আজই শুরু ওয়েস্টইন্ডিজ সফর, কোথায় কখন খেলা দেখা যাবে, জেনে নিন সম্পূর্ণ ক্রীড়াসূচি

 

  • বিশ্বকাপের পর ২২ গজে ফিরছে ভারতীয় ক্রিকেট দল
  • শনিবারই শুরু হচ্ছে ভারত বনাম ওয়েস্টইন্ডিজ টি২০আই সিরিজ
  • খেলা হবে আমেরিকার ফ্লোরিডায়
  • খেলা সম্প্রচার করা হবে সোনি পিকচার্স স্পোর্টস নেটওয়ার্কে

বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ছিটকে যাওয়ার হতাশা পিছনে ফেলে ফের ২২ গজে ফিরছে ভারত। ওয়েস্টইন্ডিজ সফরের শুরুতেই রয়েছে তিনটি টি২০আই-এর সিরিজ। আর তার প্রথম ম্য়াচটি হবে শনিবার, আমেরিকার ফ্লোরিডায়। এই সিরিজে বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটারকে বিশ্রাম দেওয়া হয়েছে। তাঁদের বদলে অনেক নতুন মুখ এসেছেন দলে। কোহলি জানিয়েছেন এই সিরিজ থেকেই তাঁরা পরের বছরের টি২০ বিশ্বকাপের দল গঠনের কাজ শুরু করতে চান।

টি২০ ফর্ম্যাটে কিন্তু ওয়েস্টইন্ডিজ বেশ শক্তিশালী দল। হাঁটুর পুরনো চোটের জন্য দলে নেই আন্দ্রে রাসেল। কিন্তু তিনি না থাকলেও ব্রেথওয়েট, পুরান, হেতমায়ায়, এভিন লুইসদের দল ভারতকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে।  এছাড়া দলে ফিরেছেন সুনীল নারাইন ও কিয়েরন পোলার্ডও।

Latest Videos

আরো পড়ুন - ভারত ম্যাচে নেই, 'আহত' রাসেল খেলছেন জিটি২০! কী বললেন ক্যারিবিয়ান অধিনায়ক

আরো পড়ুন - পুনর্গঠনের সময়, নতুনদের সামনে বড় সুযোগ! বিশ্বকাপ ব্যর্থতা পিছনে ফেলে মাঠে ফিরছে ভারত

ওয়েস্টইন্ডিজ সফরের সম্প্রচার সত্ত্ব রয়েছে সোনি পিকচার্স স্পোর্টস নেটওয়ার্কের হাতে। ভারতে ওয়েস্টইন্ডিজ সফরের ম্যাচগুলি দেখানো হবে সোনি টেন ১ ও সোনি টেন ১ এইচডি এবং সোনি টেন ৩ ও সোনি টেন ৩ এইচডি চ্যানেলে। এছাড়া অনলাইনে সরাসরি খেলা সম্প্রচার করা হবে সোনিলাইভ-এ।

ভারত বনাম ওয়েস্টইন্ডিজ টি২০ সিরিজের প্রথম দুটি ম্যাচ হচ্ছে মার্কিন যুক্তারাষ্ট্রের ফ্লোরিডায়। শনিবারের ম্যাচটি শুরু হবে ভারতীয় সময় অনুযায়ী সন্ধ্যা ৮টা থেকে।     

ভারতের ওয়েস্টইন্ডিজ সফর ২০১৯-এর সম্পূর্ণ ক্রীড়াসূচি -

প্রথম টি২০আই: ৩ অগাস্ট (শনিবার), লডারহিল, রাত ৮টা (ভারতীয় সময়)

দ্বিতীয় টি২০আই: ৪ অগাস্ট (রবিবার), লডারহিল, রাত ৮টা (ভারতীয় সময়)

তৃতীয় টি২০আই: ৬ অগাস্ট (মঙ্গলবার), গায়ানা, রাত ৮টা (ভারতীয় সময়)

প্রথম ওয়ানডে: ৮ অগাস্ট (বৃহস্পতিবার), গায়ানা সন্ধ্যা ৭টা (ভারতীয় সময়)

দ্বিতীয় ওয়ানডে: ১১ অগাস্ট (রবিবার), ত্রিনিদাদ, সন্ধ্যা ৭টা (ভারতীয় সময়)

তৃতীয় ওয়ানডে: ১৪ আগস্ট (বৃহস্পতিবার), ত্রিনিদাদ, সন্ধ্যা ৭টা (ভারতীয় সময়)

প্রথম টেস্ট: ২২-২৬ অগাস্ট (বৃহস্পতিবার-সোমবার), অ্যান্টিগা সন্ধ্যা ৭টা থেকে (ভারতীয় সময়)

দ্বিতীয় টেস্ট: ৩০ অগাস্ট-৩ সেপ্টেম্বর (শুক্র-মঙ্গলবার), কিংস্টন রাত ৮টা থেকে (ভারতীয় সময়)

 

Share this article
click me!

Latest Videos

চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে মেয়েদের সঙ্গে কুকর্ম! ধরা পড়লো হাতেনাতে! চাঞ্চল্য Nadia-এ, দেখুন
অবশেষে নির্ধারিত হলো RG Kar মামলার রায় ঘোষণার দিন! শেষ পরিণতি কী হবে, অপেক্ষায় পুরো রাজ্য | RG Kar
‘৫০% মুসলমান হলে West Bengal-এর অবস্থাও Bangladesh-এর মতো হবে’ বিস্ফোরক মন্তব্য Suvendu Adhikari-র
তেড়ে এলেন আরাবুল, তুমুল উত্তেজনা! তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে ফের উত্তপ্ত ভাঙড় | Bhangar News Today
'মমতার সমর্থন নিয়েছ তো মরেছ' কেজরিওয়ালকে সাবধান অধীর রঞ্জন চৌধুরীর | Adhir on Mamata