বিশ্বকাপের মেডেল হারিয়ে ফেলেছেন জোফরা আর্চার, দিন-রাত খুঁজছেন পাগলের মত

  • ২০১৯ ক্রিকেট বিশ্বকাপ ফাইনালের মেডেল হারিয়ে ফেলেছেন জোফরা আর্চার
  • ফ্ল্যাট পাল্টানোর পর থেকেই মেডেলটি পাচ্ছেন না বলে জানিয়েছেন আর্চার
  • দিন রাত পাগলের মত মেডেলটি খুঁজছেন ইংল্যান্ডের তারকা ফাস্ট বোলার
  • এক সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বিষয়টি জানিয়েছেন জোফরা আর্চার
     

২০১৯ ক্রিকেট বিশ্বকাপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড দলের অন্যতম নায়ক ছিলেন জোফরা আর্চার। তার আগে আন্তর্জাতিক ক্রিকেটে খুব একটা জশ ছিল না 
 বার্বাডিয়ান বংশোদ্ভুত ফাস্ট বোলারের।কিন্তু বিশ্বকাপের পর হিরো বনে যান জোফরা আর্চার। আর হবেন নাই বা কেন? বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ২০ উইকেট নিয়েছেন ২৩.০৫ গড়ে বোলিং করে। তারওপর ইংল্যান্ড যে মহানাটকীয় ফাইনালে নিউজিল্যান্ডকে হারাতে পারলো, তাতে তো তারও অনেক অবদান। মারাত্মক চাপ নিয়ে সুপার ওভারে অসাধারণ বোলিং করেছিলেন আর্চার। সুপার ওভার সম্পর্কে আর্চার জানিয়েছিলেন, 'তাকে যে সুপারওভারটা করতে হবে এটি আর্চার জানতে পারেন অনেক পরে। ওয়ার্মআপ করার আগ পর্যন্ত আমি নিশ্চিত ছিলাম না আমাকেই সুপার ওভারটা করতে হবে। তবে তার মানে এই নয় যে আমি অনিচ্ছুক ছিলাম। আমি আসলে ভাবতে পারিনি যে দায়িত্বটা আমাকেই নিতে হবে, কারণ দলে মাত্রই ঢোকার আগে স্কোয়াডের মধ্যে সবচেয়ে কম ক্রিকেট খেলেছি আমি। তাছাড়া ওটাই ছিল টুর্নামেন্টের একমাত্র সুপার ওভার, যে জন্য ঠিকমতো পরিকল্পনা করতে পারিনি। ব্যাপারটি আসলে ঘটে গেছে। দলকে জেতাতে পেরে খুশি আমি’

আরও পড়ুনঃসুযোগ পেলে বিশ্বকাপ সেমিফাইনালের রেজাল্ট বদলে দিতাম, জানালেন কে এল রাহুল

Latest Videos

বিশ্বকাপ জেতার পর আর্চারের আনন্দ ছিল চোখে পড়ের মত। বিশ্ব কাপের ট্রফি ও মেডেল পেয়ে স্বপ্ন পূরণ বলেছিলেন ইংল্যান্ড জোরে বোলার। তবে সকলে জানলে অবাক হবেন, বিশ্বকাপের মেডেলটি হারিয়ে ফেলেছেন জোফরা আর্চার। সম্প্রতি একটি সংবাদ মাধ্যমকে আর্চার জানান,'মেডেলটি হারিয়ে গেছে।কেউ একজন আমার একটি পোর্ট্রেট করে আমাকে পাঠিয়ে দিয়েছিলেন। দেয়ালে ওটার সঙ্গেই ঝোলানো ছিল মেডেলটি। ফ্ল্যাট বদলে নতুন ফ্ল্যাটে উঠেছি, নতুন দেয়ালে আমার ছবি আছে কিন্তু মেডেলটি নেই। এক সপ্তাহ ধরে বাড়ির ওপর-নিচে খুঁজে দেখছি, কিন্তু এখনও পাইনি। খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছি।’ 

আরও পড়ুনঃকরোনা ভাইরাস মহামারীর জেরে স্থগিত হয়ে গেল ওয়েস্ট উইন্ডিজের ইংল্যান্ড সফর

আরও পড়ুনঃ'এতবার হারিয়েছি যে আমারই খারাপ লাগত',ভারতকে আক্রমণ ইমরান খানের

বর্তমানে করোনা ভাইরাস মহামারীর জেরে বার্বাডোস থেকে লন্ডন ফিরে ঘরবন্দি রয়েছেন ইংল্যান্ড তারকা যা নিয়ে এমনিতেই বিরক্তি প্রকাশ করেছেন আর্চার। তারউপর বিশ্বকাপের মেডেলটি হারিয়ে যায় ব্যতিব্যস্ত হয়ে পড়েছেন তিনি। দিন রাত এক করে মেডেলটি খুঁজছেন। কীভাবে,কোথায় হারালেন তাও খতিয়ে দেখছেন জোফরা আর্চার।
 

Share this article
click me!

Latest Videos

Firhad Hakim ও Siddiqullah Chowdhury-র আসল মতলব ফাঁস করলেন Suvendu Adhikari! দেখুন
লাভবান হওয়ার লোভ দেখিয়ে লক্ষাধিক টাকার প্রতারণা! তারপর যা হলো | Bidhannagar News | Kolkata News
বন্ধ ঘর থেকে এ কী বের করলো পুলিশ! লোমহর্ষক ঘটনা Barasat-এ | North 24 Parganas News Today
Mamata Banerjee Live: ভারতে ফেরা মৎস্যজীবীদের বিশেষ উপহার মমতার, দেখুন সরাসরি
নিজের জন্য কাঁচের প্রাসাদ বানাতে পারতাম, করিনি! দেশবাসীদের জন্য স্থায়ী বাড়ি দিয়েছি : PM Modi