ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট চলাকালীন কনুইয়ে চোট পেয়েছিলেন নিউজিল্যান্ড দলের অধিনাক কেন উইলিয়ামসন। যার ফলে ১৮ জুন থেকে শুরু হতে চলা টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে চিন্তা বেড়েছিল কিউই শিবিরে। চোটের কারমে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলানো হয়নি নিউজ্যল্যান্ড অধিনায়ককে। একইসঙ্গে বিশ্রাম দেওয়া হয়েছিল দলের প্রথম একাদশের একাধিক ক্রিকেটারকে। অবশেষে ফাইনালের আগেই সুখবর এল নিউজিল্যান্ড দলের জন্য।
আরও পড়ুনঃদ্বীপরাষ্ট্রে টিম ইন্ডিয়ার কোচের দায়িত্বে রাহুল দ্রাবিড়, জানিয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়
ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে না খেললেও, দলের তরফে জানানো হয়েছিল চোট খুব একটা গুরুতর নয়। কিন্তু টেস্ট চ্যাম্পিয়নশিপের দিন যতই এগিয়ে আসছিল বাড়ছিল। অবশেষে জানানো হল, ফাইনালের আগে পুরোপুরি চোটমুক্ত কেন উইলিয়ামসন। ফাইনালে খেলতে কোনও সমস্যা নেই কিউই অধিনায়কের। অনুশীলনও শুরু করেছেন তিনি।এই খবর সরকারিভাবে ঘোষণার পরই স্বস্তির নিঃশ্বাস ফেলে নিউজিল্যান্ডের ক্রিকেট প্রেমিরা সহ বিশ্ব জুড়ে কোটি কোটি উইলিয়ামসন ভক্তরা।
আরও পড়ুনঃএবার ইউরোতে রোনাল্ডোর সামনে একধিক রেকর্ড গড়ার হাতছানি, প্রস্তুত সিআরসেভেন
আরও পড়ুনঃসুস্থ এরিকসন, হাসি মুখে ছবি পোস্ট করে বিশেষ বার্তা দিলেন ড্যানিশ তারকা
কেন উইলিয়ামসনের চোট মুক্ত হওয়ার পর নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টেড বলেন,'প্রথম টেস্টে চোট পাওয়ার পর বেশ কয়েকদিন ও বিশ্রাম নিয়েছিল। উইলিয়ামসন এখন পুরো ফিট। তাই ভারতের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে খেলার জন্য সবাই মুখিয়ে আছে।' কেন উইলিয়ামস ফিট ঘোষণার পর আরও জমে উঠল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। মেগা ফাইনালে বিরাট বনাম উইলিয়ামসম দ্বৈরথ দেখতে মুখিয়ে রয়েছেন বিশ্ব জুড়ে ক্রিকেট প্রেমিরা।