তৃতীয় ওডিআইতেও সহজ জয়, ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ক্লিন সুইপ রোহিত-বাহিনীর

তৃতীয় ওয়ানডেতেও ওয়েস্ট ইন্ডিজকে (West Indies) ৯৬ রানে হারিয়ে, ৩-০ ফলে সিরিজ জিতে নিল টিম ইন্ডিয়া (Team India)। শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) এবং ঋষভ পন্থের (Rishabh Pant) জোড়া অর্ধশতকের পর ক্যারিবিয়ান ব্যাটারদের বিধ্বস্ত করল বোলিং আক্রমণ।

তৃতীয় ওয়ানডেতেও ওয়েস্ট ইন্ডিজকে (West Indies) ৯৬ রানে হারিয়ে, ৩-০ ফলে সিরিজ জিতে নিল টিম ইন্ডিয়া (Team India)। আগের দুটি ম্যাচে পরপর হেরে যাওয়ার পর, এদিন তৃতীয় ম্যাচে শুরুটা দুর্দান্ত করেছিল ক্যারিবিয়ানরা। প্রথমে ব্যাট করতে নেমে, একসময় ভারতের স্কোর ৪২/৩ হয়ে গিয়েছিল। সেখান থেকে শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) এবং ঋষভ পন্থের (Rishabh Pant) জোড়া অর্ধশতকের জোরে মেন ইন ব্লু পৌঁছেছিল ২৬৫ রানের লড়াই-যোগ্য স্কোরে। কিন্তু, ফের একবার ওয়েস্ট ইন্ডিজ ইনিংসে ভাঙন দেখা গেল। স্কোরবোর্ডে ১০০ রান ওঠার আগেই প্যাভিলিয়নে ফিরেছিলেন ক্যারিবিয়ানদের সাতজন ব্যাটার। 

শাই হোপকে (৫) আউট করে ভারতের হয়ে উইকেটের মুখ খোলেন জোরে বোলার মহম্মদ সিরাজ। এরপর পরপর ব্র্যান্ডন কিং (১৪) এবং শর্মাহ ব্রুকসের (০) উইকেট তুলে নিয়েছিলেন দীপক চাহার। ড্যারেন ব্রাভো (১৯) কিছুটা ইনিংস থিতু করার হওয়ার চেষ্টা করেন। কিন্তু, তাঁকে প্যাভিলিয়নে ফেরান প্রসিদ্ধ কৃষ্ণ। কৃষ্ণর বোলিংয়ের শিকার এদিন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক জেসন হোল্ডারও (৬)। দীর্ঘদিন বাদে, ভারতীয় দলের জার্সিতে দেখা যায় কুলদীপ যাদবকে। হোল্ডার আউট হওয়ার পরের ওভারেই তিনি ফ্যাবিয়ান অ্যালেনকে (০) ফিরিয়ে দেন। 

Latest Videos

EjA h[]gv - দর্শকের উপস্থিতিতে হোক ভারত-ওয়েস্ট ইন্ডিজ টি২০ সিরিজ, বিসিসিআইয়ের কাছে অনুরোধ সিএবির

আরও পড়ুন - কেন হঠাৎ ওপেনিংয়ে ঋষভ পন্থ, ম্য়াচ শেষ কী জবাব দিলেন রোহিত শর্মা

আরও পড়ুন - বোলারদের দাপটে দ্বিতীয় ম্য়াচেও সহজ জয় ভারতের, ২-০ সিরিজ পকেটে রোহিত ব্রিগেডের

উইকেটের একদিকে এই আসা-যাওয়া চললেও, অপর প্রান্ত ধরে রেখেছিলেন অধিনায়ক নিকোলাস পুরান (Nicholas Pooran)। যাঁকে নিয়ে স্বপ্ন দেখেন ক্যারিবিয়ান প্রাক্তনরা। ওয়েস্টইন্ডিজের খেলোয়াড়রাও এদিন তাঁর দিকেই তাকিয়ে ছিলেন। কিন্তু, ৩৯ টি বল খেলে ৩৪ রানের বেশি বড় ইনিংস খেলতে পারেননি তিনি। 

তবে এটা এদিন ক্যারিবিয়ান দলের ব্যাটারদের সর্বোচ্চ স্কোর নয়। বিস্ময়করভাবে ওয়েস্টইন্ডিজের এদিনের টপ স্কোরার হলেন একজন আশ্চর্যজনক ওডেন স্মিথ (৩৬)। যাঁর প্রধান পরিচয় ডান-হাতি জোরে বোলার। তবে, সাম্প্রতিককালে তাঁর ব্যাটে বেশ কিছু ভাল রান দেখা গিয়েছে। চলতি সিরিজের দ্বিতীয় ওডিআইতে তাঁর ব্যাটিং বিক্রমের পরিচয় পাওয়া গিয়েছিল। সেই ধারাবাহিকতায় এদিনও স্মিথ বেশ কয়েকটি বড় শট খেলে দলের স্কোর ১০০ রানের গন্ডি পার করিয়ে দেন। কিন্তু, তিনিও বেশিক্ষণ টিকতে পারেননি। 

শেষ পর্যন্ত তাঁকে ফেরান সেই মহম্মদ সিরাজ। অষ্টম উইকেটে হেইডেন ওয়ালশের (১৩) সঙ্গে জুটি বেঁধেছিলেন আলজারি জোসেফ (২৯)। কিন্তু, ততক্ষণে অনেক দেরী হয়ে গিয়েছে। জোসেফকে কৃষ্ণ এবং ওয়ালশকে সিরাজ আউট করেন। ওয়েস্ট ইন্ডিজের ইনিংসও মাত্র ১৬৯ রানেই গুটিয়ে যায়। এদিন কৃষ্ণ এবং সিরাজ - দুজনেই ৩টি করে উইকেট নিয়েছেন। এছাড়া ২টি করে উইকেট নিয়েছেন দীপক চাহার এবং কূলদীপ যাদবও। ৪ ওভার হাত ঘুরিয়ে কোনও উইকেট না পেলেও, মাত্র ১৭ রান দেন ওয়াশিংটন সুন্দর। 

এই জয়ের ফলে, টিম ইন্ডিয়া ওয়ানডে সিরিজ ৩-০ ফলে জিতে নিল। এরপর, ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ২ ম্যাচের টি২০আই সিরিজ।
 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
'কুমিল্লা ছেড়ে চলে যা' কুমিল্লায় বৃদ্ধ মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা! | Bangladesh News |
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News