প্রতি বছর হবে দিন রাতের টেস্ট, সৌরভের কড়া চ্যালেঞ্জ ঘিরে জল্পনা

Anirban Sinha Roy |  
Published : Nov 04, 2019, 01:57 PM IST
প্রতি বছর হবে দিন রাতের টেস্ট, সৌরভের কড়া চ্যালেঞ্জ ঘিরে জল্পনা

সংক্ষিপ্ত

প্রতি বছর হতে চলেছে দিন রাতের টেস্ট ম্যাচ, চাইছেন মহারাজ একটা হলেও গোলাপী বলের ম্যাচ খেলতে হবে ভারতকে, বললেন দাদা ভারতীয় নির্বাচকদের নিয়ে জল্পনা উসকে দিলেন সৌরভ টেস্ট ক্রিকেটকে জনপ্রিয় করে তোলা আমার দায়িত্ব, বলছেন বিসিসিআই সভাপতি

বিসিসিআই সভাপতি হওয়ার পর থেকেই একের পর এক ওভার বাউন্ডারি মেরে যাচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বেশ কিছু দিন ধরেই ফের তাঁর লড়াকু মানসিকতার পরিচয় দিতে শুরু করে দিয়েছেন সৌরভ। ঠিক একই ভাবে সব কিছুকে উপেক্ষা করে ইডেনে হতে চলেছে ভারত- বাংলাদেশ দিন রাতের টেস্ট সিরিজ। আর সেই সঙ্গে এবার সৌরভ জানিয়ে দিলেন প্রতি বছরই ভারতে হবে দিন রাতের টেস্ট। একটি করে হলেও প্রতি বছর বিসিসিআইয়ের তরফ থেকে অনুষ্ঠিত করা হবে দিন রাতের টেস্ট সিরিজ।

দেখুন অ্যালবাম, ১৮-তে পা সৌরভ কন্যা সানার,ইনস্টাগ্রামে আবেগঘন পোস্ট 'দাদা'র

এই বিষয় নিয়ে বোর্ড সভাপতি সৌরভ বলেন, 'প্রতি বছর অনুষ্ঠিত করা হবে দিন রাতের টেস্ট। টেস্ট ম্যাচকে আরও বেশি করে জনপ্রিয় করে তোলার জন্য এটা খুব জরুরি। তাই গোলাপী বলের টেস্ট বিসিসিআই প্রতি বছর একটা করে হলেও অনুষ্ঠিত করবে দেশের মাটিতে। একই সঙ্গে যখন ভারত অন্যান্য দেশে খেলতে যাবে, সেখানে যেন দিন রাতের টেস্ট ক্রিকেট খেলা হয় সেটা নিয়ে সবার সঙ্গে কথা বলবে ভারতীয় ক্রিকেট বোর্ড। দেখা যাক ভালো কিছু করার চিন্তা ভাবনা করছি। আশা করি টেস্ট ম্যাচকে জনপ্রিয় করে তুলতে পারবো।'

আরও পড়ুন, দিন রাতের টেস্ট নিয়ে প্রকাশ্যে এল কোহলি ও সৌরভের কথপাকথন

ভারতের এর আগে দিন রাতের টেস্ট ক্রিকেট হয়নি। এই প্রথম সৌরভের হাত ধরে বাংলাদেশের বিরুদ্ধে গোলাপী বলে মাঠে নামবেন কোহলিরা। এরা আগেও মহারাজ জানিয়েছিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলিকে এই বিষয় নিয়ে রাজি করাতে মাত্র ৩ সেকেন্ড সময় লেগেছিল তাঁর। একই সঙ্গে বাকি দেশগুলির কথাও বলেন সৌরভ। টেস্ট ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার মতন দলের খারাপ পরিস্থিতি নিয়ে সৌরভ বলেন, 'দক্ষিণ আফ্রিকার অবস্থা দেখে আমার খুব খারাপ লেগেছে। টেস্ট ক্রিকেটে এতটা পিছিয়ে পড়েছে। এটা হওয়া উচিত নয়। প্রতিটা দেশের উচিত টেস্ট ক্রিকেটের ওপর আরও ধ্যান বাড়ানোর।'

আরও পড়ুন, বাংলাদেশের বিরুদ্ধে হারের কারণ খুঁজে খোলাসা অধিনায়ক রোহিতের

অপরিদেক, টি২০ বিশ্বকাপ নিয়ে বোর্ড সভাপতি বলেন, 'আমরা টি২০ বিশ্বকাপের কথা মাথায় রেখেছি। তবে টি২০ খেলা ভারত অনেক খেলছে। এমনকি সামনে আইপিএলও খেলা হবে। তাই আমি আশাবাদি যে ভারত টি২০ বিশ্বকাপে এবার ভালো প্রস্তুতির সঙ্গেই নামবে।' একই সঙ্গে ভারতীয় ক্রিকেটের নির্বাচকদের নিয়ে একটা জল্পনা উসকে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আরও ভালো অভিজ্ঞ নির্বাচক ভারতীয় বোর্ডে আসতে পারে এমনটাও ইঙ্গিত দিয়ে রাখলেন মহারাজ নিজেই।

PREV
click me!

Recommended Stories

India vs South Africa 2nd T20: এক ওভারে ৭টি ওয়াইড? আর্শদীপের উপর রেগে আগুন গম্ভীর
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: টি-২০ ম্যাচে ফের ব্যর্থ, কতদিন শুবমান গিলকে বয়ে বেড়াবে দল?