করোনার থাবা অব্যাহত ফুটবল বিশ্বে, আক্রান্ত ফ্লেমিঙ্গোর ফুটবল কোচ জর্জ জেসাস

Published : Mar 18, 2020, 02:50 PM IST
করোনার থাবা অব্যাহত ফুটবল বিশ্বে, আক্রান্ত ফ্লেমিঙ্গোর ফুটবল কোচ জর্জ জেসাস

সংক্ষিপ্ত

করোনায় আক্রান্ত ফ্লেমিঙ্গোর ফুটবল কোচ জর্জ জেসাস করোনা টেস্ট রিপোর্ট পজেটিভ ফ্লেমিঙ্গো কোচের আপাতত কোয়ারেন্টাইনে রয়েছেন জেসাস টেস্ট রিপোর্ট নিয়ে সন্তুষ্ট নয় ক্লাব কর্তৃপক্ষ  

ক্রীড়া বিশ্বে করোনার থাবা অব্যাহত। বিশেষ করে ফুটবলে নিজের আগ্রাসন আরও বাড়াচ্ছে এই মারণ ভইরাস। দিন কয়েক আগে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল স্পেনের ২১ বছর বয়সী এক তরুণ ফুটবল কোচের। এবার করোনায় আক্রান্ত আরও এক ফুটবল কোচ। ব্রাজিলিয়ান ক্লাব ফ্লেমিঙ্গোর পর্তুগিজ কোচ জর্জ জেসুস করোনায় আক্রান্তা হয়েছেন। রিও ডি জেনেরিওতে তাকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সেখানে দ্বিতীয়বার পরীক্ষা করার জন্য। ৬৫ বছরের জেসুস নিজেই ইন্সটাগ্রামে ভিডিও পোস্টের মাধ্যমে করোনা পরীক্ষার ফলাফল জানান। তিনি বলেন, ‘এটা সত্যি যে আমার করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। তবে এটাও সত্যি যে আমি ভালো অনুভব করছি। বিগত এক মাস, এক বছর, দুই, তিন বছর ধরে যেমন ছিলাম আজও তেমনই অনুভব হচ্ছে। আমার কোনো লক্ষণ দেখা দেয়নি কিন্তু পরীক্ষায় ফল পজিটিভ এসেছে। আমি কোয়ারেন্টাইনে যাচ্ছি, আশা করি এক-দুই সপ্তাহের মধ্যে ঈশ্বরের ইচ্ছায় আমি আবার স্বাভাবিক হব।’ তবে ক্লাব কর্তৃপক্ষ প্রথম পরীক্ষার ফলাফলকে পুরোপুরি সঠিক বলে মনে করছে না।  তারা দ্বিতীয় পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষা করছেন। ১ সপ্তাহের জন্য ফ্লেমিঙ্গো তাদের সব ধরনের ট্রেনিং স্থগিত করেছে। শনিবার রিও স্টেট চ্যাম্পিয়নশিপ ম্যাচ দর্শকশূন্য স্টেডিয়ামে খেলার পর ব্রাজিলে ফুটবল বন্ধের আবেদন করেছিলেন জেসুস। ব্রাজিলের লিগ বন্ধ থাকলেও চলছিল স্টেট চ্যাম্পিয়নশিপ। তবে সোমবার থেকে তা ১৫ দিনের জন্য স্থগিত করা হয়।

আরও পড়ুনঃএবার কোয়ারেন্টাইনে শিখর ধাওয়ান, সুব্যবস্থার জন্য কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ

আরও পড়ুনঃভ্যালেন্সিয়া ফুটবল দলের ৩৫ শতাংশ প্লেয়ার ও সাপোর্টিং স্টাফ করোনা আক্রান্ত

প্রশঙ্গত কদিন আগেই স্পেনে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২১ বছরের এক তররুণ ফুটবল কোচের। নাম ফ্রান্সিসকো গার্সিয়া। ছোট বেলা থেকেই ফুটবল কোচ হওয়ার স্বপ্ন ছিল ফ্রান্সিসকো গার্সিয়ার। তাই মাত্র ২১ বছর বয়সেই  ফুটবল কোচিংয়ের সঙ্গে যুক্ত হন তিনি।  স্পেনের মালাগার ক্লাব আটলেটিকো পোর্তাদা আলতা-র ছোটদের কোচ হিসেবে কাজ করছিলন তরুণ ফুটবল কোচ। স্পেনের সংবাদমাধ্যম সূত্রে খবর, করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পরে গার্সিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমে ভাবা হয়েছিল, সাধারণ সর্দি-কাশি জ্বরই হয়েছে তাঁর। কিন্তু ডাক্তারি পরীক্ষার পরে করোনা ধরা পরে গার্সিয়ার শরীরে । পাশাপাশি লিউকোমিয়াতেও আক্রান্ত হওয়ায় আর বাঁচানো সম্ভব হয়নি তরুণ ফুটবল কোচ গার্সিয়াকে। এবার ফ্লেমিঙ্গো কোচের করোনা আক্রান্তের খবরে আরও উদ্বেগ বাড়ল ফুটবল বিশ্বে।

আরও পড়ুনঃকরোনায় আক্রান্ত জুভেন্তাসের আরও এক ফুটবালর, টেস্ট রিপোর্ট পজেটিভ মাতুইদির

PREV
click me!

Recommended Stories

India vs South Africa T20: প্রথম টি-২০ ম্যাচেই বাজিমাত ভারতের, ১০১ রানে পরাজয় দক্ষিণ আফ্রিকার
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টি-২০: হার্দিক পান্ডিয়ার ঝোড়ো অর্ধশতরান, কটকে লড়াইয়ে ভারত