সংক্ষিপ্ত
আজ নিজের (100th test) কেরিয়ারের শততম টেস্ট ম্য়াচ খেলতে নামছেন প্রাক্তন ভারত অধিনায়ক (Former Indian Captain) বিরাট কোহলি (Virat Kohli)। মমাইল স্টোন ম্য়াচে র আগে নিজের অনুভূতির কথা জানিয়েছেন বিরাট। শুভেচ্ছার জোয়ারে ভাসছেন কিংবদন্তী ব্য়াটসম্য়ান (Legend Batsman)। বিশেষ সম্মান দেওয়া হল বিসিসিআইয়ের (BCCI) তরফে।
মোহালি আজ বিরাট কোহলি ময়। শুরু হয়ে গিয়েছে ভারত বনাম শ্রীলঙ্কার প্রথম টেস্ট। শুক্রবার সকাল থেকেই সকলের নজর ছিল বিরাট কোহলির উপর। কেররিয়ারের শততম টেস্ট ম্য়াচ বলে কথা। বিরাটের শততম টেস্ট ম্য়াচে ক্রিকেটে প্রেমিদের আবেগ ছিল চোখে পড়ার মত। প্রথম ঠিক হয়েছিল মোহালি টেস্ট ম্য়াচ হবে দর্শক শূন্য মাঠে। যা শোনার পর থেকেই কিছুটা হতাশ হয়েছিলেন বিরাট ভক্তরা। পরে কোহলির কেরিয়ারের মাইলস্টোন ম্য়াচকে স্মরণীয় করে রাখার জন্য প্রথম টেস্টে ৫০ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হয়। বিরাটের শততম টেস্ট ম্য়াচ গিরে বিগত কয়েক দিন ধরেই চড়ছিল পারদ। শুভেচ্ছা জানিয়েছিলেন সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়, রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণ, সুনীল গাভাসকর থেকে শুরু আরও একাধিক প্রাক্তন ও বর্তমান ক্রিকেটাররা। ম্য়াচের দিন সকালে বিসিসিসআইয়ের তরফ থেকে বিশেষ স্মারক দিয়ে সম্মান জানানো হল বিরাট কোহলিকে।
আগেই জানা গিয়েছিল ভারত-শ্রীলঙ্কা প্রথম টেস্টের সকালে বিরাট কোহলির হাতে শততম টেস্ট উপলক্ষ্যে বিশেষ স্মারক তুলে দেওয়া হবে। ফ্রেমবন্দি নীল টুপি তুলে দেবেন ভারতীয় কোচ রাহুল দ্রাবিড় তাও আগে থেকেই ঠিক হয়েছিল। বোর্ড মনে করেছে, কোহলির এমন অসামান্য কীর্তির উপহার প্রদানে দ্রাবিড়ই যোগ্যতম। শুক্রবার সকাল থেকেই সকলের নজর ছিল মাঠে কোহলির দিকে। দর্শকরা কোহলিকে অনুশীলন করতে দেখেও উচ্ছ্বাসে ফেটে পড়েন। তারপর ম্য়াচ শুরুর আগে বিরাট কোহলির হাতে বিসিসিআইয়ের তরফে দেওয়া ওইবিশেষ স্মারক তুলে দেন রাহুল দ্রাবিড়। বিশেষ মুহর্তের সময় বিরাট কোহলির সঙ্গে উপস্থিত ছিলেন তার স্ত্রী অনুষ্কা শর্মাও। গ্যালারিতে ছিলেন বিরাট কোহলির দাদা। এছাড়াও সোশ্য়াল মিডিয়ায় বিসিসিআইয়ের তরফে শুভেচ্ছা জানানো হয় বিরাট কোহলিকে।
বিরাটের হাতে স্মারক তুলে দেওয়ার দ্রাবিড় বলেন, “এই সম্মান ওর প্রাপ্য, এটা ও অর্জন করে নিয়েছে। আমরা সাজঘরে যেমন বলি, এটাকে দ্বিগুণ করো।” সেই টুপি হাতে নিয়ে বিরাট বলেন, “ধন্যবাদ রাহুল ভাই, আমার জন্য এটা একটা খুব স্পেশাল মুহূর্ত। আমার স্ত্রী রয়েছে এখানে। আমার ভাই রয়েছে গ্যালারিতে। এই পথ চলাটা দলগত। তোমাদের ছাড়া সেটা সম্ভব হত না। বিসিসিআই-কে ধন্যবাদ। এই সম্মান এর থেকে ভাল কারও হাত থেকে পাওয়া সম্ভব ছিল না। আমার ছোটবেলার হিরো। অনূর্ধ্ব ১৫ দলে খেলার সময় রাহুল ভাইয়ের সঙ্গে তোলা ছবিটা এখনও আছে আমার কাছে।” আগামী প্রজন্মের কথাও উঠে এসেছে বিরাটের মুখে। তিনি বলেন, “এখনকার সময় প্রচুর ক্রিকেট খেলা হয়। তিন ধরনের ক্রিকেট, আইপিএল। আগামী প্রজন্ম আমার কাছ থেকে একটা জিনিস নিতে পারে। ক্রিকেটের কুলীনতম ধরনে ১০০টি ম্যাচ খেলেছি আমি।”
প্রসঙ্গত, এখনও পর্যন্ত ভারতের হয়ে যে ৯৯টি টেস্ট ম্য়াচ খেলেছেন বিরাট কোহলি, তাতে তার পরিসংখ্যান সত্যিই ঈর্শ্বনীয়। ৯৯টি টেস্টে ১৬৮টি ইনিংসে বিরাট কোহলির মোট সংগ্রহ ৭৯৬২ রান। অর্থাৎ আপ ৩৮ রান করতে পারলেই ৮ হাজার টেস্ট রানের মাইল ফলকও স্পর্শ করে ফেলবেন বিরাট কোহলি। সচিন, গাভাসকর, দ্রাবিড়দের সঙ্গে একই আসনে বিরাজমান হবেন তিনি। টেস্ট ক্রিকেটে বিরাট কোহলির গড় ৫০.৩৯। সর্বোচ্চ স্কোর ২৫৪ রান। শতরান করেছেন ২৭টি। অর্ধশতরান করেছেন ২৮টি। ক্যাচ ধরেছেন ১০০টি। টেস্টে বিরাটের দ্বিশতরানের সংখ্যা সাতটি। দীর্ঘ ২ বছরের বেশি সময় ধরে বিরাট কোহলির ব্য়াটে সেঞ্চুরি না থাকলেও, মোহালিতে কোহলির ব্য়াটে 'বিরাট' সেঞ্চুরি দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা।