সভাপতি সৌরভের দাদাগিরি, ইডেনেই ভারতের প্রথম দিন রাতের টেস্ট

  • সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাত ধরে ফের প্রত্যাবর্তন ভারতীয় ক্রিকেটে
  • ইডেন গার্ডেন্সে প্রথম দিন রাতের টেস্ট খেলতে চলেছেন কোহলিরা
  • ২২ নভেম্বর থেকে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম দিন রাতের টেস্টে নামছে ভারতীয় দল
  • বিসিসিআই সভাপতির আবেদনে সম্মতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের
Anirban Sinha Roy | Published : Oct 29, 2019 7:06 PM / Updated: Oct 29 2019, 07:42 PM IST

পিঙ্ক বল টেস্ট নিয়ে বেশ কিছু মাস ধরেই চলছিল জল্পনা। ভারতের মাটিতে দিন রাতের টেস্ট ম্যাচ হবে কি না সেই নিয়ে শুরু হয়ে যুক্তি-পাল্টা যুক্তি লেগে ছিল। তবে এবার সেই সব কিছুর অবসান ঘটিয়ে বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাত ধরে এবার ভারতের মাটিতে প্রথম দিনে রাতের টেস্ট হতে চলেছে ২২ নভেম্বর থেকে। বোর্ড সভাপতি হওয়ার পর থেকেই টেস্ট ক্রিকেটকে জনপ্রিয় করে তোলার জন্য সন্ধ্যার পর টেস্ট ক্রিকেট চাইছিলেন সৌরভ। এবার তার এই কথায় সায় দিয়ে ইডেন গার্ডেন্সেই প্রথম দিন রাতের টেস্ট ম্যাচে নামতে চলেছে ভারত ও বাংলাদেশ। মঙ্গলবার সেই প্রস্তাবে সম্মতি দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

আরও পড়ুন, খুব শীঘ্রই ফিট হয়ে মাঠে ফিরছি, টুইট বুমরার

Latest Videos

অতীতে আন্তর্জাতিক ক্রিকেটে পিঙ্ক বল টেস্ট হলেও, সেই খেলার সঙ্গে যুক্ত ছিল না ভারতীয় দল। এখনও পর্যন্ত দিন রাতের টেস্ট খেলা হয়নি কোহলিদের। এবার টেস্ট ক্রিকেটের এই নয়া ফরম্যাটের মজা পেতে চলেছে ভারতীয় ক্রিকেট দল। আর সেই সঙ্গে সম্মতি দিয়ে মাঠে নামতে চলেছে বাংলাদেশ দলও। ভারতীয় ক্রিকেটে বেশ কিছুর প্রত্যাবর্তনের সাক্ষী ছিলেন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। এবার দিন রাতের টেস্ট ক্রিকেটও ভারত খেলতে চলেছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের তত্ত্বাবধানেই।

আরও পড়ুন, প্রথম টি-২০ ম্যাচের আগে সমস্যা ভারত-বাংলাদেশের দলের অনুশীলন নিয়ে

এই বিষয় নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে একমত হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আর তারপরই মঙ্গলবার এই ম্যাচ অনুষ্ঠিত করার সরকারি ভাবে ঘোষণা করল বিসিসিআই। বাংলাদেশের কোচ রাসেল ডমিনিগো বলেন, 'এটা একটা দারুণ ব্যাপার। দুই দলই একটা দারুণ জিনিসের সাক্ষী থাকতে চলেছে। ভারত ও বাংলাদেশ দুই দলই কোনও দিনও রাত দিনের টেস্ট ম্যাচ খেলেনি। তবে এই প্রথম ভারতের মাটিতে খেলবে দুই দল। দুই দলই নতুন। তাই ভালো একটা লড়াই আশা করছি। আমরা সতিই দারুণ ভাবে উত্তেজিত এই ম্যাচে নামার জন্য।'

আরও পড়ুন, ভারতীয় ক্রিকেটের ২২ গজে আবার সৌরভ, রাহুল পার্টনারশিপ

এই বিষয় নিয়ে নিজের প্রতিক্রিয়া দিয়েছেন ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের সচিব অভিষেক ডালমিয়াও। ইতিহাসে প্রথম বার ভারত রাত দিনের টেস্টে নামবে ইডেন গার্ডেন্সে। আর এই বিষয় নিয়ে অভিষেক বলেন, 'ইডেনের মুকুটে ও সিএবির মুকুটে অন্যতম একটি পালক। এটা খুবই গর্বের ব্যাপার আমাদের জন্য। যে কলকাতার মাঠে প্রথমবার এই খেলা অনুষ্ঠিত হবে। সেই জন্য ইডেন একটুও দেরি করতে নারাজ। এখন থেকেই শুরু হয়ে যাবে প্রস্তুতি। অনুষ্ঠানের কথা আগেই ভাবা হয়েছিল। আর সেই অনুষ্ঠান দিয়েই এবার সেজে উঠবে ইডেন।'

Share this article
click me!

Latest Videos

চিকিৎসার ভুলে ব্রেন ড্যামেজ! কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার আশ্বাস Rachana Banerjee-র | Hooghly News Today
Kho Kho World Cup 2025: দেশের বুকে এবার খো খো বিশ্বকাপ, ভারতীয় দলকে কারা নেতৃত্ব দেবেন?
BGB'র বাধা! কাঁটাতারের বেড়া দিল গ্রামবাসীরা, রক্ষা করল BSF | India Bangladesh Border | #shorts |
সীমান্তে অনুপ্রবেশের মাষ্টারমাইন্ড বাংলাদেশের BGB? কড়া জবাব দেবে BSF | India Bangladesh Border |
Rashifal : রবিবার সারাদিন কেমন কাটবে? দেখুন আজকের ১২টি রাশির রাশিফল