গাভাসকর-সচিনদের সঙ্গে একই আসনে কোহলি, শততম টেস্ট গড়লেন অনন্য রেকর্ড

ভারত বনাম শ্রীলঙ্কা (India vs Sri Lanka) টেস্ট সিরিজ (Test Series)। মোহালিতে (Mohali) মুখোমুখি রোহিত শর্মা (Rohit Sharma) ও দিমুথ করুণারত্নের (Dimuth Karunaratne) দল। কেরিয়ারের শততম টেস্টে ৪৫ রান করে আউট হলেন  বিরাট কোহলি। ছুঁলেন ৮ হাজার টেস্ট রানের মাইলস্টোন।
 

বিরাট কোহলির (Virat Kohli) শততম টেস্ট ম্য়াচকে ঘিরে শুক্রবার সকাল থেকেই মোহালিতে (Mohali) ক্রিকেট প্রেমিদের মধ্যে উন্মদনা তুঙ্গে ছিল। বিরাটের কেরিয়ারের মাইলস্টোন ম্য়াচের সাক্ষী থাকতে উপস্থিত ছিলেন স্ত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma)ও বিরাটের দাদা। ম্য়াচ শুরুর আগে অনুশীলনে বিরাটকে দেখে দর্শকরা চিৎকারে গলা ফাটান। একইসঙ্গে ম্য়াচ শুরুর আগে বিরাট কোহলির হাতে শততম টেস্টের স্পেশাল ক্যাপ তুলে দেন ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়। সকলেই অপেক্ষায় ছিলেন বিরাট কোহলির ব্য়াটে প্রতীক্ষিত সেঞ্চুরির দেখার। ব্য়াট হাতে বিরাট মাঠে নামার সময় তাকে স্বাগত জানায় মোহালির দর্শকরা। সব কিছুই ঠিকঠাক ছিল শুধু শততম টেস্টে বিরাট কোহলির ব্য়াটে এল না সেঞ্চুরি। ৪৫ রান করে আউট হন তিনি। তবে ভারতের ষষ্ঠ ক্রিকেটার হিসেবে ৮ হাজার টেস্ট রানের (8 Thousand Test Run) মাইল স্টোন ছুঁয়ে ফেললেন বিরাট কোহলি।

 

Latest Videos

 

শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে টসে জিতে ব্য়াটিংয়ের সিদ্ধান্ত নেন  অধিনায়ক রোহিত শর্মা। শুরুটা ভালোই করেছিল দুই ভারতীয় ওপেনার রোহিত শর্মা ও মায়াঙ্ক আগরওয়াল।  ৫২ রানে প্রথম উইকেট পড়ে ভারতের, ৮০ রানে পড়ে দ্বিতীয় উইকেট। ২৯ রান করে আউট হন রোহিত শর্মা ও ৩৩ রান করে আউট হন মায়াঙ্ক আগরওয়াল। এরপর ভারতীয় ইনিংসের রাশ ধরেন বিরাট কোহলি ও হনুমা বিহারি। দুজনে মিলে ধীরে দীরে এগিয়ে নিয়ে যান দলের ইনিংস।  দুজন মিলে ৯০ রানের পার্টনারশিপও করে। বিরাট কোহলি ৪৫ রানে ব্য়াটিং করার সময় এমবুলেনিয়ার বলে বোল্ড হয়ে যান বিরাট কোহলি। শততম টেস্টে বড় স্কোর না এলেও, ব্যক্তিগত ৩৮ রানে পৌছতেই কেরিয়ারের অপর একটি মাইলস্টোন স্পর্শ করে ফেলেন বিরাট কোহলি। ভারতীয় ব্য়াটসম্যানদের মধ্যে সচিন তেন্ডুলকর, সুনীল গাভাসকর, রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণ, বীরেন্দ্র সেওয়াগের পর এই নজির গড়েন বিরাট কোহলি। সকলেই মাঠে দাঁড়িয়ে তাকে হাততালি দিয়ে শুভেচ্ছা জানান দর্শকরা। হাততালি দিতে দেখা যায় বিরাট কোহলির স্ত্রী অনুষ্কা শর্মাকেও। প্রথম ইনিংসে না হলেও এবার দ্বিতীয় ইনিংসে বিরাট কোহোলির কাছে বড় ইনিংস দেখার প্রতীক্ষায় রইল ক্রিকেট প্রেমিরা।

যে ছয় ভারতীয় ব্য়াটসম্য়ান ৮ হাজার রানের মাইল স্টোন পার করছেন তাদের মধ্যে সবার উপরে রয়েছেন সচিন তেন্ডুলকর। তার মোট টেস্ট রান ১৫ হাজার ২৯১। দ্বিতীয় স্থানে রয়েছেন রাহুল দ্রাবিড়। তার মোট টেস্ট রান ১৩ হাজার ২৬৫। তৃতীয় স্থানে কুনীল গাভাসকর। তার মোট রান ১০ হাজার ১২২। চতুর্থ স্থানে রয়েছেন ভিভিএস লক্ষ্মণ। তার মোট টেস্ট রান ৮ হাজার ৭৮১। পঞ্চম স্থানে রয়েছেন বীরেন্দ্র সেওয়াগ। মোট টেস্ট রান ৮ হাার ৫০৫ রান। শুক্রবার বিরাট কোহলির এই মাইল স্টোন ছোঁয়ার জন্য প্রয়োজন ছিল ৩৮ রান। ৪৫ রান করায় এখন তার মোট রান ৮ হাজার ৭।  তবে বিরাটের হাতে সময় রয়েছে আরও এগিয়ে যাওয়ার। আর সেটাই দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা।

আরও পড়ুনঃবিরাট-রোহিতের দিনে পন্থ ম্যাজিক, মোহালিতে প্রথম দিনের শেষে চালকের আসনে ভারত

আরও পড়ুনঃকোহলিকে শততম টেস্টের টুপি তুলে দিলেন রাহুল দ্রাবিড়, তারপর বিশেষ বার্তা দিলেন বিরাট

আরও পড়ুনঃবিরাটের সঙ্গে মিল রয়েছে জাভেদ মিয়াঁদাদের, কোহলির শততম টেস্টে কেন এমন বললেন সুনীল গাভাসকর

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

ফিরহাদকে কড়া ডোজ দিলেন শুভেন্দু | Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari #shortsfeed
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
অনলাইনে পুজোর দেওয়ার নামে প্রতারণা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ | Hooghly News Today
কেন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছিল? আসল কারন ফাঁস করলেন Suvendu Adhikari, শুনলে চমকে উঠবেন