১৮-তে পা সৌরভ কন্যা সানার,ইনস্টাগ্রামে আবেগঘন পোস্ট 'দাদা'র
| Published : Nov 04 2019, 11:56 AM IST
১৮-তে পা সৌরভ কন্যা সানার,ইনস্টাগ্রামে আবেগঘন পোস্ট 'দাদা'র
Share this Photo Gallery
- FB
- TW
- Linkdin
16
ছোটবেলার সেই ছােট্ট সানা আজ অষ্টাদশী। ছোটবেলা থেকে বাবার বড্ড প্রিয় সানা। কাজের সূত্রে বেশিরভাগ সময়েই বাইরে থাকলেও সুযোগ পেলেই মেয়ের সঙ্গে খুনসুটিতে মাতেন মহারাজ। ঠিক তেমনই ছোটবেলার সানাকে নিয়ে পিচকারি হাতে হোলিতে মেতেছেন সৌরভ। আর তারই এক টুকরো ছবি শেয়ার করে নিয়েছেন সকলের সঙ্গে।
26
এই ছবিটিতেও বাবার সঙ্গে আবীর খেলতে দেখা যাচ্ছে সানাকে। দুজনেই বেশ ব্যস্ত রয়েছেন রং খেলাতে। খুবই আনন্দের সঙ্গে মুহূর্তটাকে উপভোগ করছেন বাবা ও মেয়ে।
36
বাবার কোলে ছোট্ট মেয়েটি আজ সাবালিকা। এটা ভাবতে গেলেই যেন আবেগে আপ্লুত হয়ে যাচ্ছেন মহারাজ। কিন্তু সত্যিটা তো আর অস্বীকার করা যাবে না। মেয়ের সানাকে কোলে নিয়ে জন্মদিনে এই বিশেষ ছবিটি পােস্ট করেছেন মহারাজ।
46
বাবার সঙ্গে কুল মুডে দেখা যাচ্ছে সানাকে। দুজনেই একই পোজ দিয়ে ছবিটি তুলেছেন।
56
মেয়ের সঙ্গে প্রতিটি মুহুর্তই যেন স্বর্গীয় সুখ মহারাজের। ব্যস্ত জীবনে স্ট্রেস দূর করার সবচেয়ে ভাল জায়গা এটি।
66
বাবাকে জড়িয়ে ধরে রয়েছে সানা। সময় খুব তাড়াতাড়ি কেটে যাচ্ছে। জন্মদিনের শুভেচ্ছাবার্তা জানানোর পাশাপাশি মেয়ের বয়সের সংখ্যাটাও উল্লেখ করেছেন সৌরভ।