IPL 2021, CSK vs RR- ধোনি বনাম সঞ্জু, দুই দলের মুখোমুখি সাক্ষাতের পরিসংখ্যানে এগিয়ে কে

আজ আইপিএল ২০২১-এ (IPLO 2021) মুখোমুখি চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) বনাম রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। বর্তমানে লিগ টেবিলের শীর্ষে রয়েছে এমএস ধোনির (MS Dhoni) দল। অপরদিকে, সপ্তম স্থানে রয়েছে সঞ্জু স্যামসনের (Sanju Samson) দল। আজ হাড্ডাহাড্ডি ম্য়াচ দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা। ম্যাচের আগে দেখে নিন দুই দলের মুখোমুখি সাক্ষাতের পরিসংখ্যান (Head to Head Statistics)।

Asianet News Bangla | Published : Oct 2, 2021 8:06 AM IST

আজ আইপিএল ২০২১-এ (IPL 2021) অধিনায়ক সহ দুই উইকেট রক্ষক ব্যাটসম্যানের দ্বৈরথ। একদিকে অভিজ্ঞ আইপিএলের ইতিহাসে অন্যতম সফল এমএস ধোনি (Ms Dhoni)। অপরদিকে তরুণ সঞ্জু স্যামসন (Sanjun Samson)। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) ও রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। ইতিমধ্যেই প্লে অফে কোয়ালিফাই করে গিয়েছে তিনবারের আইপিএল চ্যাম্পিয়ন সিএসকে। অপরদিকে, প্লে অফের ওঠার স্বপ্ন কঠিন হলেও সেই আশা জিইয়ে রাখতে হলে আজকের ম্যাচ ডু অর ডাই রাজস্থানের কাছে। 

তবে আইপিএলে চেন্নাই সুপার কিংসের সঙ্গে সাক্ষাতের স্মৃতি খুব একটা সুখকর নয় রাজস্থান রয়্যাসের। ৬০ শতাংশের বেশি ম্যাচে জয়ের হাসি হেসেছে এমএস ধোনির দল। এখনও পর্যন্ত আইপিএলের ইতিহাসে মোট ২৫ বার মুখোমুখি হয়েছে চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যাল। যার মধ্যে এমএস ধোনির দল জয় পেয়েছে ১৫টি দলে। অপরদিকে, ১০ ম্যাচে জয় পেয়েছে সঞ্জু স্যামসনের দল। আজ ম্য়াচ জিতে যেমন শীর্ষস্থান আরও মজুবত করাই লক্ষ্য সিএসকের। অন্যদিকে, ম্যাচ জিত প্লে অফে ওঠার স্বপ্ন বাঁচিয়ে রাখাই লক্ষ্য রাজস্থানের।

আরও পড়ুনঃIPL 2021, RR vs CSK - ধোনিদের পার্টি কি বিগড়ে দিতে পারবে রাজস্থান রয়্যালস

আরও পড়ুনঃIPL 2021, CSK vs RR- ম্যাচে কেমন হতে পারে দুই দলের প্রথম একাদশ, দেখে নিন এক নজরে

আরও পড়ুনঃIPL 2021, ডান্স বারে গিয়ে সুন্দরীর নাচ দেখে হয়েছিলেন পাগল, জানুন দিল্লি ক্যাপিটালস তারকার প্রেম কাহিনি

প্রসঙ্গত, লিগ টেবিলে  ১১ ম্যাচে ৯টি জয় পেয়ে ১৮ পয়েন্টনিয়ে লিগ টেবিলের শীর্ষ রয়েছে এমএস ধোনির দল। অপরদিকে ১১ ম্যাচে ৪টি জয় পেয়ে ৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের সপ্তম স্থানে রয়েছে সঞ্জু স্যামসনের দল। একদিকে যেমন পুরো আইপিএল ২০২১-এ দুরন্ত ছন্দে রয়েছে সিএসকে, অপরদিকে ধারাবাহিকতার অভাবে বারবার ধাক্কা খেতে হয়েছে রাজস্থান রয়্যালসকে। দুই দলের সাম্প্রতিক ফর্ম ও শক্তির বিচার করে আজকের ম্যাচে চেন্নাই সুপার কিংসকেই ফেভারিট মানছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। পরিসংখ্য়ানও এগিয়ে রাখছে ধোনির দলকে।

Share this article
click me!