপ পিছিয়ে যাচ্ছে ধরে নিয়েই নিজেদের অবস্থান স্পষ্ট করে দেয়। আইপিএল চেয়ারম্যান বলেন, ‘আমরা এবছরই কোনওরকম কাটছাঁট না করে পূর্ণ-দৈর্ঘ্যের আইপিএল আয়োজন করতে চাইছি। যদিও আইসিসির সিদ্ধান্তের দিকে তাকিয়ে রয়েছি আমরা। তবে আমাদের লক্ষ্য, সেপ্টেম্বরের শেষে বা অক্টোবরের শুরুতে আইপিএল আয়োজন করা। আইসিসির উচিত তাড়াতাড়ি সিদ্ধান্ত জানানো। কেননা, যদি বিশ্বকাপ অনুষ্ঠিত হয়, তবে ক্রিকেটারদের প্রস্তুতির সময় দিতে হবে। খেলোয়াড়রা এখনও লকডাউনে আটকে রয়েছে। তাছাড়া এটা সাধারণ কোনও টুর্নামেন্টের বিষয় নয়, বিশ্বকাপ বলে কথা।’ ব্রীজেশ পটেলের কথা থেকে এটুকু পরিষ্কার যে টি-২০ বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্তে আইসিসির গড়িমসির ফলে বিসিসিআইয়ের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার দ্বন্দ্ব কার্যত অনিবার্য। বরং বলা ভালো যে, সূচি নিয়ে টি-২০ বিশ্বকাপ বনাম আইপিএলের লড়াই শুরু হয়ে গিয়েছে।

আরও পড়ুনঃতবে কী এবার সত্যিই কোর্ট ছাড়বেন ফেডেরার

Share this article
click me!

Latest Videos

৫০০০ টাকা ধার শোধ করতে না পারায় যা ঘটল! দুপক্ষই থানার দ্বারস্থ | Berhampore News Today | Bangla News
সিঙ্গুরের রাস্তায় জগদ্ধাত্রী শোভাযাত্রায় পা মেলালেন সাংসদ রচনা ব্যানার্জী! | Jagadhatri Puja 2024
তৃণমূল সরকারের সবচেয়ে বড় দুর্নীতি ধরে ফেলল বিজেপি, দেখুন কী বললেন জগন্নাথ চট্টোপাধ্যায়
Live: আবাস যোজনার বাড়ি নিয়ে তৃণমূলকে তুলোধোনা বিজেপির, দেখুন সরাসরি
Virat Kohli: ৫০ ফুটের বিরাট! কোহলির ৩৬ তম জন্মদিন পালনে সাঁতরাগাছিতে মহোৎসব! | Howrah News Today