বাবা সৌরভের থেকে কী শিখেছেন মেয়ে সানা, মজার উত্তর ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

  • সোশ্যাল মিডিয়ায় সৌরভ-সানার কথার লড়াই ভাইরাল
  • মেয়ে সানার সঙ্গে মজা করছিলেন সৌরভ
  • পাল্টা বাবার সঙ্গে মজা করলেন সানাও
  • দুজনের সেই গল্প ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

ইডেনে তখন সদ্য শেষ হয়েছে  দেশের প্রথম পিঙ্ক বল টেস্ট। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে ছিলেন বোর্ড সভাপতি সৌরভ। সেই সময়ই মহারাজের একটি গম্ভীর মুখের ছবি তুলেছিলেন এক ফোটোগ্রাফার। সেই ছবিটি সৌরভের পছন্দ হয়। মহারাজ সেটা ছবি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্টও করেন। মহারাজের ছবি দেখে একের পর এক সৌরভ ভক্ত সেখানে কমেন্ট করতে শুরু করেন। সবাই পিঙ্ক বল টেস্টের সফল আয়োজন নিয়ে শুভেচ্ছা জানাচ্ছিলেন সৌরভকে। 

 

Latest Videos

 

আরও পড়ুন - সংবিধান সংশোধনের পথে বোর্ড, সভাপতি পদে সৌরভের মেয়াদ বাড়ার পথ প্রশস্ত

সৌরভ গঙ্গোপাধ্যায়ের সেই ছবি দেখেন তাঁর মেয়ে সানা গঙ্গোপাধ্যায়ও। আর সঙ্গে সঙ্গে বাবার সঙ্গে একটু খুনসুটি করার ইচ্ছে হয় সৌরভ কন্যার। সানা সৌরভের সেই গম্ভীর ছবিতে কমেন্ট করেন, ‘ঠিক কোন জিনিসটা তোমার পছন্দ হচ্ছে না’? সঙ্গে সঙ্গে সৌরভও মেয়েকে মজার ছলেই জবাবা দেন, ‘তুমি দিন দিন অবাধ্য হয়ে উঠছ সেটা।’ বাবার সেই কমেন্ট দেখে মজার ছলে সানার পাল্টা কমেন্ট, ‘তোমার থেকেই শেখা।’ বাবা ও মেয়ের এই মজার কথোপকথন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে সময় লাগেনি। 


 

আরও পড়ুন - টিকিট কেটেও দেখা হল না খেলা, টাকা ফেরত দিচ্ছে সিএবি

সৌরভ কন্যা সানা কিছু দিন আগেই ১৮ বছরে পা দিয়েছেন। সেই সময় সৌরভ তার মেয়ের ছোট থেকে বড় হয়ে ওঠার একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। একাধিক ইন্টারভিউতে মহারাজ জানিয়েছেন তাঁর জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ মেয়ে সানা। পিঙ্ক বল টেস্ট নিয়ে উন্মদনার মাঝেও তাই সবার মন ছুঁয়ে গেছে বাবা-মেয়ের এই মজার মুহূর্তটা। 

আরও পড়ুন - বদল করা হোক জাতীয় দল নির্বাচক কমিটি, সৌরভের কাছে আর্জি হরভজনের

Share this article
click me!

Latest Videos

নিজের জন্য ভাবেননি, ভেবেছিলেন গোটা দেশের জন্য : মোদী | PM Modi on Netaji | Netaji Birthday |
'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি